-->

অনলাইনে ইনকাম করার apps এবং website সম্পর্কে জানুন

অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই অনলাইনে ইনকাম করার apps গুলো সম্পর্কে জানতে হবে। আর অনলাইনে কোন অ্যাপস দিয়ে বৈধ উপায়ে ইনকাম করা যায় তা সম্পর্কে আর্টিকেলটিতে জানিয়ে দেবো। তাই সকলকে ধৈর্য সহকারে আর্টিকেলে পড়ার জন্য অনুরোধ করা হলো।
অনলাইনে ইনকাম করার apps
বর্তমান যুগে অনলাইনে ইনকাম করার apps অ্যাপস থেকে ইনকাম করা খুবই সহজ। শুধুমাত্র সঠিক অ্যাপগুলোর খোঁজ করে কাজ করতে হয় তাহলে ইনকাম করা যায়। যদি আপনার কাছে সময় থাকে তাহলে অ্যাপসগুলোতে কাজ করে আয় করতে পারেন। 

অনলাইনে অ্যাপসগুলো থেকে হয়তো খুব একটা বেশি আয় করা যায় না, তবে বেশ কিছু বৈধ অ্যাপস রয়েছে যেগুলোতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আর সেই অ্যাপসগুলো সম্পর্কে আমরা আজকের আর্টিকেলে আলোচনা করব।

অনলাইনে ইনকাম করার apps এবং website 

আপনি কি ডলার ইনকাম করতে চান, তাহলে অনলাইনে ইনকাম করার apps গুলো ব্যবহার করে ডলার উপার্জন করতে পারেন। অনলাইনে অনেকে পাবেন যেগুলোতে ইনকাম করার সুযোগ রয়েছে। সে সুযোগটিকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে ডলার ইনকাম করতে পারেন। 
বর্তমানে ডলার ইনকাম করা সহজ, যদি আপনি সঠিক উপায় ও মাধ্যম সম্পর্কে জানেন। ডলার ইনকাম করার প্রচুর উপায় রয়েছে যা ইতিমধ্যে আমরা আলোচনা করে এসেছি। তবে আমরা এখন ডলার ইনকাম করা যায় এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে আলোচনা করব। 
মূল কথা অনলাইনে ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। নিম্নে অনলাইনে ইনকাম করার apps গুলো সম্পর্কে তুলে ধরা হলোঃ
  • Prize Rebel
  • Captcha
  • Toluna
  • FeaturePoints
  • Clickbank
  • Quick Rewards
  • ySense
  • Fiverr.com
  • Perk TV
  • TaskBucks
  • Slidejoy
  • CashPirate
  • Inbox Dollars
উপরোক্ত অ্যাপগুলো ব্যবহার করে অনলাইনে ডলার উপার্জন করা যাবে। এবার চলুন অ্যাপস গুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

Prize Rebel

এটি মূলত একটি পেইড সার্ভে অ্যাপ, এখানে আপনি বিভিন্ন সার্ভে করে ডলার আয় করতে পারবেন। এই অ্যাপে আপনি শুধুমাত্র সার্ভে করেই প্রতিদিন ডলার ইনকাম করতে পারবেন। সার্ভে ছাড়া এই  অ্যাপে অন্য কোন ইনকাম করার উপায় নেই। 

আপনি সার্ভে করে যত ডলার আয় করবেন সেটি আপনি Paypal Cash, Bitcoins & Gift Cards হিসেবে নিতে পারবেন। আপনি চাইলে ডলারগুলো বিটকয়েনে পেমেন্ট নিতে পারবেন। 

এটি একটি অনেক পুরনো  অ্যাপে, যেখানে প্রায় 15 মিলিয়নের বেশি মানুষ কাজ করে থাকে। আপনি এখানে প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে প্রতিদিন ৫ থেকে ১০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। মূলত আপনি এই  অ্যাপে যত সময় দিবেন তত ইনকাম বৃদ্ধি করতে পারবেন। আপনি এভাবেই ডলার ইনকাম বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

অনলাইনে ইনকাম করার apps  - Captcha

বর্তমান সময়ে অনলাইন থেকে ডলার ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ক্যাপচা পূরণ করা।Captcha পূরণ করে আপনি প্রতিদিন ১০ থেকে ২০ ডলার আয় করতে পারবেন। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় দেখে থাকি ক্যাপচা পূরণ করতে বলে।

সাধারণত এই ধরনের ক্যাপচা পূরণ করার মাধ্যমে এই ডলার আয় করা যায়। এজন্য আপনাদের ক্যাপচা পূরণ করার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

