অনলাইনে গেম খেলে টাকা ইনকাম ২০২৫

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার অনেক উপায় ও অ্যাপস রয়েছে। যদি সত্যিকার অর্থে গেম খেলে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আজকের আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য অনুরোধ রইল। কারণ পুরো আর্টিকেলে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস ও উপায় গুলো সম্পর্কে আলোচনা করা হবে। 

আপনারা যারা ঘরে বসে বেকার সময় নষ্ট করছেন, তারা কিন্তু গেম খেলেই অনলাইনে আয় করতে পারেন। অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার অনেক প্ল্যাটফর্ম ও উপায়, আপনি যদি সঠিক গাইডলাইন জানেন তাহলে অবশ্যই গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম
তাই আমরা গেম খেলে টাকা ইনকাম সম্পর্কে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। অরজিনাল ও সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করে গেম খেলুন সহজেই আয় করে ফেলতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার অনেক উপায় ও মাধ্যমগুলো জেনে আসা যাক।
আর্টিকেল সূচিপত্র

গেম খেলে টাকা উপার্জন 

বর্তমান সময়ে অনলাইনে গেম খেলে টাকা উপার্জন করা একটি জনপ্রিয় উপায় হয়ে উঠেছে। বর্তমান সময়ে গেমাররা তাদের গেমিং দক্ষতা, সৃজনশীলতা দেখিয়ে বিভিন্ন প্লাটফর্ম থেকে আয় করতে পারছে। আপনিও যদি গেমিং প্লাটফর্মে দক্ষ হয়ে থাকেন তাহলে বিভিন্ন সাইট থেকে গেম খেলেই প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। 
আধুনিক যুগে গেম খেলা শুধু একটি বিনোদনমূলক কাজই নয়, বরং গেম খেলা একটি পেশাদার ক্ষেত্রেও পরিণত হয়েছে। আপনারা শুনে থাকবেন অনেক ইউটিউবার রয়েছে যারা সারাদিন গেম খেলে youtube থেকে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে থাকে, এছাড়া তারা মাস শেষে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করে। 
তারা মূলত গেম খেলাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা আপনি যদি গেম খেলাই দক্ষ হয়ে থাকেন তাহলে সেই গেমটি খেলেই বিভিন্নভাবে অনলাইনে ঘরে বসে টাকা উপার্জন করতে পারেন। 
সেক্ষেত্রে আপনাদের সঠিক গাইডলাইন জানা জরুরী, আমরা আর্টিকেলটির মাধ্যমে বেশ কিছু গাইডলাইন্স তুলে ধরব যেগুলো মেনে চললে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। গেম খেলে বিভিন্ন ভাবে টাকা উপার্জন করতে পারেন। যেমনঃ
  • ই-স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গেম খেলে ইনকাম করতে পারেন। 
  • গেমিং লাইভ স্ট্রিম করে আয় করতে পারেন।
  • গেমিং আইটেম ও কয়েন গুলো বিক্রি করে অনলাইনে ইনকাম করতে পারেন।
  • গেম বিক্রয় বা অ্যাকাউন্ট সেলিং করে আয় করা যাবে।
  • গেমিং প্লাটফর্মে গেম খেলে ফ্রিতে ইনকাম করতে পারেন
  • বিভিন্ন সাইটে গেম টেস্ট করে আয় করতে পারেন।
  • গেমের ডিজাইন তৈরি করে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন।
  • গেমিং ব্লগ বা রিভিউ লেখে ইনকাম।
  • গেমে ভয়েস ওভার দিয়ে ইনকাম
  • গেমিং টিউটোরিয়াল বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম।
উপরের লিস্টে উল্লেখিত সকল উপায়ে আপনি গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন। যদি কোন গেমে আপনার বিশেষ দক্ষতা থাকে তাহলে সেই গেমটি নিয়ে উল্লেখিত উপায়ে আয় করতে পারেন। 

পাশাপাশি প্রোগ্রামিং করা দক্ষতা থাকলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে গেমিং গ্রাফিক্স ডিজাইন করে আয় করতে পারেন। তাছাড়া বিভিন্ন সাইটে গেম খেলার মাধ্যমে আয় করা যাবে, তাই ঘরে বসে অযথা গেম খেলে অথবা ফেসবুক চালিয়ে সময় নষ্ট না করে বিভিন্ন সাইডে গেম খেলে টাকা উপার্জন করুন। 

