অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট গুলোর তালিকা দেখুন
অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট গুলোর তালিকা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে
খুব কম পরিমাণেই অনলাইন ইনকাম করা সাইট আছে, সেখানে হয়তো আপনি কিছু কাজ করে টাকা
উপার্জন করতে পারেন। অনলাইনে ইনকাম করার এই সাইটগুলো সাধারণত খুবই কম পরিমাণে
টাকা ইনকাম দিয়ে থাকে। তবে যারা মূলত অবসর সময়ে পার্ট টাইম কাজ করে আয় করতে
চাচ্ছেন তারা এই ধরনের সাইটে সময় দিয়ে কাজ করে আয় করতে পারেন।
বাংলাদেশে কোন কোন অনলাইন সাইট আছে যেখান থেকে আপনারা আয় করতে পারেন, সেই সাইট
গুলো সম্পর্কেই আর্টিকেলটিতে বিস্তারিত তুলে ধরব। আমরা অনেক রিসার্চ করে বিশ্বস্ত
বাংলাদেশি অনলাইন ইনকাম সাইট গুলো সম্পর্কে জেনেছি এবং আপনাদের অনলাইনে ইনকাম
বাংলাদেশী সাইট গুলোর তালিকা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
পেজ সূচিপত্র
অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট গুলোর তালিকা
অনলাইনে বাংলাদেশি সাইটগুলো থেকে টাকা উপার্জন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই
অনলাইন ইনকাম বাংলাদেশি সাইট গুলোর তালিকা গুলো সম্পর্কে জেনে রাখুন। আমরা আজকের
আর্টিকেলটিতে দেখিয়ে দেবো কিভাবে বাংলাদেশি সাইট গুলো থেকে অনলাইনে ইনকাম করা
যায়।
আরো পড়ুনঃ ডলার ইনকাম নগদ পেমেন্ট উপায়
পাশাপাশি সাইটগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এতে করে আপনি সাইটগুলো সহজে
খুঁজে পেয়ে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন। নিম্নে অনলাইনে ইনকাম
করার বাংলাদেশি সাইটগুলোর তালিকা তুলে ধরা হলোঃ
- হতভাগা ডট কম - hotovaga.com
- অর্ডিনারি আইটি - Ordinary IT
- দারাজ - Daraz site
- Upwork - আপ-ওয়ার্ক
- Wordpress site
- ওয়ার্ক আপ জব - Workup Job
- trickus কনটেন্ট রাইটিং সাইট
- ট্রিকবিডি - Trick BD
উল্লেখিত ওয়েবসাইট গুলো ছাড়াও আরো অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট থাকতে
পারে।সেগুলোতেও আপনারা চাইলে একাউন্ট খুলে কাজ করতে পারেন। তবে অবশ্যই
যাচাই-বাছাই করে নিবেন।
হতভাগা ডট কম - hotovaga.com
আপনার অনেকেই অনলাইনে বিশ্বস্ত সাইট খুঁজে থাকেন, যেখান থেকে সঠিকভাবে কাজ করে
আয় করা যায়। এমন সাইট খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার, তবে আপনি চিন্তা
করবেন না এখন আমরা যেই সাইটটির কথা বলছি সেই সাইটটি খুবই বিশ্বস্ত। আপনি এখানে
কাজ করে খুব সহজে অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবেন।
আমার যেই সাইটের কথা বলছি সেই সাইটের নাম হল হতভাগা ডটকম। এখানে
বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ মোবাইলে করে আয় করা যায়। এটি এমন একটি সাইট
যেখানে প্রতিনিয়ত স্টুডেন্টরা কাজ করে দৈনিক ১০০ থেকে ৫০০ টাকা উপার্জন
করছে।
আরো পড়ুনঃ
অনলাইন জব বিকাশ পেমেন্ট নিন সহজে
আপনারা হয়তো জানেন পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব নয়, ঠিক একই ভাবে আপনি যদি
অনলাইনে পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই ইনকাম করা দ্বার প্রান্তে পৌঁছাতে
পারবেন। এই সাইটটিতে ইনকাম করতে হলে কিছুটা পরিশ্রম করতে হবে।
ফ্রিতে সাইটটিতে রেজিস্ট্রেশন করুন আর নিয়ম অনুযায়ী কাজ করা শুরু
করুন। যদি সাইটটির দেখানো সঠিক নিয়ম অনুযায়ী কাজ করে জমা দেন তাহলে
অবশ্যই দ্রুত পেমেন্ট পাবেন। এজন্য সাইটটিতে একাউন্ট খুলে সর্বপ্রথম তাদের
নীতিমালা ও গাইডলাইন গুলো দেখে নিন।
এই সাইটটিতে কাজ করার বিশেষ সুবিধা হল এখানে যে কাজগুলো করতে দেওয়া হয় সেগুলো
মোবাইলেই সহজে করা যায়। যার কারণে আপনার মোবাইল থাকলেও সেই মোবাইল ব্যবহার করে
এখানে কাজ করতে পারবেন।
কিভাবে কাজ করা শুরু করবেন?