ক্যাপচা কিভাবে পূরণ করতে হয় আপনি এটি ইউটিউবে দেখে নিতে পারেন। এই ক্যাপচা পূরণ করে মানুষ হাজার হাজার টাকা আয় করছে। আপনি যদি প্রতিদিন ছোট ছোট কাজ করে ইনকাম করতে চান তাহলে ক্যাপচা পূরণের কাজ করতে পারেন।এখান থেকে ডলার ইনকাম করে আপনি সেটি বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

Toluna - অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপ

শুধুমাত্র সার্ভে করে আয় করতে চান তাহলে টলুনা এই অ্যাপটিতে কাজ করুন। এখানে পেইড সার্ভে করে অথবা ফ্রিতে সার্ভে করে কিছু টাকা আয় করার সুযোগ পেতে পারেন। যারা সার্ভে করতে পছন্দ করেন তারাই এই অ্যাপ থেকে ইনকাম করুন, এখানে সার্ভে করে ইনকাম করার অনেক সুযোগ রয়েছে।

FeaturePoints

নতুন অ্যাপ ডাউনলোড করে এবং ব্যবহার করে রিভিউ দিয়ে পয়েন্ট অর্জন করা যায়। যার কারণে অনেকেই এই অ্যাপটি ব্যবহার করে রিভিউ প্রদান করে আয় করে থাকে। রিভিউ লেখার সক্ষমতা থাকলে অ্যাপটি ইন্সটল করুন এবং বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে সেগুলো টেস্টিং করে রিভিউ করার বিনিময়ে এই অ্যাপ থেকে আয় করুন।

Clickbank

আপনারা Clickbank থেকে প্রতিদিন ডলার ইনকাম করতে পারবেন। এখানে কাজ করার পদ্ধতি রয়েছে, তাদের নিয়ম অনুযায়ী কাজ করলে আপনি প্রতিদিন প্রচুর ডলার আয় করতে পারবেন। এখানে সাধারণত কমিশনের ভিত্তিতে পেমেন্ট দেওয়া হয়ে থাকে। 

আপনি যদি তাদের ২০০ ডলারের একটি পণ্য বিক্রি করে দিতে পারেন তাহলে আপনি সেখান থেকে ১৫০ ডলার কমিশন পাবেন। 

এই অ্যাপটিতে আপনি প্রতিদিন অনেক টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আপনি তাদের পণ্য বিক্রি করে দিতে পারলে আপনি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। সেই কমিশন মূলত ডলারে দেওয়া হয়ে থাকে। আর এই ডলারগুলো আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

Quick Rewards

এই অনলাইনে ইনকাম করার apps টিতে আপনি বিভিন্ন ধরনের একটা ছোটখাটো কাজ করে অনলাইনে ডলার ইনকাম করতে পারবেন। ডলার ইনকাম করার অন্যতম সেরা অ্যাপ এটি। এখানে আপনি গেম খেলে ,ভিডিও দেখে ,সার্ভে করে ,টাক্স কমপ্লিট করে ডলার আয় করতে পারবেন। 

এই অ্যাপে বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেই কাজগুলো আপনি কমপ্লিট করার মাধ্যমে ডলার ইনকাম করে পেমেন্ট নিতে পারবেন। 

এই অ্যাপে আপনি যত ডলার ইনকাম করবেন সেটি আপনি সাথে সাথে উইথড্র দিতে পারবেন। আর এখানে পেপাল সহ প্রায় পঞ্চাশটিরও বেশি উইথড্র করার অপশন রয়েছে। অর্থাৎ 50 টি বেশি প্ল্যাটফর্ম থেকে আপনি ডলার উইড্র করতে পারবেন। তাছাড়াও ডলারগুলো আপনি গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। 

এই অ্যাপে আপনি দৈনিক সার্ভে করেই ৫ থেকে ১০ ডলার আয় করতে পারবেন। তাই দেরি না করে এখনই এই অ্যাপে কাজ করা শুরু করে দিন। অ্যাপে কাজ করার জন্য গুগল ক্রোম বাজারে গিয়ে Quick Rewards লিখে সার্চ করুন। 

