অনলাইন জব বিকাশ পেমেন্ট: ইনকামের ৫টি উপায়
অনলাইন জব বিকাশ পেমেন্ট নিতে চাচ্ছেন, তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনার
জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনলাইন জব করে বিকাশে কিভাবে পেমেন্ট নেওয়া যায় সেই
সম্পর্কে আর্টিকেলটিতে ধারণা দেওয়া হবে। অনলাইনে প্রচুর জব পাওয়া যায়
যেগুলো করে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ইনকাম করছে। আপনি যদি অনলাইনে বেশি
একটিভ থাকেন তাহলে অবশ্যই এই ধরনের কাজগুলো করে আয় করতে পারেন।
আপনার অনলাইনে সামান্য কিছু দক্ষ থাকলেই বিভিন্ন ধরনের অনলাইন জব করে টাকা
উপার্জন করতে পারবেন। আবার অনেক সময় দক্ষতার প্রয়োজন নেই, শুধুমাত্র বিভিন্ন
সাইটে পার্ট টাইম জব করে আয় করা যায়। কিন্তু আমরা এখন অনলাইন জব বিকাশ পেমেন্ট
সম্পর্কে আলোচনা করব। যেখানে হয়তো আপনার স্কিল এর প্রয়োজন হতে পারে।
সূচিপত্র
অনলাইন জব বিকাশ পেমেন্ট
বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে আয়ের সুযোগ দিন দিন বেড়েই চলেছে। ফ্রিল্যান্সিং,
অনলাইন টিউটরিং, ইউটিউবিং কিংবা ই-কমার্স সব ক্ষেত্রেই মানুষ এখন ঘরে বসে বৈশ্বিক
বাজারের সাথে যুক্ত হতে পারছে।
অনলাইন এমন একটি মাধ্যম যেখানে যেকোনো ধরনের ব্যক্তি দক্ষতা ছাড়াই কাজ করে
উপার্জন করতে পারবে। তবে দক্ষতা থাকলে কিন্তু বেশি টাকা ইনকাম করা
যায়। সেক্ষেত্রে আপনারা অনলাইনে যেই জবটিই করবেন সেটি প্রথমে শিখে
নিবেন।
অনলাইন জব সম্পর্কে অবগত হলে আপনি অনলাইন জব করেই প্রতি মাসে অনেক টাকা আয় করতে
পারবেন। অনলাইন জব বিকাশ পেমেন্ট নেয়া খুবই সহজ যদি আমাদের দেখানো উপায়
গুলো অনুসরণ করেন। আমার কিছু আইডিয়া ও উপায় শেয়ার করব যেগুলোর মাধ্যমে আসলেই
বর্তমানে ইনকাম করা সম্ভব।
অনলাইন জব বিকাশ পেমেন্ট নিন ৫টি সেরা উপায়ে
অনলাইনে জব করে কিভাবে ইনকাম করা যায় এবং সহজে বিকাশ পেমেন্ট পাওয়া যায় তার
উপায় গুলো নিয়ে আজকের আর্টিকেলটিতে আমরা হাজির হয়েছি। অনলাইন প্লাটফর্মে
কিন্তু হাজার হাজার জব পাওয়া যায় যেখানে আমরা কিছু জবের আইডিয়া গুলো আপনাদের
সাথে শেয়ার করব।
আপনি যদি অনলাইনে জব করতে চান তাহলে অবশ্যই আইডিগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা
রাখুন। আর অনলাইনে জব করে বিকাশ পেমেন্ট নিন। এবার চলুন আর্টিকেলের মূল
বিষয়ে আসা যাক, নিম্নে অনলাইনে জব করে ইনকাম করা ৫টি সেটা উপায় আলোচনা করা
হলোঃ
কল সেন্টার অনলাইন জব
অনলাইনে কল সেন্টারের কাজটি খুবই জনপ্রিয়। কল সেন্টারের মূল কাজ হলো অনলাইনে
সাপোর্ট প্রদান করা। যেমন ধরুন আপনি একটি আইটি সেন্টারে কল সেন্টারের কাজ
করেন,
তাহলে সেখানে আপনার কাজ হবেঃ যখন কোন গ্রাহক প্রশ্ন করার জন্য আইটি সেন্টারে কল
করবে তখন আপনি সেই কলটি রিসিভ করে গ্রাহককে প্রয়োজনীয় সাপোর্ট দিবেন এবং
সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। এটি হলো মূলত আইটি কল সেন্টারের
কাজ।
এক কথায় বলা যায় অনলাইন প্লাটফর্মে গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সাপোর্ট প্রদান