- প্রথমত সঠিকভাবে সাইটটিতে একাউন্ট খুলে নিন।
- আপনি চাইলে রেফার কোড ব্যবহার করেও একাউন্ট খুলে নিতে পারেন এতে করে কিছুটা বোনাস পাবেন।
-
এরপর আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজ সিলেক্ট করে নিন এবং সেই কাজগুলোর
টাস্ক পূরণ করে জমা দিন।
- কাজ সঠিকভাবে হলে আপনার একাউন্টে টাকা জমা হতে থাকবে।
-
আর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হয়ে গেলেই পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাতে
পারবেন।
-
বাংলাদেশের সাইট হওয়াতে সকলেই খুব সহজে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে
পারবে।
যে ধরনের কাজগুলো করে টাকা উপার্জন করতে পারবেন
- আর্টিকেল বা কনটেন্ট রাইটিং
-
আর্টিকেল পড়ে আয়
- ক্যাপচা এন্ট্রি করে
-
স্পিন করে ইনকাম
-
বিজ্ঞাপন দেখে আয়
-
রেফার করে ইনকাম
উল্লেখিত কাজগুলো করে এই সাইট থেকে আয় করা যাবে। যারা এই কাজগুলো করতে
পারদর্শী তারা কাজগুলো সম্পন্ন করে ইনকাম করুন। তবে বেশি ইনকাম করতে হলে
রেফার কাজটি বেছে নিতে পারেন। কারণ তারা রেফার ইনকাম বেশি দিয়ে
থাকে।
অর্ডিনারি আইটি - Ordinary IT
এটি মূলত এটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বিষয়ে ফ্রিল্যান্সিং
শেখানো হয়। তবে আপনি এখানে ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি কনটেন্ট রাইটিং
জব করে ডেইলি ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারেন। এই সাইটটিতে শুধুমাত্র
কনটেন্ট রাইটিং জবটি করা যাবে।
আপনি বাংলা অথবা ইংরেজি কনটেন্ট সঠিকভাবে লিখতে পারলেই এখানে লেখালেখি করে আয়
করতে পারবেন। যাতে কনটেন্ট লেখার দক্ষতা ও যোগ্যতা আছে তারাই এখানে কাজ করে
উপার্জন করতে পারবে।
এই সাইটটিতে সহজেই ১০০০ থেকে ১৫০০ শব্দের বাংলা কনটেন্ট লিখে মাসিক ৮ থেকে ১০
হাজার টাকা ইনকাম করা যাবে। কাজটি আপনি ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে
করতে পারবেন। তাদের দেখানো ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করলে কন্টেন্ট রাইটিং
জবটি পাবেন। আরো বিস্তারিত জানতে হলে তাদের সাইটে যোগাযোগ করুন।
যেভাবে কাজটি পাবেন
- প্রথমত অর্ডিনারি আইটি সাইটে যান।
- যোগাযোগ পেজ থেকে তাদের সাথে কন্টাক্ট করুন।
-
অথবা
আর্টিকেল রাইটিং জব
পোস্টটিতে ক্লিক করুন।
- সেখানে আপনি ডিটেলস সহ সকল তথ্য দেখতে পারবেন।
- আপনার যদি তাদের শর্তগুলো পছন্দ হয় তাহলে কাজের জন্য তাদের সাথে যোগাযোগ করুন।
এভাবে তাদের সাথে যোগাযোগ করে কন্টেন রাইটিং জবটি পেতে পারেন।
দারাজ - Daraz site
এটি একপ্রকার সেলার সাইট, অর্থাৎ এখানে প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন।
আপনার কোন প্রোডাক্ট থাকলে সেগুলো আপনি এই সাইটটি ব্যবহার করে গ্রাহকদের কাছে
বিক্রয় করতে পারেন।বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ ব্যবসায়ী এই সাইটটি ব্যবহার
করে তাদের প্রোডাক্ট গুলো বিক্রি করছে।
এই সাইটটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয়, কারণ এখানে কম দামে
ভালো মানের অনেক প্রোডাক্ট পাওয়া যায়। এই কারণে বাংলাদেশের বেশিরভাগ
