সেরা ১০টি সরকার অনুমোদিত ইনকাম app
বর্তমানে আমরা অনেকেই নতুন রয়েছি যারা অনলাইনে ইনকাম করার চেষ্টা করে থাকি। আমরা
অনলাইন ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের বিদেশি ও দেশি সাইট ব্যবহার করে থাকি
যেগুলো বেশিরভাগই ভুয়া, কাজ করার পর পেমেন্ট দিয়ে থাকে না। এই কারণে অবশ্যই
সকলকে সরকার অনুমোদিত ইনকাম app গুলো ব্যবহার করে ইনকাম করতে হবে। তার আগে অবশ্যই
সরকার অনুমোদিত ইনকাম অ্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। আর কোন কোন অ্যাপ
গুলো সরকার অনুমোদিত সেই সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত এ টু জেড
জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আপনি যদি সরকার অনুমোদিত ইনকাম অ্যাপ গুলো ব্যবহার করে কাজ করেন তাহলে সহজেই টাকা
উপার্জন করতে পারবেন। সরকারের অনুমোদিত ইনকাম সাইট ব্যবহার করে টাকা ইনকাম করে
পেমেন্ট নেওয়া সম্ভব। এজন্য আমার মতে সকলের উচিত সরকার অনুমোদিত অনলাইন ইনকাম
অ্যাপ গুলো ব্যবহার করা।
এর পাশাপাশি কিছু জনপ্রিয় বিশ্বস্ত অ্যাপ রয়েছে যেগুলোতে ছোট ছোট কাজ করে
অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। আর্টিকেলে আমরা সেরা ১০টি সরকার অনুমোদিত
ইনকাম app সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত
আর্টিকেলটি পড়তে থাকুন।
আর্টিকেল সূচিপত্র
সেরা ১০টি সরকার অনুমোদিত ইনকাম app
বর্তমান সময়ে আমরা সকলে অনলাইনে বিভিন্ন সাইটে ইনকাম করার চিন্তা ভাবনা করে
থাকি, তবে মনে রাখুন অনলাইনে যেমন অনেক বিশ্বস্ত সাইট রয়েছে, ঠিক একইভাবে
অনলাইনে অনেক ধরনের ভুয়া ও নকল সাইট রয়েছে। আর এই নকল ও ভুয়া সাইটগুলোতে যদি
আপনি কাজ করেন তাহলে প্রতারণা শিকার হতে পারেন।
কাজ করার পরও পেমেন্ট পাবেন না। এজন্য সকলেরই এই বিষয়টির দিকে সতর্ক থাকা
উচিত। অবশ্যই সরকার অনুমোদিত ইনকাম অ্যাপ ও সাইটগুলো ব্যবহার করবেন,
তাহলে নির্দ্বিধায় নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে টাকা উপার্জন করতে পারবেন।
সরকার অনুমোদিত ইনকাম অ্যাপ গুলোতে কাজ করার জন্য অবশ্যই কিছু দক্ষতা ও
অভিজ্ঞতা থাকার প্রয়োজন রয়েছে।
দক্ষতা না থাকলে আমি কখনোই সরকার অনুমোদিত অ্যাপ গুলো ব্যবহার করে টাকা উপার্জন
করতে পারবেন না। এজন্য প্রথমেই কাজগুলোর বিষয়ে দক্ষ হয়ে নিবেন ,এরপর
এগুলোতে একাউন্ট খুলে কাজ করে ইনকাম করবেন। নিচের ছকে সেরা ১০টি সরকার
অনুমোদিত ইনকাম app গুলো সম্পর্কে আলোচনা করা হলোঃ
- Food panda app
- Bikash app
- Daraz app
- Uber app
- Nagad app
- Fiverr app
- Bikroy app
- Pathao app
- Amazon app
- Upwork app
আপনার যদি নিজস্ব কোন দক্ষতা থাকে তাহলে উল্লেখিত অ্যাপগুলোতে বিভিন্ন ধরনের
কাজ করার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। নিম্নে সাইটগুলো সম্পর্কে কিছুটা
বিস্তারিত ধারণা দেওয়া হল।
Food panda app- ফুডপান্ডা অ্যাপ থেকে ইনকাম
আপনার সকলেই হয়তো ফুড পান্ডা অ্যাপের নাম শুনেছেন। এটি মূলত একটি অনলাইন