করা। আপনি এই কাজটি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পেতে পারেন।বিশেষ করে অনলাইন
ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোতে কল সেন্টার অনলাইন জব পাওয়া যায়।
ই-কমার্স প্লাটফর্মে আপনাকে কাস্টমারদের সাথে কথা বলতে হয় এবং প্রয়োজনীয় তথ্য
দিতে হয়। এটি হলো ই-কমার্স প্ল্যাটফর্মের কল সেন্টারের কাজ। এছাড়া
পাশাপাশি আপনারা সরাসরি অফিসে গিয়েও কল সেন্টার জবটি করতে পারেন।
তবে আপনারা যেহেতু অনলাইনে করবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই কল সেন্টার অনলাইন জবটি
করতে পারেন। অনেকেই এখন প্রশ্ন করেন কল সেন্টার অনলাইন জব কোথায়
পাবো।
কল সেন্টার অনলাইন জবটি আপনি ই-কমার্স প্ল্যাটফর্মে , ফ্রিল্যান্সিং
প্লাটফর্মে ,বিভিন্ন নিউজ পোর্টালে ,সরকারি প্লাটফর্মে ও কোম্পানির সাইটে পেতে
পারেন। এছাড়াও ডোমেন হোস্টিং প্ল্যাটফর্ম গুলোতে কল সেন্টারের কাজগুলো
পাওয়া যায়। অনলাইনে কল সেন্টারের কাজ করে খুব সহজেই বিকাশ পেমেন্ট পাওয়া
যায়।
অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন জব
অনলাইনে অ্যাপিলিয়েট মার্কেটিং করে খুব সহজেই টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট
নেয়া যায়। অনলাইনে হাজার হাজার ওয়েবসাইট আছে যারা অ্যাফিলিয়েট
মার্কেটিং করার সুযোগ দিয়ে থাকে। সেখানে আপনারা তাদের প্রোগ্রামের জয়েন
করে অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে আয় করতে পারেন।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট নিন
এখানে আপনার কাজ হল তাদের প্রোডাক্ট লিংক গুলো শেয়ার করা এবং তাদের সার্ভিসগুলো
প্রচার করা। তবে ই-কমার্স ওয়েবসাইট গুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং
অনলাইন জব করলে অবশ্যই আপনাকে প্রোডাক্ট লিংক শেয়ার করে বিক্রি করে দেওয়ার
ব্যবস্থা করতে হবে তাহলে আপনি প্রচুর কমিশন পাবেন।
আরো পড়ুনঃ গেম খেলে টাকা আয় অ্যাপ
এখানে সাধারণত কমিশন ভিত্তিতে ইনকাম হয়, আপনার শেয়ার করার লিংক থেকে যতগুলো
প্রোডাক্ট বিক্রি হবে তত আপনি কমিশন পাবেন। পাশাপাশি অন্যান্য
সাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং জব করলে সেখানে আপনি তাদের সাইটগুলো প্রচার
করে অথবা তাদের সার্ভিসগুলো প্রচার করে কমিশনের ভিত্তিতে আয় করার সুযোগ
পাবেন।
আপনি সঠিকভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজগুলো সম্পন্ন করতে পারলেই বিকাশ বা
নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন এই অ্যাফিলিয়েট
মার্কেটিং কাজটি কোথায় পাবো? অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন জবটি আপনি
ই-কমার্স প্ল্যাটফর্ম Daraz ,Bdstall ,Amazon ইত্যাদিতে পেতে পারেন।
পাশাপাশি বিভিন্ন হোস্টিং সাইটেও এই কাজটি পাওয়া যাবে। যেমন
বর্তমানে putulhost সাইটে এফিলিয়েট মার্কেটিং জবটি পাওয়া যাচ্ছে।
এটি মূলত ডোমেন হোস্টিং ক্রয় করার সাইট। তারা এফিলিয়েট মার্কেটিং করার
সুযোগ দিয়ে থাকে। বাকি বিস্তারিত তাদের সাইট থেকে জেনে নিতে পারেন।
গেম স্ট্রিমিং (Game Streaming)
