কোন app দিয়ে টাকা ইনকাম করা যায়?
কোন app দিয়ে টাকা ইনকাম করা যায় এই সম্পর্কে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা
হবে। বর্তমানে আধুনিক যুগে অনলাইনে প্রচুর অ্যাপস রয়েছে, যেখানে ইনকাম করার
সুযোগ রয়েছে। এই অ্যাপস গুলো ব্যবহার করে প্রতিদিন ইনকাম করতে পারেন।
যদি আপনি অনলাইনে সার্চ করেন তাহলে একাধিক টাকা ইনকাম করার অ্যাপস পাবেন, তবে
প্রতিটি অ্যাপস থেকে সহজে ইনকাম করা সম্ভব হয়ে ওঠে না। কিছু অ্যাপস রয়েছে
যেগুলোতে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে উপার্জন করতে হয়। আর কিছু অ্যাপস
রয়েছে যেখানে যোগ্যতা ছাড়াও শুধুমাত্র তাদের দেখানো টাক্স গুলো কমপ্লিট করে
ইনকাম করা যায়।কোন app দিয়ে টাকা ইনকাম করা যায় সহজেই তা আমরা দেখিয়ে
দেব।
.
কোন app দিয়ে টাকা ইনকাম করা যায়
কোন app দিয়ে টাকা ইনকাম করা যায় সম্পর্কে জানতে চান, তাহলে আর্টিকেলটি
রিডিং পড়ুন। বিস্তারিত সকল তথ্যগুলো জানতে পারবেন। আমরা আপনাদের সাথে অনেকগুলো
অ্যাপস সম্পর্কে শেয়ার করব।
আরো পড়ুনঃ গ্রামের ব্যবসার আইডিয়া
যেগুলো আপনি ব্যবহার করে ডেইলি ৫০০ টাকার বেশি আয় করতে পারেন। যে সকল
অ্যাপস গুলোতে যোগ্যতা ছাড়াই কাজ করে উপার্জন করা যায়, সেই সকল অ্যাপসগুলোতে
সাধারণত অনেক পরিশ্রম করে কাজ করতে হয়।
সহজেই কোন app দিয়ে টাকা ইনকাম করা যায় তার কয়েকটি তালিকা দেওয়া
হলঃ
- Meesho app
- Work Up Job app
- Toloka app
- Fiverr
- Shutterstock Contributor
- CashBoss: Earn Cash
- Uber Drive
- FoodPanda
- Cointiply
- YouTube app
- Blogger.com (app)
- Freecash App
Meesho app – টাকা ইনকাম app
অনলাইনে কেনাকাটা করার পাশাপাশি পণ্য বিক্রি করে উপার্জন করতে চান, তাহলে
মিশো mobile app টি ব্যবহার করতে পারেন। এখানে আপনি সরাসরি নিজের
প্রোডাক্ট বিক্রি না করেও উপার্জন করতে পারবেন। Meesho app থেকে সহজেই ইনকাম
করা সহজ, যদি আমাদের দেখানো উপায় গুলো অনুসরণ করেন। চলুন নিম্নে Meesho app
ইনকাম করার কিছু উপায় দেখে আসি।
কিভাবে ইনকাম করবেনঃ
- গুগল প্লে স্টোর থেকে Meesho অ্যাপ ডাউনলোড করুন এবং অ্যাকাউন্ট খুলুন।
- এবার Meesho অ্যাপ এ পছন্দের পণ্য নির্বাচন করুন এবং তার ছবি ও বিবরণ শেয়ার করুন (WhatsApp, Facebook, Instagram বা অন্য মাধ্যমে)।
-
মিশু অ্যাপসে থাকা নানা ধরনের প্রোডাক্ট সিলেক্ট করে সেখানে নিজের দাম সেট
করুন।
- যদি কেউ অর্ডার দেয়, তাহলে Meesho-তে ক্রেতার দামে অর্ডার করুন এবং নিজের লাভ যোগ করে সেটার দাম নির্ধারণ করুন।
- Meesho সরাসরি প্রোডাক্ট ডেলিভারি করবে, আপনি শুধুমাত্র লাভের টাকা পাবেন।
- এভাবে Meesho অ্যাপ থেকে ইনকাম করা যাবে।
Meesho Supplier হিসেবে ইনকামঃ
যদি আপনার নিজের প্রোডাক্ট থাকে, তাহলে Meesho-তে সাপ্লায়ার হিসেবে
রেজিস্ট্রেশন করে পণ্য বিক্রি করতে পারেন।
কিভাবে করবেনঃ
- Meesho Supplier Hub-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন
- প্রোডাক্ট আপলোড করুন (ছবি, বিবরণ, দাম সেট করুন)।
- ক্রেতারা অর্ডার করলে Meesho আপনার হয়ে ডেলিভারি করবে।
