২০টি জনপ্রিয় বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করুন

বর্তমানে ডিজিটাল যুগে টাকা ইনকাম খুব সহজেই করা যায়। আপনি যদি অনলাইনে খুব সক্রিয় থাকেন তাহলে অনলাইন থেকেই টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে অনেক বাংলাদেশি app রয়েছে, যেগুলো ব্যবহার করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। আজকের আর্টিকেলে আমরা ২০টি জনপ্রিয় বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করার উপায় সমূহ বিস্তারিত আলোচনা করব।তাই কিভাবে বাংলাদেশী অ্যাপ ব্যবহার করে টাকা ইনকাম করতে হয় সেই সম্পর্কে জানার জন্য আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন। 
বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম
বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম কিভাবে করা সম্ভব বিষয়টি সম্পর্কে যদি না জেনে থাকেন, তাহলে আজকের আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত তথ্য গুলো জেনে নিন। আমরা বেশ কিছু জনপ্রিয় বাংলাদেশি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দেবো, যেই অ্যাপগুলো ব্যবহার করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন।
.

২০টি জনপ্রিয় বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম

ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে ইনকাম করার বেশ কিছু মাধ্যম ও উপায় রয়েছে। যদি আপনি সেই উপায়গুলো অনুসরণ করে বিভিন্ন সাইটে কাজ করতে পারেন তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আমরা অনেকেই বাংলাদেশী অ্যাপ গুলোতে কাজ করার জন্য খোঁজ করে থাকি, কিন্তু বাংলাদেশি টাকা ইনকাম করার সঠিক অ্যাপ সহজেই খুঁজে পাই  না, এক্ষেত্রে চিন্তিত হবেন না। 

আজকের আর্টিকেলে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম সম্পর্কে আলোচনা করা হবে। এই আলোচনায় আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশী অ্যাপ সম্পর্কে আলোচনা করব, যেই অ্যাপস ব্যবহার করে কিছু টাকা আয় করতে পারেন। 

বর্তমান যুগে ছেলেমেয়েরা বাংলাদেশী অ্যাপ ব্যবহার করে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছে। আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন, তবে অবশ্যই ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে জেনে রাখতে হবে। চলুন আর বিস্তারিত কথা না বাড়িয়ে ২০টি জনপ্রিয় বাংলাদেশি app এর তালিকা দেখে আসা যাক। 
  • টাকা ইনকাম (Taka Income)
  • ডেইলি টাকা (Daily Taka)
  • সার্ফক্লিক (Serfclick.net)
  • খেলাঘর (Khelaghor)
  • ক্লিপক্ল্যাশ (ClipClash)
  • বিকাশ (bKash)
  • উবার ড্রাইভার (Uber Driver)
  • বিক্রয় (bikroy.com) 
  • দারাজ (Daraz)
  • পেইডওয়ার্ক (Paidwork)
  • সার্ভে জাঙ্কি (Survey Junkie)
  • গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস (Google Opinion Rewards)
  • টাইমবাকস (TimeBucks)
  • গিগক্লিকার্স (Gigclickers)
  • গ্র্যাবপয়েন্টস (GrabPoints)
  • কয়েনটিপ্লাই (Cointiply)
  • পাইন অ্যাপেল অ্যাপ (Pineapple App)
  • কয়েনপেয়ু (Coinpayu)
  • মেক মানি ক্যাশ (Make Money Cash)
  • ক্যাশ অ্যাপ (Cash App)