খাবার অর্ডার করার প্রতিষ্ঠান। এখন আর ঘরের বাইরে গিয়ে খাবার অর্ডার করতে হয়
না। ঘরে বসেই অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে নিজের পছন্দের খাবার অর্ডার করা যায়।
ডেলিভারি ম্যান বাড়িতে এসে খাবার ডেলিভারি দিয়ে থাকে।
যার ফলে আমরা ঘরে বসে পছন্দের খাবারটি অর্ডার করে নিয়ে আসতে পারি। খাবার
ডেলিভারি করার জন্য নির্দিষ্ট চার্জ দিতে হয়। সেটি সাধারণত কোম্পানি দিয়ে
থাকে। বর্তমানে হাজার হাজার মানুষ ফুড পান্ডা প্রতিষ্ঠানে খাবার ডেলিভারির কাজ
করে টাকা ইনকাম করছে।
আপনার যদি খাবার ডেলিভারি করে আয় করার ইচ্ছা থাকে তাহলে ফুড পান্ডা অ্যাপটিতে
রেজিস্ট্রেশন করে খাবার ডেলিভারি ম্যানের জন্য জব এপ্লাই করতে
পারেন। খাবার ডেলিভারি করে এই মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করা
সম্ভব।
আপনি যত বেশি খাবার ডেলিভারি করতে পারবেন তত বেশি আপনার আয় হবে। খাবার
ডেলিভারি কাজটি পাওয়ার জন্য ফুডপান্ডা অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন। আর কিছু
ডকুমেন্ট ও প্রয়োজনীয় সরঞ্জাম গুলো আপনার কাছে থাকতে হবে যেমনঃ
- আপনি যদি মোটরসাইকেল ব্যবহার করে খাবার ডেলিভারি করেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
-
তাছাড়াও স্কুটার , সাইকেল অন্যান্য যানবাহন ব্যবহার করে খাবার ডেলিভারি
কাজটি করা যাবে।
- আপনার বয়স অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে।
- জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
এই সকল কিছু থাকলে আপনি ফুড পান্ডা অ্যাপটি ব্যবহার করে ডেলিভারি ম্যান জবের
জন্য এপ্লাই করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে ডেলিভারির কাজ করে প্রতি
মাসে ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। তাই আপনি যদি বেকার বাড়িতে বসে থাকেন
তাহলে ইনকাম করার জন্য সরকার অনুমোদিত এই ফুড পান্ডা অ্যাপটি ব্যবহার করতে
পারেন।
Bikash app - বিকাশ অ্যাপ থেকে ইনকাম
আমরা সকলেই বিকাশ অ্যাপ এর সাথে পরিচিত। বিকাশ মূলত মোবাইল ব্যাংকিং অ্যাপ, এই
অ্যাপটি ব্যবহার করে একে অপরের সাথে টাকা লেনদেন করা যায়। বাংলাদেশের যেকোন
স্থান থেকে আপনি এই অ্যাপের সাহায্যে টাকা পাঠাতে পারবেন, আবার টাকা নিতে
পারবেন।
অর্থাৎ মূল কথায় টাকা লেনদেন করতে পারবেন। তবে আপনি কি জানেন এই অ্যাপটি
ব্যবহার করেও ইনকাম করা সম্ভব।শুধুমাত্র এই অ্যাপ ব্যবহার করেই অনেকেই বিভিন্ন
উপায়ে টাকা উপার্জন করে আসছে।
বিকাশ অ্যাপটি ব্যবহার করে কুইজ খেলে , মিনি গেম খেলে ঘরে বসে ইনকাম করা
যায়। পাশাপাশি বিকাশ অ্যাপটি বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করে আয়
করতে পারবেন। বিকাশে ব্যবহার করে উপার্জন করার কিছু উপায় দেখানো হলোঃ
- বিকাশ এজেন্ট হয়ে ক্যাশ আউট ও ক্যাশ ইন ব্যবসা করে আয় করতে পারবেন
-
তাছাড়াও বিকাশ অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার থেকে
টাকা উপার্জন করতে পারেন।
-
বিকাশ এজেন্ট হয়ে অ্যাকাউন্ট খুলে দেওয়ার মাধ্যমে কোম্পানির কাছ থেকে