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম

বর্তমানে আমরা অবসর সময়ে বিনোদন নেওয়ার জন্য বিভিন্ন সময়ে প্রায় গেম খেলে থাকি। তবে আপনি কি জানেন গেম খেলে মজা নেওয়ার পাশাপাশি টাকা ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা, গেম খেলে মজা নিতে পারেন, পাশাপাশি গেম খেলে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারেন। 

যার ফলে গেম খেলার মজা দ্বিগুণ হয়ে উঠবে। গেম খেলে সাধারণত অনলাইনে পার্ট টাইম ইনকাম করতে পারবেন। তবে কখনোই গেম খেলে বেশি টাকা ইনকাম করা সম্ভব নয়। তাই আগে থেকে বলে রাখছি গেম খেলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না, যারা প্রফেশনাল ভাবে গেম খেলে ইনকাম করতে চান তারা অন্য অন্য উপায়ে আয় করতে পারেন। 

আমরা যেই সাইট ও অ্যাপস গুলো শেয়ার করব সেগুলোতে সাধারণত গেম খেলে সামান্য টাকা আয় করতে পারেন। যেই টাকা দিয়ে আপনি মোবাইল রিচার্জ অথবা পকেট খরচ চালাতে পারেন। তাই আমাদের দেখানো মোবাইলে অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার এই android games গুলো খেলে দেখতে পারেন। 

বিশেষ করে যাদের হাতে পর্যাপ্ত সময় থাকে এবং যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু গেমগুলো ট্রাই করে দেখতে পারেন। আপনাদের পার্টটাইম ইনকাম হতে পারে এই গেমগুলো খেলে। নিম্নে অনলাইনে games খেলে টাকা উপার্জন করার অ্যাপস ও সাইট গুলোর তালিকা তুলে ধরা হলোঃ 
  • Dream 11 eSports gaming
  • Rewarded Play
  • Hago
  • Paytm First Games
  • AppStation: Games & Rewards
  • Freecash
  • MPL - gaming app
  • Cash Giraffe
  • Mobile Legends

Dream 11 eSports gaming

ড্রিম ইলেভেন মূলত হল একটি eSports gaming platform, যেখানে ক্রিকেট ভার্চুয়াল গেমের টিম গড়ে তুলে আয় করতে পারেন। এখানে আপনি বিভিন্ন উপায়ে নিজের টিম গড়ে তুলে ইনকাম করতে পারবেন। লাইভ খেলার উপর নির্ভর করে নিজের ভার্চুয়াল টিম তৈরি করতে হয় এবং সেই টিমের ওপর প্রেডিকশন করে আয় করার সুযোগ রয়েছে। 

যদি আপনার ভার্চুয়াল টিম লাইভ ম্যাচে জিতে যায় তাহলেই আপনি ক্যাশ প্রাইজ পেতে পারেন।এছাড়াও এই অ্যাপসে রেফার ইনকাম রয়েছে অর্থাৎ আপনি বন্ধুদের মাঝে অ্যাপটি শেয়ার করে রেফার বোনাস নিতে পারেন। 

অ্যাপটিতে বন্ধুদের ইনভাইট করে ৫০০ টাকার উপরে বোনাস নিতে পারেন। সেই বোনাস নিয়ে প্লাটফর্মটিতে বিভিন্ন টিম তৈরি করে আয় করতে পারেন। গেম খেলার এই প্লাটফর্মটি বর্তমানে বিশ্বে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে ভারতীয় গেমারা এই প্লাটফর্মে ব্যবহার করে গেম খেলে ইনকাম করে থাকে। 

Rewarded Play

Rewarded Play হলো একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যেখানে আপনারা গেম খেলার মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। যারা বিনামূল্যে গেম খেলে টাকা উপার্জন করতে চান তারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। 

এখানে বিনামূল্যে গেম খেলার সুযোগ রয়েছে, তাছাড়াও আকর্ষণীয় পুরস্কার জিততে হলে এখানে পেইড গেম খেলতে পারেন। এছাড়া ফ্রি গেম খেলে কিছু টাকা ইনকাম করতে পারেন। 

এখানে গেম খেলে পয়েন্ট অর্জন করতে হয়, আর পরবর্তীতে পয়েন্টগুলো গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। অ্যাপটি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং রেজিস্ট্রেশন করে তাদের নির্দেশনা অনুযায়ী ট্রাক্স ও গেম খেলে টাকা উপার্জন করুন। 