টাকা ইনকাম (Taka Income) app 

অনলাইনে কিছু কাজ করে অথবা কুইজ গেম খেলে এই অ্যাপটি থেকে আয় করতে পারেন। অনেকেই আমরা পকেট খরচ অথবা মোবাইল রিচার্জ করার জন্য অনলাইনে এই ধরনের কাজ করে থাকি। এই ধরনের অ্যাপ গুলো থেকে কাজ করে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। সর্বনিম্ন ২০ টাকা হলে টাকা উইথড্র করা যাবে। 
আর এই অ্যাপটি থেকে ইনকাম করা অর্থ বিকাশ ও নগদ পেমেন্ট পদ্ধতির মাধ্যমে নিতে পারবেন। পাশাপাশি মোবাইল রিচার্জ এর মাধ্যমেও পেমেন্ট নিতে পারেন। এটি একটি বাংলাদেশী মোবাইল অ্যাপ্লিকেশন, গুগল প্লে স্টোরে অ্যাপটির নাম লিখে সার্চ করুন। এরপর ডাউনলোড করে নিন, ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে একাউন্ট খুলবেন। 
এরপর অ্যাপটি ওপেন করে কিছু টাক্স কমপ্লিট করে কয়েন অর্জন করুন, মূল কথা হলো এখানে আপনি বিভিন্ন কাজ অথবা কুইজ গেম খেলে কয়েন অর্জন করে টাকা উপার্জন করতে পারেন।এছাড়াও নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করলেই পুরস্কার অর্জন করতে পারেন। যারা ঘরে বসে অযথা মোবাইল ব্যবহার করে বিভিন্নভাবে সময় নষ্ট করছেন, তারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করে সামান্য টাকা আয় করতে পারেন। 

ডেইলি টাকা (Daily Taka) অ্যাপ 

অনলাইনে বিনামূল্যে অর্থ উপার্জনের জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর অ্যাকাউন্ট খুলে অ্যাপটি ব্যবহার করে আয় করুন। এই অ্যাপটি ব্যবহার করে ছোট ছোট মিনি গেম খেলে কয়েন অর্জন করে আয় করতে পারেন। 

এছাড়া বন্ধুদের মাঝে অ্যাপটি শেয়ার করেও আয় করা যাবে। এক্ষেত্রে আপনি রেফার বোনাস পাবেন। আপনার রেফার লিংক থেকে কোন ব্যক্তি অ্যাকাউন্ট খুলে অ্যাপটিতে টাক্স কমপ্লিট করলে, আপনি সেই ব্যক্তির উপার্জনের ১৫% কমিশন পেতে পারেন। 

এভাবে আপনি কমিশন নিয়েও ভালো পরিমাণ আর্নিং এই অ্যাপটি থেকে করতে পারেন। এভাবে রেফার বোনাস নিয়ে অনেকেই প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা উপার্জন করে আসছে। এজন্য বেশি বেশি রেফার করুন আর এই অ্যাপটি থেকে আয় করুন। 

সার্ফক্লিক (Serfclick.net)

এই অ্যাপটি ব্যবহার করে youtube এর ভিডিও দেখে ইনকাম করতে পারেন। এই অ্যাপটিতে ইনকাম করার প্রচুর উপায় রয়েছে। এছাড়াও অ্যাপ ব্যবহার করে প্রমোশন এর কাজ করে কিছুটা আয় করা যাবে। তাদের অ্যাপের নাম লিখে google ক্রোম ব্রাউজারে সার্চ করুন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। 

সেখানে প্রবেশ করে আপনি মোট ছয়টি উপায়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। সর্বপ্রথম প্লাটফর্মটিতে একাউন্ট খুলে নিবেন। এরপর প্রতিদিন একাউন্টে লগইন করার জন্য ডেইলি বোনাস পয়েন্ট পাবেন। এছাড়াও কুইজ উত্তর দিয়ে আয় করার সুযোগ রয়েছে। 

পাশাপাশি বিভিন্ন ধরনের অফারস কমপ্লিট করে আয় করতে পারেন। আর আয় করার সবচেয়ে সহজ উপায় হল রেফার করা। এই প্লাটফর্মে রেফারেল প্রোগ্রামে জয়েন হয়ে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন।এখান থেকে উপার্জন করা অর্থ পেয়েওনিয়ার ও অন্যান্য পদ্ধতিতে পেমেন্ট নিতে পারবেন।

খেলাঘর (Khelaghor) অ্যাপ 

এটি মূলত গেম খেলার মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপটি ব্যবহার করে প্রায় ২০০ টিরও বেশি মিনি গেম খেলে আয় করতে পারেন। বাংলাদেশী এই অ্যাপটিতে গেম খেলে উপার্জন করা যায়। যারা গেম খেলতে পছন্দ করে থাকেন, তারা কিন্তু গেম খেলে মজা নিয়ে টাকা উপার্জন করতে পারেন। 