গেম স্ট্রিমিং করে কিন্তু সহজেই টাকা ইনকাম করা যায়। বিভিন্ন প্ল্যাটফর্মে
অনলাইন জব হিসেবে গেম লাইভ স্ট্রিম করতে পারেন। বিশেষ করে ফেসবুক
প্ল্যাটফর্মে গেমিং লাইভ স্ট্রিম জব করে অনেক টাকা উপার্জন করা যায়।
সেখানে আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে Payoneer এর মাধ্যমে
পেমেন্ট নিয়ে বিকাশে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও চাইলে
youtube এ লাইভ স্ট্রিম করুন, যেখানে গুগল এডসেন্সের মাধ্যমে আয়
করে ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে পেমেন্ট নিতে পারেন। আর ব্যাংক থেকে
বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।
অ্যাপ রিভিউ অনলাইন জব
অনলাইন জব হিসেবে অ্যাপ রিভিউ জবটির অনেক চাহিদা রয়েছে, ফ্রিল্যান্সিং সেক্টর
গুলোতে এই কাজটির প্রচুর ডিমান্ড। কারণ এই কাজটি করা খুবই সহজ, শুধুমাত্র
অ্যাপগুলো টেস্ট করে তার ফিডব্যাক জমা দিতে হয়।
আর ফিডব্যাক জমা দেওয়ার মাধ্যমে কোম্পানি রিভিউ কারীকে নির্দিষ্ট কমিশনে টাকা
প্রদান করে থাকে। অনলাইনে এমন অনেক সাইট পাবেন যারা এই ধরনের অ্যাপ রিভিউ জবটি
প্রদান করে থাকে।
বিশেষ করে ফ্রিল্যান্সিং প্লাটফর্মে এই কাজ পাওয়া যায়। এছাড়াও
Free cash, Swagbucks, pollpay, Inboxdollars ইত্যাদি সাইটগুলোতে অ্যাপ
রিভিউ করার জবটি পেতে পারেন।
অনলাইন টিউটরিং অনলাইন জব বিকাশ পেমেন্ট
অনলাইন টিউটরিং জবটি বেশ জনপ্রিয়। বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি
অনলাইন টিউটরিং করে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন
টিউটরিং জবটি করার জন্য নির্দিষ্ট যেকোনো বিষয়ে দক্ষ হতে হবে।
মূল কথা যারা শিক্ষকতা করতে চান তারাই এই অনলাইন টিউটরিং জবটি করে বিকাশ পেমেন্ট
নিতে পারবেন। তারা মাসিক ভিত্তিক অথবা সাপ্তাহিক পেমেন্ট প্রদান করে
থাকে।
অনলাইন টিউটরিং জব করার জন্য বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, যেগুলোতে আপনি
শিক্ষকতা করে বা টিউশনি সার্ভিস দিয়ে টাকা উপার্জন করতে পারেন।
অনলাইন টিউটরিং জবটি বন্দী পাঠশালা ,১০ মিনিট স্কুল , সফলতা (Shikhbe Shobai)
, ফরওয়ার্ড লার্নিং আইটি একাডেমি ,ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ,উদ্দীপন
টিউশন সেন্টার , সাফল্য একাডেমি (Safollo Academy)
ইত্যাদি প্লাটফর্মে পেতে পারেন।
সরাসরি তাদের সাইটে যোগাযোগ করুন এবং আপনার যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে তাদেরকে
জানান।সহজেই এভাবে অনলাইন জব বিকাশ পেমেন্ট নেওয়া যায়।
উপসংহার - অনলাইন জব বিকাশ পেমেন্ট
পরিশেষে বলবো আপনারা যদি যোগ্যতা বা অভিজ্ঞতা থাকে তাহলে নিশ্চয়ই আপনি অনলাইনে
জব করে আয় করতে পারবেন। আমরা সবচেয়ে সেরা ৫টি অনলাইন জব সম্পর্কে আলোচনা
করেছি। এই জবগুলো করে আপনি সহজে অনলাইন থেকে প্রতি মাসে কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার
টাকা আয় করতে পারেন। তাই সকলকে বলবো আমাদের দেখানো উপায় গুলো অনুসরণ করুন
আর ঘরে বসে অনলাইন জব বিকাশ পেমেন্ট নিন।
md.eakub145.1@gamil.com