নগদ থেকে টাকা ইনকাম করার পদ্ধতি
নগদ থেকে টাকা ইনকাম করার কয়েকটি বৈধ ও কার্যকরী উপায় আছে, যেগুলো অনুসরণ করে
আপনারা ঘরে বসেই নগদ একটি ব্যবহার করে ইনকাম করতে পারবেন। নগদ বাংলাদেশের একটি
সরকারি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, যারা ডিজিটাল মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা
দিয়ে থাকে।
নগদ অ্যাপটি ব্যবহার করে টাকা লেনদেনসহ বিভিন্ন পেমেন্ট সম্পন্ন করা যায়। তবে এই
নগদ অ্যাপটি থেকে কিভাবে আয় করা সম্ভব এ বিষয়টি অনেকেরই অজানা। এজন্য আমরা
আজকের পুরো নিবন্ধনটিতে নগদ থেকে টাকা ইনকাম করার উপায় গুলো উপস্থাপন করার
চেষ্টা করব।
পেজ সূচিপত্র
নগদ থেকে টাকা ইনকাম
নগদ (Nagad) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, যা
মূলত সরকারিভাবে পরিচালনা করা হয়ে থাকে। নগদ অ্যাপটি বিভিন্ন সুবিধা
দেওয়ার কারণে বর্তমানে নগদ একাউন্ট ব্যবহারকারীর সংখ্যা দিনে বৃদ্ধি
পাচ্ছে।
আরো পড়ুনঃ টাকা ইনকাম করার অ্যাপ
পাশাপাশি নগদ অ্যাপটি ব্যবহার করেই বেশ ভালো পরিমাণ আয় করা সম্ভব, যদি আমাদের
দেখানো উপায় গুলো অনুসরণ করেন। নগদ অ্যাপটি ব্যবহার করে শুধু লেনদেনই
নয়, টাকা ইনকামেরও বেশ কিছু উপায় রয়েছে।
আরো পড়ুনঃ ডলার ইনকাম নগদে পেমেন্ট
আপনি যদি নগদ থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। নগদ
থেকে টাকা উপার্জন করার উপায় গুলো জানতে হলে আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ
দিয়ে পড়তে থাকুন।
নগদ থেকে টাকা ইনকাম করার জনপ্রিয় উপায়
নগদ অ্যাপটি থেকে ইনকাম করার বেশ কিছু কার্যকরী পদ্ধতি আছে, যেগুলো এখন আপনাদের
সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার চলুন নিম্নে নগদ থেকে টাকা ইনকাম করার
জনপ্রিয় পদ্ধতি গুলো জেনে আসি।
- নগদ অ্যাপ রেফার করে ইনকাম
- নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে ইনকাম
- মোবাইল রিচার্জ করে কমিশন ইনকাম
- নগদ ক্যাশব্যাক ও অফার থেকে আয়
- নগদ এজেন্ট হয়ে ব্যবসা করে ইনকাম
- বিল পে কমিশন পেয়ে ইনকাম
- নগদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইনকাম
উপরোক্ত উপায় গুলো অনুসরণ করে আপনি সহজেই নগদ অ্যাপ ব্যবহার করে ঘরে বসে টাকা
উপার্জন করতে পারেন। নগদ যেহেতু বৈধ একটি অ্যাপ, সেক্ষেত্রে আপনি নিশ্চিত ১০০%
গ্যারান্টি সহকারে টাকা উপার্জন করতে পারবেন।
শুধুমাত্র আজকে দেখানো উপায় গুলো অনুসরণ করে নগদ অ্যাপটি ব্যবহার করে কাজ করা
শুরু করুন, নিশ্চয়ই আপনি প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা নগদ অ্যাপ ব্যবহার
করে আয় করতে পারবেন। নিম্নে নগর থেকে টাকা ইনকাম করার কার্যকরী পদ্ধতি
গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
নগদ অ্যাপ রেফার করে ইনকাম
নগদ নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন সময়ে রেফারাল প্রোগ্রাম
চালু করে থাকে। তবে এই রেফারেল প্রোগ্রামটি নির্দিষ্ট সময়ের জন্য থাকে,
এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা নগদ অ্যাপটি রেফার বেশি বেশি করতে পারবে এবং
নগদের নতুন গ্রাহক সংখ্যা বাড়াতে পারবে তারাই নগদের রেফারেল বোনাস পাবে।
আপনি আপনার পরিচিতজনদের নগদ অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করে প্রতি সফল রেফারেলে
বোনাস পেতে পারেন। এজন্য অবশ্যই নগদ এর রেফারেল লিংকটি সংগ্রহ করতে হবে। নগদে
রেফারেল লিংক নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন।
যেভাবে শুরু করবেন
- নগদ অ্যাপটি থাকলে নগদ অ্যাপে লগইন করুন।
- যদি নগদের রেফারেল ক্যাম্পেইন চালু থাকে, তাহলে নগদ অ্যাপে ঢুকে রেফার অ্যান্ড আর্ন অপশন খুঁজে বের করুন।
-
আর যদি নগদের রেফারেল প্রোগ্রাম চালু না থাকে, তাহলে এই
রেফার এন্ড আর্ন অপশনটি খুঁজে পাবেন না।
-
এজন্য সবসময়
নগদের অফিসিয়াল সাইটে ভিজিট করে
রেফারেল প্রোগ্রাম চালু হয়েছে কিনা তা জেনে নিবেন।
- যদি রেফারেল ক্যাম্পেইন চালু থাকে তখন, রেফার অ্যান্ড আর্ন অপশনে গিয়ে রেফার লিংকটি কপি করুন।
- এখন নতুন ব্যবহারকারী সেই আপনার রেফার করা লিংক ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুললে আপনি বোনাস পাবেন।
এভাবে নগদ অ্যাপটি রেফার করে হাজার হাজার টাকা একদিনে ইনকাম করা
সম্ভব। যখন নগদ রেফারেল ক্যাম্পেইন চালু করেছিল তখন প্রতি রেফারে ৫০
থেকে ১০০ টাকা পর্যন্ত দেওয়া হতো। তাহলে বুঝতে পারছেন আপনি যদি মাত্র
১০ টি সাকসেসফুল রেফার করতে পারেন তাহলে ৫০০ টাকায় সহজে ইনকাম করে ফেলতে
পারবেন। এভাবে নগদ থেকে সহজেই ঘরে বসে উপার্জন করা সম্ভব।
নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে ইনকাম
আপনার যদি নিজস্ব কোন ব্যবসা থাকে বা ব্যবসায়ী হয়ে থাকেন
তাহলে নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে পেমেন্ট গ্রহণ করতে
পারেন। এর মাধ্যমে ক্যাশব্যাক ও কমিশন পেয়ে বাড়তি ইনকাম করা সম্ভব।নগদ
পেমেন্টে অনেক ক্যাশব্যাক অফার ও কমিশন পাওয়া যায়, যার কারণে এই পদ্ধতিটিতে
অনেকটা বাড়তি ইনকাম করা সম্ভব হয়।
এজন্য আপনাদের অবশ্যই নগদ মার্চেন্ট অ্যাকাউন্টটি খুলতে হবে। নগদের
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই নগদ মার্চেন্ট একাউন্ট খুলতে পারবেন, তবে
আপনি চাইলে নগদ অ্যাপটি সরাসরি ব্যবহার করেই এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
যেভাবে শুরু করবেন
- নগদের অফিসিয়াল সাইটে গিয়ে নগদ মার্চেন্ট একাউন্ট খোলার জন্য আবেদন করুন
-
প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে মার্চেন্ট একাউন্ট খুলুন তাহলে দ্রুত
সময়ে অনুমোদন পাবেন।
- মার্চেন্ট একাউন্ট খোলা হয়ে গেলে আপনার ব্যবসায় নগদ পেমেন্ট গ্রহণ শুরু করুন।
- আর নগদ নির্দিষ্ট ক্যাশব্যাক বা কমিশন অফার দিলে সেগুলো থেকে ইনকাম করুন।
মোবাইল রিচার্জ করে কমিশন ইনকাম
মোবাইল রিচার্জ ব্যবসা করে খুব সহজেই প্রতিদিন প্রচুর টাকা ইনকাম করা