এছাড়া Meesho-এর অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে কমিশন আর্ন করা যায়, অর্থাৎ
এফিলিয়েট মার্কেটিং করে এই অ্যাপস থেকে ইনকাম করার সুযোগ
পাবেন। পাশাপাশি আপনার যদি YouTube চ্যানেল বা ব্লগ থাকে,
তাহলে Meesho-এর পণ্য নিয়ে ভিডিও বা আর্টিকেল তৈরি করে স্পন্সরশিপ বা
অ্যাফিলিয়েট লিংক দিয়ে ইনকাম করতে পারেন। আরেকটি উপায়ে মিশো অ্যাপ থেকে আয়
করা যায় তাহলেও রেফারেল।Meesho-তে একটি রেফারেল প্রোগ্রাম রয়েছে, যেখানে
আপনি অন্যদের Meesho অ্যাপে যোগ দিতে বললে রেফারেল বোনাস পাবেন।
Work Up Job app
WorkUp Job অ্যাপটি একটি মাইক্রো-জব প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিভিন্ন ধরনের
ছোট ছোট মাইক্রো জব টাইপের কাজগুলো করে উপার্জন করতে পারবেন। এখানে
বিভিন্ন ধরনের সহজ সহজ কাজ করে উপার্জন করা যায় যেমনঃ ভিডিও দেখা
,অ্যাপ ইন্সটল করা ,সার্ভে পূরণ করা , সাবস্ক্রাইব করা ইত্যাদি।
অ্যাপস থেকে ইনকাম করার উপায়ঃ
- প্রথমে Google Play Store থেকে WorkUp Job অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করুন।
- অ্যাপে উল্লেখিত বিভিন্ন কাজের তালিকা থেকে আপনার পছন্দমতো কাজ নির্বাচন করুন।
- নির্বাচিত কাজের নির্দেশনা অনুসরণ করে কাজ সম্পন্ন করুন এবং প্রয়োজনীয় প্রমাণ (যেমন স্ক্রিনশট) অ্যাপে জমা দিন।
- কাজ অনুমোদিত হলে আপনার অ্যাকাউন্টে অর্থ জমা হবে, যা আপনি মোবাইল রিচার্জ বা অন্যান্য পেমেন্ট পদ্ধতির মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
প্রতিদিন দিনে দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করে WorkUp Job অ্যাপ
থেকে টাকা রোজগার করতে পারেন। এখানে আপনি পার্ট টাইম জব হিসেবে কাজ
করতে পারেন, মূলত হাত খরচ চালানোর জন্য এখানে কাজ করা যেতে পারে। এখান থেকে
খুব একটা বেশি আয় করা সম্ভব নয়। তবে আপনি এখান থেকে ১০০ পার্সেন্ট কাজ করে
পেমেন্ট পাবেন।
Toloka app
Toloka হলো micro জব করার একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যেখানে আপনি ভিন্ন ভিন্ন
ছোট ছোট কাজ করে টাকা উপার্জন করতে পারবেন। এখানে কাজ করার জন্য নির্দিষ্ট
যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করলেই ইনকাম করা
যাবে। অ্যাপসটি Google Play Store এবং Apple App Store-এ পাওয়া যায়।
তাই সরাসরি ডাউনলোড করে কাজ করা শুরু করে দিন।
ইনকাম করার উপায়
- গুগল প্লে স্টোর থেকে Toloka অ্যাপ ডাউনলোড করুন।
- ইমেইল বা Google অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিন।
- প্রোফাইল সম্পূর্ণ করুন (দেশ, ভাষা ইত্যাদি)
-
এবার অ্যাপসে থাকা বিভিন্ন ধরনের কাজগুলোর মধ্যে নির্দিষ্ট একটি কাজ
সিলেক্ট করে নিন।
- এখন তাদের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে কাজ করে জমা দিন।
- তাহলে আপনার একাউন্টে ব্যালেন্স জমা হতে থাকবে।
কি কি কাজ করতে পারবেন
- ইমেজ যাচাই (Image Verification)
- ভিডিও দেখা
- ওয়েবসাইট রিভিউ
- ম্যাপের তথ্য যাচাই
- অনুবাদ বা ভাষাগত কাজ
- অডিও ট্রান্সক্রিপশন