নির্দিষ্ট কমিশনে টাকা ইনকাম করতে পারেন।
-
বিকাশ অ্যাপ রেফার করে টাকা ইনকাম করা যাবে। বিকাশ অ্যাপটি রেফার করে রেফার
বোনাস নিয়ে ভালো আর্নিং করা সম্ভব। তাই বেশি বেশি রেফার করুন।
-
বিকাশ অ্যাপ এ থাকা কুইজ ফিচার ও গেম খেলার মাধ্যমে উপার্জন করা যাবে।
উল্লেখিত উপায় গুলো অনুসরণ করে আপনি সরকার অনুমোদিত বিকাশ অ্যাপ থেকে টাকা
উপার্জন করতে পারবেন। সরকার অনুমোদিত ইনকাম app গুলোর মধ্যে বিকাশ অ্যাপ
খুবই জনপ্রিয়। তাই এটি ব্যবহার করে টাকা উপার্জন করুন।
Daraz app - দারাজ অ্যাপ থেকে ইনকাম
সেরা ১০টি সরকার অনুমোদিত ইনকাম app গুলোর মধ্যে দারাজ অ্যাপটি আমরা তিন নম্বরে
রেখেছি। কারণ এই দারাজ অ্যাপ ব্যবহার করেই অনলাইন ব্যবসা করে টাকা উপার্জন করা
সম্ভব। আমরা অনেকেই অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করে থাকি, কিন্তু
সহজে সফল হতে পারি না। তার অন্যতম কারণ হলো সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার না
করা।
আরো পড়ুনঃ নতুন ব্যবসার আইডিয়া গুলো দেখুন
বর্তমানে অনলাইনে ব্যবসা করার এবং টাকা ইনকাম করা অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম বা
অ্যাপ হল দারাজ। কম দামে প্রোডাক্ট ক্রয় করে দারাজ অ্যাপ এর মাধ্যমে
পাইকারি দামে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। বর্তমানে
প্রচুর দারাজ রিসেলার রয়েছে। যেখানে অনেকে প্রোডাক্টগুলো রিসেল করে টাকা
ইনকাম করে থাকে।
আপনি সরাসরি প্রোডাক্ট ক্রয় না করেও দারাজ অ্যাপটিতে এফিলিয়েট মার্কেটিং করে
ইনকাম করতে পারেন। গুগল প্লে স্টোর থেকে দারাজ মোবাইল অ্যাপটি ডাউনলোড
করতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার করে অনলাইন ব্যবসা করে প্রচুর অর্থ ইনকাম
করা যাবে।
পাশাপাশি আপনার নিজস্ব কোন প্রোডাক্ট থাকলে সেটিও এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের
কাছে বিক্রয় করতে পারেন। তাই সরকার অনুমোদিত অ্যাপ হিসেবে দারাজ অ্যাপটি
ব্যবহার করুন খুব সহজেই আয় করতে পারবেন।
Uber app - উবার অ্যাপ ব্যবহার করে আয়
বর্তমানে সরকার অনুমোদিত অনলাইন ইনকামের আরেকটি জনপ্রিয় অ্যাপ হল
উবার। আপনার কাছে যদি বাইক অথবা গাড়ি থাকে তাহলে এই অ্যাপটি ব্যবহার করে
তাকে উপার্জন করতে পারবেন। আর অবশ্যই বাইক বা গাড়ি চালানোর দক্ষতা থাকতে
হবে। তাহলেই এই অ্যাপটি ব্যবহার করে রাইড শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে
পারেন।
বর্তমানে অনেকেই যেকোন স্থানে দ্রুত যাওয়ার জন্য বিভিন্ন ক্যাফে বা গাড়ি
ভাড়া করে থাকে। আর এই গাড়ি ভাড়া গুলো উবার অ্যাপ ব্যবহার করে করা
যায়। বর্তমানে ও হাজার হাজার কর্মী উবার অ্যাপটিতে কাজ
করছে। সবচেয়ে মজার বিষয় হলো আপনি এই অ্যাপটি ব্যবহার করে প্রতি মাসে
হাজার হাজার টাকা উপার্জন করতে পারেন।
তবে এক্ষেত্রে অ্যাপটি ব্যবহার করার জন্য বা কাজের এপ্লাই করার জন্য কিছু
ডকুমেন্ট থাকতে হবে। বিশেষ করে আপনার ড্রাইভিং লাইসেন্স , জাতীয় পরিচয় পত্র ,
টেক্স টোকেন সহ আরো অন্যান্য ডকুমেন্ট এর প্রয়োজন হবে।