Mobile Legends গেম খেলে আয়

মোবাইল লেজেন্ড সাধারণত একটি মাল্টিপ্লেয়ার একশন গেম। এখানে অনেকগুলো প্লেয়ার অনলাইনের মাধ্যমে খেলে থাকে। এই গেম কোম্পানি পুরো বিশ্বে বিশিষ্ট টুর্নামেন্টের আয়োজন করে থাকে। আপনারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে গেম খেলে জিততে পারলেই বড় অংকের টাকা পুরস্কার হিসেবে পেতে পারেন। 

তাছাড়া পাশাপাশি মোবাইল লেজেন্ড গেমটি প্রমোশন করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। আপনি এই গেমটি লাইভ স্ট্রিম ইউটিউবে বা ফেসবুকে করতে পারেন। এর ফলে লাইভস্টিমে অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন। মূলত আপনি সরাসরি এই গেমটি খেলে টাকা আয় করতে পারবেন না, এখানে আপনাকে বিভিন্ন উপায়ে অবলম্বন করে গেমটি খেলে টাকা ইনকাম করতে হবে।

MPL - gaming app

গেম খেলার আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশন হলো এমপিএল। এটি মূলত গেম খেলার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ভারতীয় এই প্লাটফর্মটিতে গেম খেলে বিভিন্ন উপায়ে আয় করতে পারেন। এই অ্যাপে একাধিক গেম রয়েছে, নিজের পছন্দ অনুযায়ী গেম সিলেক্ট করে ফ্রিতে আয় করতে পারবেন। 

এছাড়াও আপনি এখানে টাকা ডিপোজিট করে বড় বড় গেম খেলে বেশি টাকা ইনকাম করতে পারেন। তবে আপনি চেষ্টা করুন ফ্রিতে গেম খেলে আয় করার। কারণ এখানে বিনামূলক গেম খেলার সুযোগ রয়েছে, ঘরে বসে অযথা সময় নষ্ট না করে বিনামূল্যে এই অ্যাপ থেকে গেম খেলে আয় করুন। 

এই অ্যাপটিতে কমপক্ষে ৩০ টিরও বেশি মিনি গেম রয়েছে, যেগুলো বিনামূল্যে খেলে আয় করতে পারেন। এই গেম খেলার প্লাটফর্মের অফিসিয়াল অ্যাপস রয়েছে, যেটি আপনি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। তাদের ওয়েবসাইডে ঢুকে একাউন্ট খুলে আয় করতে পারেন। 

লুডু গেম খেলে টাকা ইনকাম

বন্ধুরা আমরা অনেকেই লুডু গেম খেলতে পছন্দ করে থাকি, বর্তমানে কিন্তু অনলাইনে লুডু গেম খেলেও উপার্জন করা সম্ভব। লুডু খেলা বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে যেখানে লুডু গেমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে , প্লেয়ারকে চ্যালেঞ্জ করে , লাইভ স্ট্রিম করে আয় করতে পারেন। সরাসরি লুডু গেম খেলে আয় করা সম্ভব নয়। 

লুডু গেম খেলে ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের উপায় অনুসরণ করতে হয়। সবচেয়ে সহজ উপায় হল বিভিন্ন প্লাটফর্মে লুডু গেমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। নির্দিষ্ট ফি প্রদান করে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। 

প্ল্যাটফর্ম গুলোতে সাধারণত প্রতিযোগিতায় এন্ট্রি ফি ২০-২০০ পর্যন্ত হয়ে থাকে। আপনার যত বাজেট রয়েছে সেই অনুযায়ী টাকা ডিপোজিট করে এন্ট্রি ফি প্রদান করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং লুডু গেম খেলে ইনকাম করুন। 

এছাড়া প্রতি সপ্তাহে বিভিন্ন প্লাটফর্মে ফ্রিতে লুডু গেমের প্রতিযোগিতার আয়োজন করা হয়, সেখানেও আপনি অংশগ্রহণ করে নগদ পুরস্কার সহ অর্থ উপার্জন করতে পারেন। লুডু গেম খেলে ইনকাম করার জনপ্রিয় সাইট যেমনঃ
  • Ludo Supreme Gold
  • Paytm First Games
  • Ludu khiladi adda
  • MPL (Mobile Premier League)
  • Ludo Empire
  • Winzo Games
  • Big Cash
  • Gamezy
  • Skill Clash
  • Zupee Gold
  • Ludo King