গ্রাহকরাই এই সাইট থেকে শপিং করে থাকে বা প্রোডাক্ট ক্রয় করে থাকে।
এজন্য আপনি এই সাইটটি ব্যবহার করে নিজের প্রোডাক্ট গুলো বিক্রি করে টাকা ইনকাম
করতে পারেন। বাংলাদেশী সাইট হিসেবে এটি খুবই জনপ্রিয়। এই সাইট থেকে ইনকাম
করার আরেকটি উপায় হল এফিলিয়েট মার্কেটিং।
আপনার নিজস্ব প্রোডাক্ট না থাকলেও আপনি এই সাইটটি ব্যবহার করে এফিলিয়েট
মার্কেটিং সার্ভিস প্রদান করে ইনকাম করতে পারবেন।
Upwork - আপ-ওয়ার্ক
বর্তমানে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হল Upwork। এই সাইটে প্রতিনিয়ত মানুষজন কাজ করে টাকা উপার্জন করছে। প্রায় লক্ষ
লক্ষ মানুষ এই ফ্রিল্যান্সিং সাইট থেকে ইনকাম করছেন।
এই সাইটটির অসুবিধা হলো এখানে আপনি বাংলাদেশী পেমেন্ট পদ্ধতি বিকাশের মাধ্যমে
টাকা উত্তোলন করতে পারবেন না, বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়ার কোন সিস্টেম
নেই। তবে আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে অথবা পেপালের মাধ্যমে ইনকাম করা অর্থ
পেমেন্ট নিতে পারবেন।
বাংলাদেশে পেমেন্ট মেথড না থাকলেও এটি ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে জনপ্রিয়
প্ল্যাটফর্ম। যেখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার সার্ভিস দিয়ে ইনকাম করছে। আপনার
কোন ফ্রিল্যান্সিং কাজে দক্ষতা থাকলে এখানে ফ্রিল্যান্সিং করুন আর ঘরে বসে
অনলাইনে আয় করুন।
Wordpress site - ওয়ার্ডপ্রেস সাইট
অনলাইনে লেখালেখি করতে ভালোবাসেন, তাহলে ওয়ার্ডপ্রেস সাইট আপনার জন্য উপযুক্ত।
আপনি এখানে প্রতিনিয়ত লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন
কনটেন্ট রাইটার তারা নিজেরাই ওয়ার্ডপ্রেস সাইট খুলে লেখালেখি করে ইনকাম
করছে।
তবে ওয়ার্ডপ্রেস সাইট অনেকটা কঠিন বিষয়, প্রথমত আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে
জানতে হবে এবং কিভাবে এই সাইটে কাজ করতে হয় সেই সম্পর্কে ধারণা নিতে হবে।
তারপরে আপনি কন্টেন্ট লিখে কাজ করার মাধ্যমে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন।
অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট গুলোর মধ্যে এই সাইটটি বেশ জনপ্রিয়তা লাভ
করেছে। তাই লক্ষ লক্ষ মানুষ ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করে ইনকাম করে
আসছে।
ওয়ার্ক আপ জব - Workup Job
ঘরে বসে অনলাইনে ছোট ছোট কাজ করে উপার্জন করতে চান, তাহলে Workup Job
সাইটটিতে কাজ করা চিন্তাভাবনা করতে পারেন। এই সাইটে যে কাজগুলো করা যায়
সেগুলো মোবাইল দিয়ে করতে পারবেন। যার কারণে বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীরা এই
বাংলাদেশের সাইটটিতে কাজ করে প্রতিদিন টাকা ইনকাম করছে।
এখানে একদিনে সর্বোচ্চ আপনি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আয় করতে
পারবেন। মূলত এটি নির্ভর করে আপনার কাজ করার সময় এর উপর, যত বেশি সময়
নিয়ে কাজ করবেন অর্থাৎ যত বেশি পরিশ্রম করবেন তত বেশি এখান থেকে আয় করা
সম্ভব।
তবে বলে রাখা ভালো এখান থেকে খুব একটা বেশি উপার্জন করা সম্ভব নয়, আপনি চাইলে
মোবাইল রিচার্জ ও সামান্য খরচ চালানোর জন্য এই সাইটটি থেকে আয় করতে