অন্যান্য যেগুলো ডকুমেন্ট প্রয়োজন হবে সেটি আপনি অ্যাপের মাধ্যমে জেনে নিতে
পারবেন। আর যারা গাড়ি ভাড়া করে দ্রুত সময় এক স্থান থেকে অন্য স্থানে যেতে
চাচ্ছেন তারা উবার দ্রুত সময়ের মধ্যে অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই
অ্যাপ ব্যবহার করে খুব সহজে রাইড শেয়ারিং গাড়ি ভাড়া
করা যায়।
Nagad app - নগদ অ্যাপ থেকে ইনকাম
সরকার অনুমোদিত ইনকাম app থেকে টাকা উপার্জন করতে চান, সেক্ষেত্রে নগদ অ্যাপটি
ব্যবহার করুন। নগদ বাংলাদেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা দানকারী
প্রতিষ্ঠান। তাদের নিজস্ব অ্যাপ এর নাম হলো নগদ। এই ব্যবহার করেও বিকাশের মতো
টাকা লেনদেন করা যাবে।
নগদ অ্যাপটি বিভিন্ন সময়ে ক্যাশব্যাক অফার সহ রেফার বোনাস পর্যন্ত দিয়ে থাকে।
নগদ একটি ব্যবহার করে বিভিন্ন উপায় ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবেন। নগদ
থেকে ইনকাম করার কিছু মাধ্যম নিম্নে তুলে ধরা হলোঃ
- নগদের এজেন্ট হয়ে টাকা ক্যাশ ইন ব্যবসা করে আয় করতে পারেন।
- নগদের ক্যাশ আউটের ব্যবসা করে টাকা উপার্জন করতে পারেন।
- নগদ অ্যাপটি রেফার করে টাকা ইনকাম করা যাবে।
-
পাশাপাশি নগদ অ্যাপের বিভিন্ন ক্যাশব্যাক অফার গ্রহণ করে আকর্ষণীয়
পুরস্কার সহ টাকা জিতে নিতে পারেন।
এভাবে নগদ অ্যাপটি ব্যবহার করে সহজেই আয় করা যাবে। আপনি যদি সরকার অনুমোদিত
ইনকাম অ্যাপ করে থাকেন তাহলে বলবো নগদ অ্যাপটি ব্যবহার করে আয়
করুন।
Fiverr app - ফাইবার অ্যাপ দিয়ে আয়
আপনারা জানেন ফাইবার হল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এটি একটি সরকার অনুমোদিত
ফ্রিল্যান্সিং অ্যাপ বা সাইট। এখানে কাজ করার জন্য নিজের দক্ষতা থাকতে হয়।
আপনার যদি ফ্রিল্যান্সিংয়ের কোন সেক্টরের বিশেষ দক্ষতা থাকে তাহলে এই অ্যাপের
কাজ করে প্রচুর অর্থ আয় করতে পারবেন। প্রতিদিন এই অ্যাপ থেকে ফ্রিল্যান্সাররা
হাজার হাজার টাকা ইনকাম করছে। দক্ষতা অনুযায়ী কিছু কাজ করে আপনি এই অ্যাপ থেকে
আয় করতে পারেন। যেমনঃ
- ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করে ফাইবার অ্যাপ থেকে ইনকাম
- গ্রাফিক্স ডিজাইন করে আয়
- ভিডিও এডিটিং করে ফাইবার থেকে ইনকাম
- অ্যাপ ডেভেলপমেন্ট করে ফাইবার থেকে টাকা উপার্জন
- কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট করে আয়
- ডাটা এন্ট্রি করে আয়
- ওয়েব ডিজাইন করে ইনকাম
উল্লেখিত কাজ সহ ফ্রিল্যান্সিং এর আরো অন্যান্য সেক্টরের দক্ষ হলে ফাইবার
মার্কেটপ্লেস থেকে টাকা উপার্জন করতে পারবেন। আর উল্লেখিত উপায় গুলো বেশি
জনপ্রিয়, আপনি যদি সেগুলো শিখে ফাইবারে কাজ করেন তাহলে প্রচুর টাকা উপার্জন
করতে পারবেন।
Bikroy app- বিক্রয় অ্যাপ ব্যবহার করে আয়
অনলাইনে পুরাতন জিনিসপত্র বিক্রি করে টাকা উপার্জন করতে চান তাহলে বিক্রয়
অ্যাপটি ব্যবহার করুন। বিক্রয় অ্যাপ ব্যবহার করে পুরাতন জিনিসপত্র ক্রয়
বিক্রয় করা হয়ে থাকে। কেউ যদি পুরাতন জিনিসপত্র কিনতে চান তাহলে বিক্রয় ডট
কম সাইটে অথবা অ্যাপে দেখতে পারেন।