সম্ভব। আপনি চাইলে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করেই মোবাইল রিচার্জ ব্যবসাটি
শুরু করতে পারেন। এতে করে বেশ ভালো পরিমাণ কমিশন অর্জন করা যায়।
নগদ একাউন্ট ব্যবহার করে মোবাইল রিচার্জ করলে নির্দিষ্ট কমিশন পাওয়া
যায়। আপনি চাইলে নিজের বা পরিচিতজনদের মোবাইল রিচার্জ করে অতিরিক্ত টাকা
আয় করতে পারেন। পাশাপাশি মোবাইল রিচার্জ এর দোকান দিয়ে সেখানে গ্রাহকদের
মোবাইল রিচার্জ সেবা দিয়ে নগদ থেকে নির্দিষ্ট কমিশন নিয়ে টাকা উপার্জন করতে
পারেন।
এভাবে মোবাইল রিচার্জ ব্যবসা করে নগদ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ ইনকাম করা
সম্ভব। যদি আপনার প্রচুর গ্রাহক হয় তাহলে একদিনে কমপক্ষে 500 থেকে 1000
টাকা বোনাস ইনকাম করা যায়।
যেভাবে কাজটি শুরু করবেন
- নগদ অ্যাপে "মোবাইল রিচার্জ" অপশনে যান
- ফোন নম্বর ও রিচার্জের পরিমাণ দিন
- কমিশন বা ক্যাশব্যাকের সুবিধা নিন
নগদ ক্যাশব্যাক ও অফার থেকে আয়
নগদ বিভিন্ন সময়ে মোবাইল রিচার্জ সহ বিল পেমেন্ট এর ক্ষেত্রে ক্যাশব্যাক
অফার প্রদান করে থাকে। আপনি যদি নির্দিষ্ট পরিমাণ বিলপে বা পেমেন্ট করেন
তাহলে ক্যাশব্যাক অফার পাবেন। এই টাইপের অনেক অফার নগদ প্রতিদিন দিয়ে
থাকে।
এছাড়াও নিজের নাম্বারে মোবাইল রিচার্জ করলেই ২০ টাকা সহ ৫০ টাকার বেশি
ক্যাশব্যাক অফার থাকে। এই অফার গুলো প্রতিদিনই নগদ অ্যাপ এর মাধ্যমে দিয়ে
থাকে। আপনি নগদ অ্যাপ এর নোটিফিকেশন সেকশন থেকে এই ক্যাশব্যাক অফার গুলো
চেক করতে পারবেন। তবে প্রতিটি অ্যাকাউন্ট অনুযায়ী ক্যাশব্যাক অফার
ভিন্ন হয়ে থাকে।
আপনার একাউন্টে কি ধরনের নগদ ক্যাশব্যাক অফার আছে সেগুলো জানার জন্য সরাসরি
নগদ অ্যাপে লগইন করে চেক করুন। এই ক্যাশব্যাক অফার থেকে অনেক
টাকা সেভ করা যায়, যার ফলে আপনার বাড়তি টাকা সেভ হচ্ছে এবং ইনকাম
করতে পারছেন।
আপনি চাইলে কিন্তু অন্যজনের পেমেন্ট করে দিয়েও ক্যাশব্যাক অফার নিয়ে এই
উপায়ে প্রতিদিন প্রচুর টাকা উপার্জন করতে পারেন। এক্ষেত্রে আপনার নগদ
এজেন্ট হয়ে ব্যবসা শুরু করতে হবে। তাহলে এইভাবে নগদ থেকে টাকা ইনকাম করতে
পারবেন।
নগদ এজেন্ট হয়ে ব্যবসা করে ইনকাম
নগদ এজেন্ট হিসেবে কাজ করলে মোটা অঙ্কের কমিশন ইনকাম করা সম্ভব। নগদ
এজেন্টরা মূলত ক্যাশ ইন, ক্যাশ আউট ও বিল পেমেন্টের মাধ্যমে কমিশন পেয়ে
থাকেন।
আপনার যদি নগদ এজেন্ট একাউন্ট থাকে তাহলে আপনি খুব সহজেই নগদ ক্যাশ ইন ও
ক্যাশ আউট সার্ভিস দিয়ে নির্দিষ্ট কমিশনে প্রতিদিন টাকা আয় করতে
পারবেন।
প্রতি ক্যাশ ইন ও ক্যাশ আউটের কমিশন গুলো একাউন্টে যোগ হয়ে যায়। তাই
আপনি যত বেশি ক্যাশ ইন ও ক্যাশ আউট সেবা দিতে পারবেন তত বেশি ইনকাম করতে
পারবেন।
মূল কথা হলো বেশি ট্রানজেকশন হলে বেশি ইনকাম হবে। তবে এই উপায়ে ইনকাম
করার জন্য আপনাকে নগদ এজেন্ট একাউন্ট ওপেন করতে হবে।
যেভাবে করবেন
- নগদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এজেন্ট রেজিস্ট্রেশন করুন
- আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন ও অনুমোদন নিন