আপনার সামনে অ্যাপে চলে আসবে। এবার অ্যাপটি ডাউনলোড করে ফ্রিতে একটি অ্যাকাউন্ট খুলে নিবেন। একাউন্ট খোলার পর আপনি এখানে কাজ করতে পারবেন।

ySense

ডলার ইনকাম করার অন্যতম বিদেশি সাইট হল ySense। এই ওয়েবসাইটটিতে সার্ভে করে প্রচুর ডলার আয় করা যায়। এটি মূলত একটি সার্ভে ওয়েবসাইট, যেখানে প্রতিনিয়ত পেইড সার্ভে করা হয়ে থাকে। আপনি যদি এখানে পেইড সার্ভে করতে পারেন তাহলে অনেক ডলার পর্যন্ত আয় করতে সক্ষম হবেন। তাছাড়া এই ওয়েবসাইটটিতেও ছোট ছোট কাজ করে ক্যাশ রিওয়ার্ড পেতে পারেন। 

যেমনঃ গেম খেলে , বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে , ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইন থেকে ডলার আয় করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সার্ভে করা। আপনি এই ওয়েবসাইটে সার্ভে করে প্রতিদিন ডলার আয় করতে পারবেন। 

আপনারা যারা মূলত সার্ভে করতে পছন্দ করেন এবং কুইজ খেলতে ভালোবাসেন তারা এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারেন। তাছাড়াও এই ওয়েবসাইটটিতে রেফারেল করার মাধ্যমে ডলার আয় করা যায়। আপনি যদি আপনার বন্ধুদের কাছে ওয়েবসাইট রেফার করেন তাহলে তারা যত ইনকাম করবে তার থেকে আপনি ৩০ পার্সেন্ট রেফার কমিশন পাবেন। 

Fiverr.com

আপনারা ফাইবারে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করার মাধ্যমে ডলার ইনকাম করতে পারবেন। বর্তমানে ডলার ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় ওয়েব সাইট হল ফাইবার ডট কম। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ করে খুব সহজেই ডলার ইনকাম করা যায়। 

তবে ফাইবার থেকে ডলার ইনকাম করার জন্য কাজের দক্ষতা থাকতে হবে তাহলে একমাত্র আপনি ফাইবার থেকে প্রচুর ডলার আয় করতে সক্ষম হবেন। 

ফাইবারে যেহেতু ফ্রিল্যান্সিং বিষয়ে কাজ করতে হয়, সে ক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্সিং এর যে কোন একটি বিষয় ভালো জানতে হবে। তাহলে আপনি ফাইবার থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। ফাইবারে যেহেতু ইন্টারন্যাশনাল কোম্পানি, আপনাদের পেমেন্ট ডলারে করবে এবং সেটি আপনি ব্যাংক থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। 

আর ফাইবারে বেশিরভাগ বিদেশি বায়ারদের জন্য কাজ করতে হয়, আর বিদেশীরা সাধারণত ডলারে পেমেন্ট করে থাকে। যার ফলে আপনি অতি সহজেই তাদের কাজগুলো করে দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ ডলার আয় করতে পারবেন। 

মূলত আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে ডলার কমবেশি হয়ে থাকবে। আপনি যত কাজের দক্ষতা দেখাতে পারবেন আপনি তত মার্কেটপ্লেসে ডলার বেশি ইনকাম করবেন।

Perk TV

শুধুমাত্র ভিডিও দেখে আয় করার অন্যতম একটি অ্যাপ হল Perk TV। সরাসরি ভিডিও দেখে ডলার উপার্জন করতে পারবেন। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে পেমেন্ট পাওয়া সম্ভব। 

TaskBucks

ছোট ছোট টাস্ক সম্পন্ন করে পয়েন্ট অর্জন করুন। আর ঘরে বসে অনলাইনে সহজে আয় করুন। তত বেশি পয়েন্ট উপার্জন করতে পারবেন তত বেশি ইনকামের সম্ভাবনা থাকবে। তাই এখনই অ্যাপটি ডাউনলোড করুন আর বিভিন্ন কাজ কমপ্লিট করে ইনকাম করা শুরু করুন। 

Slidejoy

মোবাইল ফোনের লক স্ক্রীনে বিজ্ঞাপন দেখে এই অ্যাপটি থেকে আয় করা যায়। এই অ্যাপটি মোবাইল ফোনের লক স্ক্রিনে বিজ্ঞাপন দেখিয়ে থাকে, যদি আপনি বিজ্ঞাপন দেখেন তাহলে আয় করতে পারবেন। 

CashPirate

অ্যাপ ডাউনলোড এবং অন্যান্য কাজের মাধ্যমে এই অ্যাপস থেকে আয় করা যায়। বিশেষ করে বিজ্ঞাপন ও ভিডিও দেখে আয় করার সুযোগ আছে। পাশাপাশি নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করে আয় করতে পারবেন।