বাবুল শুটার গেম খেলে টাকা আয়

বন্ধুরা অনলাইনে বাবুল গেম খেলে টাকা আয় করা সম্ভব কিনা, অনেকেই এই প্রশ্নটিই করে থাকেন। বাবুল গেমটি সরাসরি ডাউনলোড করে কখনোই আয় করতে পারবেন না। তবে বিভিন্ন প্লাটফর্মে বাবুল গেম খেলে ইনকাম করতে পারেন। অনলাইনে মোবাইলে গেম খেলে টাকা উপার্জন করার বেশ কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করেছি। 

সেখানে আপনি বাবুল গেম খেলে টাকা উপার্জন করতে পারেন। তবে আপনি যদি বলেন সরাসরি বাবুল গেম খেলে ইনকাম করবেন, সেটি কখনোই সম্ভব নয়। তবে বাবুল গেমের সরাসরি সম্প্রচার করে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আয় করতে পারেন। এভাবে বাবুল শুটার গেম থেকে আয় করা সম্ভব। 

কোন গেম খেলে টাকা আয় করা যায় নগদে

বর্তমানে অনলাইনে নানা ধরনের গেম খেলে ইনকাম করার প্লাটফর্ম রয়েছে যেগুলোতে মিনি গেম খেলে পয়েন্ট অর্জন করে টাকা ইনকাম নগদে পেমেন্ট নিতে পারেন। বেশিরভাগ বাংলাদেশী প্লাটফর্ম গুলোতে গেম খেলে টাকা আয় বিকাশে ও নগদে পেমেন্ট নেওয়া যায়। তাছাড়া মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। মোবাইলে গেম খেলে ইনকাম করা যায় এই ধরনের সাইটের বা গেমের তালিকা নিম্নে তুলে ধরা হলোঃ 
  • Winzo Game অ্যাপে গেম খেলে ইনকাম
  • khiladi adda প্লাটফর্মে গেম খেলে আয়
  • Money Bingo Clash গেম খেলে টাকা আয় নগদে
  • mCrypto: Play to Earn Crypto
  • teenpattigo
  • Freecash – Online Income
  • Freecash প্লাটফর্মে গেম খেলে ইনকাম
  • Yatzy Dice গেম খেলে টাকা আয় নগদে
  • Ludo King খেলে টাকা আয়
  • Winmts Ludo
  • AppStation: গেম খেলে নগদে ইনকাম
উল্লেখিত অ্যাপস গুলোতে গেম খেলে নগদে আয় করতে পারেন। প্রথমত আপনাকে ডলারে পেমেন্ট করা হবে। ডলারের পেমেন্ট নেওয়ার পর সেগুলো আপনি বিভিন্ন মাধ্যমে নগদের মাধ্যমে টাকাটি উত্তোলন করতে পারবেন। 

গেম খেলে আয়ের সুবিধা

গেম খেলে আয় করার কিছু সুবিধা রয়েছে। নিম্নে গেম খেলে আয়ের সুবিধা আলোচনা করা হলোঃ
  • গেম খেলে বিনোদনের সাথে আয় করতে পারেন। 
  • স্মার্টফোন থাকলেই অনলাইনে গেম খেলে ইনকাম করা যায়।
  • একাধিক ধরনের গেম নির্বাচন করে খেলার মাধ্যমে ইনকাম করতে পারেন।
  • পার্ট টাইম জবের আইডিয়া হিসেবে গেম খেলতে পারেন।
  • অবসর সময়ে বিনোদন নিয়ে গেম খেলে ইনকাম করতে পারেন।

সর্বশেষ কথা

অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে আর্টিকেলটিতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা গেম খেলে উপার্জন করার কথা ভাবছেন, তারা অবশ্যই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন। আমরা গেম খেলে উপার্জন করা বেশ কিছু প্লাটফর্ম শেয়ার করেছি, 

যেখানে আপনি গেম খেলে কিছু টাকা আয় করতে পারেন। যেকোন প্ল্যাটফর্মে গেম খেলার পূর্বে প্ল্যাটফর্মটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন এবং যাচাই-বাছাই করে দেখবেন। ধৈর্য সহকারে সময় নিয়ে গেম খেলুন, নিশ্চয়ই আয় করতে পারবেন। অনলাইনে ইনকাম কিভাবে করা যায় এই বিষয় নিয়ে নতুন নতুন তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন।  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url