এখানে নতুন সহ বিভিন্ন ধরনের পুরাতন জিনিসপত্র বিক্রি করা হয়। আপনার যদি
পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয় করে ব্যবসা করার চিন্তা ভাবনা থাকে তাহলে
বিক্রয় অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি সরকার অনুমোদিত অনলাইন ব্যবসা করার
অ্যাপ।
এই অ্যাপটি ব্যবহার করে প্রথম জিনিসপত্র বিক্রয়ের ব্যবসা করতে
পারবেন। তাদের মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবেন।অ্যাপটিতে একাউন্ট
রেজিস্ট্রেশন করে নিজে পুরাতন জিনিসপত্র বিক্রয় করে আয় করতে পারেন।
Pathao app- পাঠাও অ্যাপ থেকে আয়
পাঠাও অ্যাপটি ব্যবহার করেও রাইড শেয়ার করে টাকা উপার্জন করতে
পারেন। অনলাইন অনুমোদিত ইনকাম সাইটগুলোর মধ্যে এই পাঠাও অ্যাপ ভালো
জনপ্রিয়তা লাভ করেছে। আপনার যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে ড্রাইভিং করার
মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করে টাকা ইনকাম করতে পারেন।
পাঠাও অ্যাপ ব্যবহার করে ইনকাম করার জন্য নিজস্ব লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং
লাইসেন্স থাকতে হবে। জাতীয় পরিচয় পত্র ও বয়স ১৮ বছরের উপরে হতে হবে। তাহলে
পাঠাও অ্যাপের রেজিস্ট্রেশন করে ড্রাইভিং কাজের জন্য বা রাইড শেয়ার কাজের জন্য
এপ্লাই করতে পারবেন।
Amazon app - অ্যামাজন অ্যাপ থেকে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং সহ নিজের প্রোডাক্টটি গ্লোবাল ভাবে বিক্রয় করতে চাইলে
এই অ্যাপটি ব্যবহার করুন। বর্তমানে অনলাইনে শপিং করার অন্যতম জনপ্রিয় অ্যাপ হল
amazon। amazon অ্যাপটি ব্যবহার করে সকলেই অনলাইন শপিং সহ কেনাকাটা করে
থাকে।
আপনি যদি জিনিসপত্র ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করতে চান তাহলে অ্যামাজনে
অ্যাপটি ব্যবহার করুন। আমাজন অ্যাপে অনলাইন ব্যবসা করে ও এফিলিয়েট
মার্কেটিং করে টাকা উপার্জন করা যাবে।
পাশাপাশি ড্রপ শিপিং করেও আয় করার সুযোগ রয়েছে, অর্থাৎ ঘরে বসেই ড্রপ শিপিং
করার মাধ্যমে আমাজন অ্যাপ থেকে প্রচুর ইনকাম করা যাবে। আপনি সরাসরি প্রোডাক্ট
ক্রয় না করে সেগুলো বিক্রি করে দেয়ার ব্যবস্থা করে নির্দিষ্ট কমিশনে আয় করতে
পারেন। এতে করে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা বা তার বেশি ইনকাম করা
সম্ভব।
সরকার অনুমোদিত ইনকাম app- শেষ কথা
আশা করছি আর্টিকেলটিতে সরকার অনুমোদিত ইনকাম app সম্পর্কে বিস্তারিত
ধারণা পেয়ে গেছেন। আমরা বিভিন্ন ধরনের সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট
সম্পর্কে বিস্তারিত কিছুটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতে করে আপনি অনলাইনে
কাজ করে পেমেন্ট নিতে পারবেন, পাশাপাশি কিছু অ্যাপ শেয়ার করতে যেগুলো ব্যবহার
করে খুব সহজে টাকা উপার্জন করা যাবে। আর এই অ্যাপ গুলো হলো মূলত সরকার অনুমোদিত
ইনকাম অ্যাপ। তাই নির্দ্বিধায় অ্যাপ গুলো ব্যবহার করে টাকা ইনকাম করতে
পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url