উল্লেখিত ছোট ছোট কাজগুলো মোবাইল দিয়ে করে টাকা ইনকাম করতে
পারেন। অ্যাপটিতে এই কাজগুলো করে প্রমাণ জমা দিন, আপনার একাউন্টে
পয়েন্ট জমা হতে থাকবে এবং আপনি পরবর্তীতে PayPal, Payoneer, Skrill,
বা YooMoney এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। আর মনে রাখবেন
সর্বনিম্ন $0.02 ডলার জমা হলেই উত্তোলন করা যাবে।
Fiverr app - টাকা ইনকাম করার জনপ্রিয় অ্যাপ
আপনার যোগ্যতা আছে, তাহলে এই অ্যাপটি ব্যবহার করে আনলিমিটেড উপার্জন করতে
পারেন। অনলাইন থেকে যদি আনলিমিটেড উপার্জন করতে চান তাহলে এই ফাইবার
অ্যাপটি ব্যবহার করুন।
আরো পড়ুনঃ অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
আপনারা জানেন ফাইবারে অ্যাপটি ব্যবহার করে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম
করতে হয়। ফাইবারে কাজ করার জন্য অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং এর
নির্দিষ্ট বিষয়ে দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে।
কিভাবে শুরু করবেনঃ
- Fiverr.com ওয়েবসাইটে যান অথবা Fiverr অ্যাপ ডাউনলোড করুন।
- একটি ফ্রিল্যান্সার প্রোফাইল তৈরি করুন (নাম, ইমেইল, পাসওয়ার্ড সেট করুন)
- একটি প্রফেশনাল প্রোফাইল ছবি ও বায়ো লিখুন যেখানে আপনার দক্ষতা সম্পর্কে বলা থাকবে।
- এখন Fiverr-এ কাজ পাওয়ার জন্য আপনাকে Gig (সার্ভিস অফার) তৈরি করতে হবে।
Fiverr-এ কোন কোন কাজ করে ইনকাম করা যায়
- লোগো ডিজাইন
- ফেসবুক/ইনস্টাগ্রাম মার্কেটিং
- SEO সার্ভিস
- কন্টেন্ট মার্কেটিং
- ব্যানার ডিজাইন
- সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন
- ভিডিও এডিটিং
- গ্রাফিক্স ডিজাইন
- ইউটিউব ইন্ট্রো ও আউট্রো তৈরি
- ব্লগ পোস্ট লেখা
- প্রোডাক্ট রিভিউ
- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি
- ই-কমার্স সাইট তৈরি
- অ্যাপ ডেভেলপমেন্ট
- ট্রান্সলেশন
- 2D/3D অ্যানিমেশন
Shutterstock Contributor
অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার সুযোগ খুজতেছেন,
তাহলে Shutterstock Contributor অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে
পারেন। এই অ্যাপটিতে ছবি বিক্রি করার মাধ্যমে ইনকাম করা যায়। আপনি সরাসরি
মোবাইল ফোন দিয়েই হাই কোয়ালিটির ছবি তুলে আপলোড করতে পারবেন এবং ছবি ভালো
হলে ইনকাম পর্যন্ত করা যাবে।
এখানে আপনার আপলোড করা ছবিগুলো যতবার ডাউনলোড করা হবে, ততবার আপনি সাটার
স্টক সাইট থেকে কমিশন পাবেন। আপনার ছবিটি যদি অনেক আকর্ষণীয় হয়ে
থাকে তাহলে এখান থেকে আপনি কমপক্ষে ২ থেকে ৫ ডলার কমিশন পেতে পারেন।
CashBoss: Earn Cash
সহজেই কোন app দিয়ে টাকা ইনকাম করা যায়? এই ধরনের অ্যাপস খুঁজতেছেন,
তাহলে বলব CashBoss: Earn Cash থেকে ইনকাম করুন। এটি একটি মোবাইল
অ্যাপ্লিকেশন যেখানে নানা ধরনের গেমস খেলে উপার্জন করা যাবে।
অ্যাপটি প্লে স্টোরে থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন, এখানে প্রতিটি
গেম খেলার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট পাবেন। আর এই পয়েন্ট
গুলো জমা করেই উপার্জন করা যাবে। যদি কিছু পরিমাণ টাকা ইনকাম করা