পারেন।
এখানে বিভিন্ন ধরনের মাইক্রো ট্যাক্স করতে দেয়া হয়। সেগুলো সম্পন্ন করে
কাজটি জমা দিলেই ডলার আয় হয়। কি কি কাজ এই সাইটে করা যায় বিস্তারিত
জানার জন্য তাদের সাইটে সরাসরি ভিজিট করুন।
trickus কনটেন্ট রাইটিং সাইট
শুধুমাত্র বাংলা কনটেন্ট লিখে ইনকাম করার চিন্তা ভাবনা করছেন, তাহলে এই সাইটটি
আপনার জন্যই। এখানে বাংলা কনটেন্ট লিখে পয়েন্ট অর্জন করা যায়। আর সেই
পয়েন্ট এর বিনিময়ে আপনি টাকা পাবেন। যত বেশি পয়েন্ট কালেক্ট করতে
পারবেন তত বেশি ইনকাম হবে।
এখানে আপনি মাত্র ৫০০ শব্দের বাংলা আর্টিকেল লিখেই ১০ টাকা ইনকাম
করতে পারবেন। যত বেশি আর্টিকেল লিখতে পারবেন তত বেশি পয়েন্ট অ্যাকাউন্টে জমা
করতে পারবেন। তাই বেশি বেশি আর্টিকেল লিখলে এখান থেকে আয় করা যাবে।
এই সাইটটিতে কনটেন্ট লিখে ১০০ পয়েন্ট জমা করলে দশ টাকা
পাবেন।অর্থাৎ ১০০ পয়েন্ট = ১০ টাকা। আর এখানে সর্বনিম্ন একাউন্টে
২৫০ টাকা জমা হলেই withdraw করা যাবে। আর এখানে বিশেষ সুবিধা হল
আপনি বিকাশ, নগদ ও বাইনান্স এর মাধ্যমে ডলারে পেমেন্ট নিতে পারবেন।
যেভাবে কাজ করে ইনকাম করবেন
- প্রথমত সাইটটিতে নিজের জিমেইল দিয়ে একাউন্ট রেজিস্টার করে নিবেন
- তারপর সাইটের দেওয়া নীতিমালা গুলো পড়বেন।
-
তারা নীতিমালায় কনটেন্ট লেখার নিয়ম বলে দিবে, সেগুলো ভালোভাবে পড়ে
নিবেন।
- এরপর আপনি হোম পেজের উপরের দিকে "Create Post" অপশনে ক্লিক করবেন।
-
এই অপশনে ক্লিক করলেই আর্টিকেল লেখার সেকশন আসবে, যেখানে আপনি আর্টিকেল
লিখে জমা দিতে পারবেন।
- তাদের নীতিমালা গুলো জানার জন্য সাইটে সরাসরি ভিজিট করুন।
ট্রিকবিডি - Trick BD
প্রযুক্তি নিয়ে কনটেন্ট ও গল্প লিখতে পছন্দ করলে এই সাইটটিতে লেখালেখি করে
ইনকাম করতে পারেন। এটি একটি প্রযুক্তি রিলেটেড ইনকাম সাইট, যেখানে আপনি
প্রযুক্তি সম্পর্কিত কনটেন্ট লিখে আয় করতে পারবেন।
যদি আপনার প্রযুক্তি বিষয়ে অনেক জ্ঞান থাকে তাহলে এই সাইটে কন্টেন্ট রাইটিং জব
করুন প্রচুর অর্থ ইনকাম করা যাবে। কন্টেন্ট রাইটিং জবটি পাওয়ার জন্য সাইটের
এডমিনের সাথে যোগাযোগ করুন। প্রথমত আপনাকে হয়তো কিছু কনটেন্ট লিখে জমা দিতে
হবে।
এডমিন চেক করে আপনার কনটেন্ট ভালো মনে হলে তখন আপনাকে কনটেন্ট রাইটিং জবটি তারা
দিতে পারে। এজন্য অবশ্যই সঠিকভাবে কন্টেন্ট লিখে তাদের কাছে জমা দিবেন। আর
এখান থেকে প্রতি মাসে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা উপার্জন করা সম্ভব যদি
আপনি ভিআইপি কন্টেন্ট রাইটার হয়ে থাকেন।
শেষ কথা
সর্বশেষ বলবো অনলাইন থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য
ধরে পরিশ্রম করে কাজ করতে হবে। যদি পরিশ্রম করার সঠিক মানসিকতা থাকে তাহলেই
ইনকাম করা সম্ভব হবে। আর্টিকেলে আমরা অনেকগুলো বিশ্বস্ত অনলাইনে ইনকাম
বাংলাদেশী সাইট গুলোর তালিকা তুলে ধরেছি, যেগুলোতে আপনি পরিশ্রম করে কাজ করে
অনেক টাকা আয় করতে পারবেন।
বিশেষ করে কনটেন্ট রাইটিং ওয়েবসাইট গুলোতে কাজ করে বেশি টাকা ইনকাম করা
সম্ভব। তবে আপনার কাছে কোন সাইটটি ভালো লেগেছে? যদি বিস্তারিত জানতে চান
কমেন্ট বক্সে জানাতে পারেন।