- ক্যাশ ইন, ক্যাশ আউট ও অন্যান্য ট্রানজেকশনের মাধ্যমে কমিশন ইনকাম করুন
বিল পে সার্ভিস দিয়ে কমিশন নিয়ে ইনকাম
নগদের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট বা অন্যান্য বিল
পেমেন্ট করলে কিছু ক্ষেত্রে কমিশন পাওয়া যায়। আপনি যদি নিজের বা অন্যের
বিল পরিশোধ করেন, তাহলে এখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন ইনকাম
করতে পারবেন।
এই বিল পে সার্ভিসটি বেশিরভাগ ক্ষেত্রে নগদ এজেন্টরা দিয়ে
থাকে। আপনি নগদ এজেন্ট হয়ে বিল পে সার্ভিস দিয়ে আয় করতে পারেন।
এজন্য অবশ্যই নিজের এলাকায় অথবা বাজারের জন্য সমাগম লোকেশনে দোকান
ভাড়া নিতে হবে।
দোকানে নগদ ও বিকাশ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সকল সেবা গুলো দিবেন।
বিশেষ করে নগদে সকল সেবা গুলো চালু রাখবেন, আর এভাবে বিল পে সার্ভিস
দিয়ে নগদ থেকে কমিশন নিয়ে টাকা ইনকাম করুন।
যেভাবে করবেন
- নগদ অ্যাপে "Bill Pay" অপশনে যান
- সংশ্লিষ্ট বিলের তথ্য দিন ও পেমেন্ট করুন
- নির্দিষ্ট ক্যাশব্যাক বা কমিশন পেয়ে যান
নগদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইনকাম
যদি আপনার ই-কমার্স সাইট বা অনলাইন ব্যবসা থাকে, তাহলে নগদ পেমেন্ট
গেটওয়ে সেটআপ করে সহজেই টাকা আয় করতে পারেন। এর মাধ্যমে আপনি নগদের
ক্যাশব্যাক অফার ও কমিশন সুবিধা পেতে পারেন।
কীভাবে করবেন?
- নগদ বিজনেস সল্যুশন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করুন
- ওয়েবসাইটে নগদ পেমেন্ট গেটওয়ে যুক্ত করুন
- কাস্টমারদের থেকে পেমেন্ট নিন এবং নগদের কমিশন অফারগুলোর সুবিধা নিয়ে ইনকাম করুন।
নগদ থেকে ইনকাম করার সুবিধা
নগদ থেকে ইনকাম করার অনেক সুবিধা রয়েছে। নগদ বাংলাদেশের একটি
সরকারি মোবাইল ব্যাংকিং সেবা দানকারী ফাইনান্সিয়াল
প্রতিষ্ঠান। যেখানে আপনি বিশ্বস্ততার সাথে কাজ করে তাদের
সার্ভিসগুলো প্রচার করে টাকা উপার্জন করতে পারবেন। নগদ থেকে ইনকাম
করার বেশ সুবিধা রয়েছে নিম্নে তা দেওয়া হলোঃ
- নগদে বিভিন্ন উপায়ে ইনকাম করা সম্ভব যা আর্টিকেলে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি।
-
নগদ থেকে খুব সহজেই বিভিন্ন পদ্ধতিতে টাকা উপার্জন করা সম্ভব।
- কোনো বিনিয়োগ প্রয়োজন নেই – বিনামূল্যে শুরু করা যায়।
- নগদ নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, কারণ এটি বাংলাদেশ সরকার অনুমোদিত ফাইন্যান্সিয়াল সার্ভিস।
- নগদ ক্যাশব্যাক ও কমিশন সুবিধা দিয়ে থাকে এবং নিয়মিত অফার পাওয়া যায়।
শেষ কথাঃ নগদ থেকে টাকা ইনকাম
নগদ থেকে টাকা ইনকাম করা এখন অনেক সহজ। আপনি চাইলে রেফারেল, মোবাইল
রিচার্জ, বিল পেমেন্ট, এজেন্ট হওয়া বা পেমেন্ট গেটওয়ে ব্যবহারের
মাধ্যমে নিয়মিত ইনকাম করতে পারেন। আপনি যদি এখনো নগদ ব্যবহার না
করে থাকেন, তাহলে আজই একাউন্ট খুলে ইনকাম করা শুরু করুন।
আপনার যদি অনলাইন ইনকাম সম্পর্কিত আরও গাইড প্রয়োজন হয়, তাহলে
কমেন্ট করুন বা আমাদের ব্লগের অন্যান্য আর্টিকেল পড়ুন।