চিন্তাভাবনা থাকে তাহলে এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে
পারেন।
Uber app - ইনকাম করার অ্যাপস
বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি টাকা ইনকাম করার অ্যাপস, আপনারা যদি
গাড়ি চালানোর দক্ষতা থাকে তাহলে এই অ্যাপ থেকে প্রয়োজন করতে পারবেন।
পাশাপাশি আপনারা যদি গাড়ি থাকে তাহলে আয় করা যাবে, ধরুন আপনার মোটরবাইক
অথবা মাইক্রো গাড়ি রয়েছে।
এটি ব্যবহার করে আপনি ডেলিভারি জনিত সার্ভিসগুলো প্রদান করে এই অ্যাপস থেকে
উপার্জন করতে পারবেন। পাশাপাশি রাইড শেয়ারিং সার্ভিস দিয়ে আয় করা
যায়। এই অ্যাপ থেকে উপার্জন করার জন্য আপনাকে প্রথমে ড্রাইভার
হিসেবে একাউন্ট খুলে নিতে হবে।
এরপর আপনার একাউন্ট একটিভ হয়ে গেলে আপনি রাইড শেয়ারিং করার জন্য যাত্রী
পাবেন। এখানে আপনার উবার অ্যাপসটি আপনার ইনকাম করা অর্থ থেকে 25
পার্সেন্ট নিবে। তারপরেও এই আজ থেকে অনেক ভালো পরিমাণ উপার্জন করা
সম্ভব,
যদি আপনি দিনে অনেক বেশি রাইড শেয়ারিং সার্ভিস দিতে পারেন তাহলে
প্রচুর অর্থ ইনকাম করা যাবে। বর্তমানে অনেকেই এই অ্যাপস ব্যবহার করে
প্রতি মাসে কমপক্ষে 30 হাজার থেকে ৬০ হাজার টাকা ইনকাম করছে।
FoodPanda
সাইকেলে করে অথবা মোটরবাইক করে খাবার ডেলিভারি করে ইনকাম করতে চান,
সেক্ষেত্রে ফুড পান্ডা অ্যাপটিতে কাজ করুন। ফুড পান্ডা অ্যাপটি খাবার
ডেলিভারি করার জন্য ডেলিভারি ম্যান নিয়োগ দিয়ে থাকে।
আপনি
ফুডপান্ডা অ্যাপটিতে ডেলিভারি ম্যান একাউন্ট খুলে ডেলিভারি সার্ভিস দিয়ে আয় করতে
পারেন। এখানে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার ডেলিভারি দিতে
হবে। তাহলে নির্দিষ্ট কমিশনে ফুড পান্ডা অ্যাপ থেকে উপার্জন করতে
পারবেন।
এছাড়াও আপনার যদি নিজস্ব খাবার তৈরি করার দোকান থাকে তাহলেও আপনি এই
অ্যাপসটি ব্যবহার করে অর্ডার নিয়ে ডেলিভারি করে আয় করতে পারেন। এক্ষেত্রে
হয়তো ফুড পান্ডা অ্যাপটি ব্যবহার করে সার্ভিস নেওয়ার জন্য কিছুটা সার্ভিস
চার্জ দেওয়া লাগতে পারে।
তবুও এখান থেকে প্রচুর ইনকাম করা যায়। যদি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে
বলবো ফুড পান্ডাতে ডেলিভারি ম্যান হয়ে কাজ করুন, সাইকেল থাকলে সেটি
ব্যবহার করে খাবার ডেলিভারি করুন এবং ফুড পান্ডা থেকে আয়
করুন। অ্যাপটি গুগল স্টোরে পাওয়া যায় সরাসরি ডাউনলোড করে একাউন্ট
খুলুন।
উপসংহার - কোন app দিয়ে টাকা ইনকাম করা যায়
আপনার যদি রিয়েল টাকা ইনকাম করার চিন্তাভাবনা থাকে তাহলে আজকে আর্টিকেলে
আলোচনা করা এপস গুলো ব্যবহার করতে পারেন। আমরা কোন app দিয়ে
টাকা ইনকাম করা যায় সহজেই তা সম্পর্কে বিস্তারিত আলোচনা
করেছি। তাছাড়াও অ্যাপস গুলো ব্যবহার করে কিভাবে ইনকাম করা সম্ভব
বিষয়টি দেখিয়ে দিয়েছি।
এরপরে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সরাসরি কমেন্ট বক্সে
জানাতে পারেন। আমরা দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা মনে
রাখুন সত্যিকার অর্থে ইনকাম করতে হলে একটু পরিশ্রম করতে হয়। তাই পরিশ্রম
করুন সঠিকভাবে আর ইনকাম করুন।