Inbox Dollars

আপনারা এই ইনবক্স ডলার ওয়েবসাইট থেকেও সার্ভে করার মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সার্ভে করার অপশন রয়েছে। তাছাড়া ওয়েবসাইটটিতে সর্বপ্রথম সাইন আপ করলেই সাথে সাথে ৫ ডলার দেওয়া হয়। 

আর ওয়েবসাইটটিতে আপনার একাউন্টের প্রোফাইল সকল তথ্য দিয়ে কমপ্লিট করলেই ০.৫০ ডলার ক্যাশ রিওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও ওয়েবসাইটটিতে পেইড সার্ভে করলে প্রতিদিন অনেক ডলার পর্যন্ত আয় করতে পারবেন। 

এই ওয়েবসাইটটিতে আপনি গেম খেলেও ডলার আয় করতে পারবেন। পাশাপাশি ভিডিও দেখে , অ্যাপ ডাউনলোড করে , অ্যাপ্লিকেশন টেস্ট করে , অ্যাকাউন্ট সাইনআপ ইত্যাদি ছোট ছোট কাজ করে আপনি ডলার আয় করতে পারবেন। 

আপনারা যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা পার্ট টাইম কাজ করার জন্য অনলাইনে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন।আপনি এখানে ডলার পাবেন এবং সেটি বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

Freelancer.com

Freelancer.com হল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে আপনারা বিভিন্ন ধরনের বিদেশি ক্লায়েন্টদের কাজ করে ডলার আয় করতে পারবেন। এটিও ফাইবারের মতো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাদের অবশ্যই ফ্রিল্যান্সিং কাজসমূহ শিখতে হবে। ফ্রিল্যান্সিং কাজের দক্ষতা ছাড়া আপনি এই মার্কেটপ্লেস থেকে ডলার ইনকাম করতে পারবেন না। 

আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ সময়ে সমূহে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে ডলার আয় করতে পারবেন। ফ্রিল্যান্সার প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করছে এই মার্কেটপ্লেস থেকে। অনেকেই এই মার্কেটপ্লেস থেকে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত আয় করে ফেলছে। 

আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজ সময়ে দক্ষতা অর্জন করে থাকেন তাহলেও আপনি এই ফ্রিল্যান্সার ডটকম থেকে মাসে হাজার ডলার পর্যন্ত আয় করতে সক্ষম হবেন। তাই আপনারা অবশ্যই ফ্রিল্যান্সার ডটকমের ফ্রিল্যান্সিং কাজ সমূহ শিখবেন এবং প্রতিদিন ডলার ইনকাম করবেন। আপনারা এই মার্কেটপ্লেস থেকে পেমেন্ট ডলারে পাবেন এবং সেটি বিকাশে নিয়ে নিতে পারবেন।

অনলাইনে ইনকাম করার বিদেশি website 

অনলাইনে ইনকাম করার জন্য বিদেশী ওয়েবসাইট খুজছেন। তাহলে এখনই এই পয়েন্টটি ভালো করে রিডিং পড়ুন। কারণ এখানে আমরা অনলাইনে ইনকাম করার বিদেশী সাইট গুলো সম্পর্কে তুলে ধরবো। নিম্নে অনলাইনে ইনকাম করার বিদেশি সাইটের তালিকা দেওয়া হলোঃ
  • Prize Rebel
  • Inbox Dollars
  • Swagbucks
  • InstaGC
  • Quick Rewards
  • User Testing
  • Feature Points
  • Earnably
  • Toluna
  • Poll Pay
  • ySense
উপরোক্ত সাইটগুলোতে একাউন্ট খুলে কাজ করা শুরু করতে পারেন। নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জমা করতে পারলেই পেমেন্ট পাওয়া যায়। তবে সঠিকভাবে কাজ করবেন তাহলে দ্রুত পেমেন্ট পাবেন।

শেষ কথা

আজকের সম্পূর্ণ নিবন্ধনে অনলাইনে ইনকাম করার apps এবং website সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছি। সকল সাইটগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি উল্লেখিত ওয়েবসাইট ও অ্যাপসগুলো থেকে বৈধ উপায়ে টাকা উপার্জন করতে পারেন। 

আর যদি আপনার নির্দিষ্ট কোন যোগ্যতা থাকে তাহলে খুব সহজেই ফ্রিল্যান্সিং এ্যাপস ও সাইট গুলো ব্যবহার করে আয় করতে পারবেন। আপনাদের কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের অনলাইন ইনকাম সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। 

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.