অংক করে টাকা ইনকাম করার সেরা ৫টি apps ও website
অংক করে টাকা ইনকাম করার অনেক উপায় আছে, আপনি যদি অংক করে ইনকাম করতে চান তাহলে
অবশ্যই অংক করে আয় করার উপায় গুলো জানতে হবে। আমার আর্টিকেলে অংক করে টাকা
ইনকাম করার সেরা উপায় গুলো আলোচনা করব, এতে করে আপনি অংক করে বা গণিত করেই
অনলাইন থেকে ইনকাম করতে পারেন।
সহজ পদ্ধতিতে জানুন কিভাবে অংক করে টাকা ইনকাম করা যায়। আমরাই আপনাদের গণিত
করে ইনকাম করার বিস্তারিত উপায় গুলো জানিয়ে দেব। যদি গণিত বিষয়ে
সাধারণ জ্ঞান থাকে তাহলে বিভিন্ন সাইট থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন। কোন কোন
সাইট থেকে অংক করে ইনকাম করা যায় তা দেখানো হবে। তাই সকলকে আর্টিকেলটি ধৈর্য
সহকারে পড়ার জন্য অনুরোধ করা হল।
.
অংক করে টাকা ইনকাম
আর্টিকেলের টাইটেল দেখে বুঝে গেছেন গণিত করেও অনলাইন থেকে ইনকাম করা
যায়। গণিত করে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন সাইটে শিক্ষক হিসেবে
নিয়োগ হতে হবে। যদি আপনার অংক সাবজেক্ট দিতে দক্ষতা থাকে তাহলে আপনি শিক্ষক
হিসেবে জব করে ইনকাম করতে পারেন।
অনেক সাইট আছে যেখানে অংক টিউটর নিয়োগ দেয়া হয়ে থাকে। আপনি সেখানে নিয়োগ
হয়ে প্রতি মাসে খুব সহজে ইনকাম করতে পারবেন।
তবে আপনাদের অবশ্যই এই সকল সাইটগুলো সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা রাখতে হবে এবং
কিভাবে কাজ করতে হয় তাও জানতে হবে। তবে চিন্তা করবেন না আমরা বিস্তারিত সকল তথ্য
জানিয়ে দেব।চলুন অংক করে কিভাবে টাকা ইনকাম করা যায় তা দেখে আসা যাক।
অংক করে টাকা ইনকাম করার অ্যাপস ও সাইট
অনলাইনে প্রচুর ওয়েবসাইট ও অ্যাপস তৈরি হচ্ছে যারা মূলত নিজেরা টাকা ইনকাম করে
থাকে এবং আমাদেরকে টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। এমন অনেক সাইট হয়েছে
যেখানে অংক করে টাকা ইনকাম করা যায়।
তারা মূলত অংকের সমস্যার সমাধান করে দেয়ার মাধ্যমে আমাদের ইনকাম করা সুযোগ দেয়।
আপনি তাদের সাইটে বা অ্যাপসে রেজিস্ট্রেশন করে অংক সমাধান গুলো করবেন, এর
বিনিময়ে আপনি কিছু অর্থ উপার্জন করতে পারবেন।
অংক করে ইনকাম করা যায় এই ধরনের ৫টি সেরা অ্যাপস আমরা বাছাই করে আপনাদের সামনে
তুলে ধরব। আর এই অ্যাপগুলো সাধারণত গুগল প্লে স্টোর থেকেই ইন্সটল করা
যাবে। আর এখান থেকে হ আপনি কিছু ইনকাম করতে পারবেন। নিম্নে অংক করে আয় করার
কয়েকটি সেরা অ্যাপস ও ওয়েবসাইটের তালিকা দেওয়া হল।
- Love Taka
- Chegg Tutors
- MathChamp – Games & Rewards
- Tutor.com
- Quizys: Play Quiz & Earn Cash
Love Taka - অংক করে টাকা ইনকাম
আপনাদের মধ্যে যারা প্রতিদিন অনলাইনে ইনকাম করার চেষ্টা করে থাকেন তারা হয়তো এই