বাংলাদেশী এই অ্যাপটিতে কিছু গেম খেলে ইনকাম করতে পারেন। আপনার পছন্দ মত গেম খেলে ইনকাম করে বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট নিন। 

ক্লিপক্ল্যাশ (ClipClash) app

ClipClash একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ছোট ছোট মজার ভিডিও দেখার মাধ্যমে আয় করার সুযোগ দিয়ে থাকে। অর্থাৎ এই অ্যাপটি ব্যবহার করে মজার মজার ভিডিও দেখে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। 

যারা মোবাইলে বিভিন্ন ধরনের কমেডি, মিম এবং ভাইরাল ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই অ্যাপটি সেরা হতে পারে। একই সাথে আপনি বিনোদন নিতে পারবেন এবং টাকা উপার্জন করতে পারবেন। 

এই অ্যাপটিতে ভিডিও দেখার সময় নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট দিয়ে থাকে। সেই পয়েন্ট অর্জন করে এক্সচেঞ্জ করে টাকা রূপান্তর করে নিতে হয়।  এছাড়া, অ্যাপটিতে চ্যালেঞ্জ পূরণ এবং কুইজে অংশগ্রহণের মাধ্যমে বোনাস পুরস্কার পাওয়ার সুযোগও রয়েছে। এভাবে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করুন। 

বিকাশ (bKash) অ্যাপ 

রেফারেল প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাপটি থেকে ইনকাম করতে পারেন। তাছাড়া বিকাশ অ্যাপটি ব্যবহার করে দুই উপায়ে ইনকাম করা যাবে। প্রথম উপায় হল বিকাশ ক্যাশ আউট সার্ভিস প্রদান করা। আর দ্বিতীয় উপায় হল বিকাশ ক্যাশ ইন সার্ভিস দেওয়া। 

এই দুই সার্ভিস দেওয়ার মাধ্যমে আপনি বিকাশ অ্যাপ থেকে আয় করতে পারেন। এটি একটি বাংলাদেশী মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন। গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। 

ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নিন এবং বিকাশ ক্যাশ ইন ও ক্যাশ আউট এর ব্যবসা করুন অনেক টাকা উপার্জন করতে পারবেন। বাংলাদেশী এই অ্যাপটি বর্তমানে খুবই জনপ্রিয়, অ্যাপটি ব্যবহার করে টাকা লেনদেন করা হয়। 

উবার ড্রাইভার (Uber Driver) অ্যাপ 

যাদের নিজস্ব গাড়ি বা বাইক রয়েছে, তারা কিন্তু এই বাংলাদেশি উবার অ্যাপটি ব্যবহার করে উবার ড্রাইভার হিসেবে কাজ করে ইনকাম করতে পারেন। মূলত উবার ড্রাইভার অ্যাপটি ব্যবহার করে ডেলিভারি জনিত কাজগুলো কমপ্লিট করে আয় করা যায়। বিভিন্ন পণ্য ডেলিভারি করা , রাইড শেয়ারিং সার্ভিস প্রদান করা ইত্যাদি কাজগুলো করে আয় করতে হয়।  আপনার নিজস্ব গাড়ি থাকলে এই অ্যাপটি ব্যবহার করে আয় করুন। 

বিক্রয় (bikroy.com) অ্যাপ 

পণ্য বিক্রয় করে ব্যবসা করতে চান, তাহলে বাংলাদেশী এই বিক্রয় অ্যাপটি ব্যবহার করতে পারেন। বিক্রয় অ্যাপের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেটি হল bikroy.com। তাদের প্লাটফর্ম ব্যবহার করেও প্রোডাক্ট বিক্রি করে ব্যবসা করতে পারেন। মূলত এই অ্যাপটি ব্যবহার করে পুরাতন প্রোডাক্ট বিক্রয় ব্যবসা করতে পারবেন। 

এখানে পুরাতন জিনিসপত্রের পাশাপাশি নতুন জিনিসপত্র বিক্রি করা হয়। আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে এই অ্যাপ ব্যবহার করে আমাদের কাছে বিক্রয় করতে পারেন। এভাবে প্রোডাক্ট বিক্রি করে এই বাংলাদেশি অ্যাপটি দিয়ে আয় করা যাবে। বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করতে চাইলে এই bikroy অ্যাপটি ব্যবহার করুন। 