অ্যাপটির কথা জানেন। এই Love Taka অ্যাপটি গুগল প্লে স্টোরে থেকে সর্বাধিক বার ডাউনলোড হয়েছে। তাহলে বুঝতে পারছেন এর
জনপ্রিয়তা কতটুকু।
অ্যাপটি মূলত গুগল প্লে স্টোর থেকে ১ লাখের বেশিরভাগ ডাউনলোড হয়েছে। গুগল
প্লে স্টোরে অ্যাপটির রেটিং হল ৪.৬। একাধিক উপায় আপনি এই অ্যাপ থেকে
ইনকাম করতে পারবেন। খুব একটা বেশি ইনকাম করা যায় না।
আরো পড়ুনঃ ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায়
বেকার সময়ে আপনি অ্যাপটিতে কাজ করে কিছু ইনকাম করতে পারেন। অ্যাপটি থেকে
ইনকাম করার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং অ্যাকাউন্ট খুলে
নিন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে লগইন করুন আর শুরু করে দিন কাজ করা।
আরো পড়ুনঃ রিয়েল টাকা ইনকাম করার সাইট
এখানে আপনি অংক করার পাশাপাশি বিভিন্ন ধরনের গেম খেলে , ভিডিও দেখে , কুইজ খেলে
আয় করতে পারেন। এই অ্যাপটিতে কাজ করার জন্য ভিপিএন চালু করতে হয়।
ভিপিএন চালু করে নিবেন এবং অ্যাপের মধ্যে থাকা টাক্স গুলো পূরণ করে আয়
করুন। দিনের বেশি সময় ধরে যদি অ্যাপটিতে কাজ করেন তাহলে হয়তো ২০০ থেকে ৩০০
টাকা ইনকাম করা সম্ভব হবে।
Chegg Tutors অংক করে আয় করুন
এখানে আপনি অনলাইনে শিক্ষার্থীকে গণিত শেখানোর মাধ্যমে অর্থ উপার্জন করতে
পারেন। এই সাইটে আপনাকে শিক্ষকতা করতে হবে। মূলত আপনি গণিত বিষয়ে দক্ষ হলেই
এই সাইটটিতে শিক্ষক হিসেবে নিয়োগ হতে পারবেন।
শিক্ষক হয়ে এই সাইট থেকে অনেক টাকা ইনকাম করা যায়। আপনি অনলাইনে এই সাইটের
মাধ্যমে ক্লাস নেবেন এবং সাইট থেকে প্রতি মাসে স্যালারি পাবেন।
এছাড়াও অ্যাসিস্ট্যান্ট হয়েও এখানে কাজ করে ইনকাম করা যায়। জবের জন্য
সাইটটিতে গিয়ে এপ্লাই করুন। এখানে শুধুমাত্র অভিজ্ঞ ব্যক্তিরাই এই অংক করে
টাকা ইনকাম করতে পারবে।
MathChamp : Games & Rewards
অংক করে উপার্জন করার অন্যতম একটি অ্যাপ হল MathChamp। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে পাঁচ লাখেরও বেশি বার ডাউনলোড
হয়েছে। অ্যাপ থেকে আয় করার জন্য গুগল প্লে স্টোর থেকে ইন্সটল
করুন। সরাসরি গুগল প্লে স্টোরে অ্যাপ এর নাম লিখে সার্চ করবেন।
এরপর অ্যাপটি ওপেন করে অ্যাকাউন্ট খুলে নিন। জিমেইল দিয়ে সাইন আপ
করবেন। অ্যাপের মধ্যে আপনি খুবই সহজ লেভেলের অঙ্কগুলো করে আয় করতে পারবেন।
মূলত অংক সাবজেক্টে যার বেসিক ধারণা আছে তারা এখান থেকে আয় করতে পারবে।
অংক করার বিনিময়ে আপনার একাউন্টে পয়েন্ট জমা হতে থাকবে। যত বেশি আপনি টাস্ক
গুলো পূরণ করবেন তত বেশি পয়েন্ট জমা হবে, আর পয়েন্টগুলো বেশি সংগ্রহ করতে
পারলেই আপনি পেমেন্ট নিতে পারবেন।
তাছাড়াও অ্যাপটি রেফার করে ইনকাম করার কিছু উপায় আছে। আপনি রেফার করবেন
বন্ধুদের সাথে তাহলে এই অ্যাপটি থেকে কিছু কমিশন পাবেন। তবে একটা কথা মনে রাখবেন
এই অ্যাপ থেকে অনেক বেশি টাকা আয় করা যায় না।
আপনার পকেট খরচ বা মোবাইল রিচার্জ চালানোর জন্য এই অ্যাপগুলোতে কাজ করতে
পারেন। আর যারা নতুন সাইন আপ করবেন তাদের জন্য সাইন আপ বোনাস রয়েছে।
Tutor.com - অংক করে টাকা ইনকাম
এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের পাশাপাশি গণিতের টিউটর হিসেবে কাজ করে ইনকাম করা
যায়। এখানে মূলত অনলাইনে ক্লাস নিতে হয়, যারা অনলাইন টিউশনি করিয়ে থাকেন
তারা এই সাইটে কাজ করে ইনকাম করতে পারবেন।
আপনি যে বিষয়ে দক্ষ হন না কেন সেই বিষয়টি নিয়ে এখানে টিউটর হিসেবে যোগ
দিয়ে আয় করতে পারবেন। এখন ধরুন আপনি অংক সাবজেক্টিতে দক্ষ তাহলে আপনি অংক
সাবজেক্ট নিয়ে এখানে টিউটর হিসেবে যোগদান করতে পারেন এবং মাস শেষে হ্যান্ডসাম
সেলারি নিতে পারবেন। টিউটর বা প্রশিক্ষক হিসেবে জয়েন হওয়ার জন্য তাদের
সাইটে যোগাযোগ করুন।
Quizys - Play Quiz & Earn Cash
অংক করে সহজে ইনকাম করা যায় এই ধরনের আরেকটি অ্যাপস হলো Quizys: Play Quiz
& Earn Cash। গুগল প্লে স্টোরে থাকা এই অ্যাপটি ডাউনলোড করে আপনি
একাউন্ট খুলে সরাসরি কাজ শুরু করে আয় করতে পারবেন।
Google Play Store থেকে অ্যাপটি কমপক্ষে ১ লক্ষ বারের বেশি ডাউনলোড
হয়েছে। তাহলে বুঝতে পারছেন কতটা জনপ্রিয়। এই অ্যাপটিতে আপনি অংকের
কুইজ গুলো খেলে আয় করার সুযোগ পাবেন।
আপনাকে কুইজ আকারে বিভিন্ন অংক দেওয়া হবে যেখানে আপনাকে শুধুমাত্র অংকের উত্তরটি
দিতে হবে। আর সঠিক উত্তর দিলেই আপনার একাউন্টে পয়েন্ট জমা হতে
থাকবে। এখানে আপনি শুধুমাত্র অংক সাবজেক্টে নয়, অন্যান্য বিষয়ে কুইজ খেলতে
পারবেন।
সাধারণ জ্ঞান ,প্রযুক্তি ,বিজ্ঞান ও খেলাধুলা ইত্যাদি ক্যাটাগরীতে কুইজ খেলা
যায়। আপনি কোন ক্যাটাগরিতে দক্ষ সেটা নির্বাচন করে কুইজ খেলুন এবং পেপাল ও
অন্যান্য মাধ্যমে পেমেন্ট নিন।
আপনাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন তারা চাইলে এই অ্যাপটি ব্যবহার
করতে পারেন কারণ এখানে আপনি বিভিন্ন ধরনের কুইজ খেলে জ্ঞান অর্জনের পাশাপাশি
ইনকাম করতে পারবেন।
অংক করে টাকা ইনকাম করার কয়েকটি website
অংক করে টাকা আয় করার কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট গুলো সম্পর্কে এখন আলোচনা করা
হবে।এই ওয়েবসাইট গুলোতে অংক করে উপার্জন করতে হলে অবশ্যই গণিত বিষয়ে দক্ষ এবং
অভিজ্ঞ হতে হবে। কারণ এখানে আপনি শিক্ষক বা টিউটর হিসেবে নিয়োগ হবেন।
মূলত আপনি এখানে অনলাইনে জব করবেন, আর ছাত্র-ছাত্রীদের অংকের সমস্যার সমাধান