দারাজ (Daraz) অ্যাপ 

দারাজ অ্যাপ এর মাধ্যমে পণ্য বিক্রি করে আয় করতে পারেন। এটি একটি ই-কমার্স প্রতিষ্ঠান অ্যাপস। যেখানে আপনি নিজের প্রোডাক্ট গুলো বিক্রয় করে আয় করতে পারবেন। প্রায় লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপটি ব্যবহার করে অনলাইনে ব্যবসা করে টাকা উপার্জন করছে। 

আপনার নিজের হাতে তৈরি পণ্য অথবা সরাসরি কম দামে প্রোডাক্ট ক্রয় করে এই দারাজ অ্যাপ এর মাধ্যমে বিক্রয় করে আয় করতে পারেন। এছাড়াও দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। এফিলিয়েট মার্কেটিং জানলে দারাজের প্রোগ্রামে জয়েন করুন এবং অনলাইন থেকে সহজে আয় করুন। 

পেইডওয়ার্ক (Paidwork) অ্যাপ 

এই অ্যাপটি ব্যবহার করে বিজ্ঞাপন দেখা, সার্ভে পূরণ, ভিডিও দেখা, টাইপিং করা এবং গেম খেলার মাধ্যমে আয় করা যায়। যদি বিজ্ঞাপন দেখে বা ভিডিও দেখে আয় করার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এই অ্যাপটি ব্যবহার করে সহজে অনলাইন থেকে আয় করতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের গেম খেলেও এই অ্যাপটি ব্যবহার করে আয় করা যাবে। 

এই অ্যাপটি থেকে বেশি টাকা আয় করতে হলে অবশ্যই টাকা ইনভেস্ট করতে হবে। যদি টাকা ডিপোজিট করে আয় করার কথা ভেবে থাকেন, তাহলে এই অ্যাপটি ব্যবহার করে টাকা উপার্জন করতে পারেন। তবে বিনামূল্যে এখান থেকে আয় করা যাবে। 

সার্ভে জাঙ্কি (Survey Junkie)

শুধুমাত্র অনলাইনে সার্ভে পূরণ করে এই প্লাটফর্ম থেকে ইনকাম করতে পারেন। আপনার অনেকেই হয়তো সার্ভে সম্পর্কে জেনেছেন। এখানে আপনার কাজ হল সার্ভের গুলোর উত্তর দেওয়া। সার্ভে অনেকটা প্রশ্নের মত হয়ে থাকে। আপনাকে সেই প্রশ্নগুলো পড়ে উত্তর দিতে হবে, মূল কথায় আপনাকে ফিডব্যাক প্রদান করতে হবে। ফিডব্যাক দেওয়ার মাধ্যমে আপনি এই সাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।

শেষ কথা

আজকের আর্টিকেলটি পড়ে বুঝেই গেছেন কিভাবে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম করা যায়।আমরা প্রায় ২০টি জনপ্রিয় বাংলাদেশি app সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আপনি বিভিন্ন ধরনের টাক্স করে বা কাজ করে আয় করার সুযোগ পেতে পারেন। প্রতিটি অ্যাপ ব্যবহার করার পূর্বে অ্যাপের রিভিউ দেখে নিবেন। 

তাছাড়াও অ্যাপ সম্পর্কে খোঁজ খবর নিবেন। সাধারণত বাংলাদেশি অ্যাপ থেকে খুব একটা বেশি অর্থ উপার্জন করতে পারবেন না। তবে পকেট মানি অথবা মোবাইল রিচার্জ খরচ চালানোর জন্য এই ধরনের অ্যাপ গুলো ব্যবহার করে ইনকাম করতে পারেন। কিন্তু আপনি যদি পরিশ্রম করে অধিক সময় নিয়ে কাজ করেন তাহলে বেশি টাকা ইনকাম করা সম্ভব না থাকে। তাই একটু বেশি সময় নিয়ে কাজ করুন, বেশি টাকা আয় করতে সক্ষম হবেন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url