দিবেন এবং অংক করাবেন। এভাবেই সাইট থেকে আয় করা যায়। নিম্নে অংক করে ইনকাম
করার কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হলো।
Wyzant: এই সাইটে আপনি টিউটর হিসেবে জয়েন হতে পারেন। যদি আপনি গণিত
বিষয়ে দক্ষ হন তাহলে টিউটর পদের জন্য এপ্লাই করুন। অথবা সরাসরি সাইটে সাইনআপ
করে অনলাইন টিউশন শুরু করুন, এখানে আপনি অনেক শিক্ষার্থী পাবেন যারা গণিত
শিক্ষক খুঁজে থাকে। তাদেরকে গণিত কোর্স করিয়ে আপনি সরাসরি আয় করতে
পারেন।
Preply: এই সাইটে আপনি গণিতের অনলাইন টিউটর হিসেবে যোগ দিতে
পারেন। গণিত সাবজেক্টিতে দক্ষ হলে এই সাইটে অনলাইন টিউটর হিসেবে জব করতে
পারেন। এখানে জব করে আপনি প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে
পারবেন। বিস্তারিত জানার জন্য সাইটে যোগাযোগ করুন।সাইটের নাম লিখে গুগলে সার্চ
করুন চলে আসবে।
Khan Academy: বর্তমানে অনলাইনে টিউশনি করে আয় করার আরেকটি জনপ্রিয়
সাইট হল Khan Academy। এখানে আপনি সাইটে অনলাইনে টিউশনি দিয়ে আয় করতে
পারবেন। আপনি যেকোন সাবজেক্ট নিয়ে টিউশন করতে পারেন। টিউশন করার জন্য জবের
জন্য এপ্লাই করুন।
এখানে প্রায় লক্ষ লক্ষ স্টুডেন্ট অনলাইনে টিউশন নিয়ে থাকে। যার কারণে বেশ
জনপ্রিয় এই সাইটটি। সাইটে নিজস্ব অফিসিয়াল অ্যাপস আছে, যেটি গুগল প্লে স্টোরে
পাওয়া যায়।
আপনি ডাউনলোড করে সাইনআপ করে অভিজ্ঞ হয়ে থাকলে জবের এপ্লাই করুন এবং ঘরে বসে
টিউশনি সার্ভিস দিয়ে আয় করুন। এখানে অংক সহ যেকোনো সাবজেক্ট নিয়ে টিউশনি
করতে পারেন।
উপরোক্ত সাইটগুলোতে টিউটর হিসেবে নিবন্ধন করে আপনি আপনার গণিত জ্ঞান ব্যবহার করে
অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন।
লেখকের মন্তব্য
আমরা ইন্টারনেট থেকে বাছাই করে অংক করে টাকা ইনকাম করার সেরা ৫টি apps ও
website সম্পর্কে আর্টিকেলটিতে আলোচনা করেছি। যে কোন ধরনের সাইটে অথবা
অ্যাপগুলোতে কাজ করার পূর্বে রিভিউ এবং ফিডব্যাক দেখে নিবেন।
আমরা কয়েকটি ওয়েবসাইট শেয়ার করেছি যেখানে প্রফেশনাল ভাবে অংক করে টাকা ইনকাম
করা যাবে। অর্থাৎ সেখানে আপনি প্রফেশনাল ভাবে অংক শিক্ষক হয়ে স্টুডেন্টদের অংক
শিখিয়ে আয় করতে পারবেন। আর এখানে অনেক টাকা উপার্জন করা যাবে।
সেক্ষেত্রে অংক বিষয়টিতে অভিজ্ঞ হতে হবে। আর অনেকগুলো অ্যাপস শেয়ার করেছি
যেখানে হয়তো কিছু টাকা ইনকাম করা যেতে পারে, তবে খুব বেশি ইনকাম করা যায় না।
কারণ অ্যাপস গুলোতে সাধারণত কিছু টাক্স কমপ্লিট করতে হয়, যেগুলো মাত্র ৫ মিনিট
সময় দিয়ে করা যায়। যদি সত্যিকার অর্থে বেশি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা
থাকে তাহলে অনলাইন টিউশনি সার্ভিস শুরু করুন।