-->

ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো? বিস্তারিত জানুন

ত্বক ফর্সা করতে চান, তাহলে অবশ্যই ভালো কোম্পানির ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করতে হবে। বর্তমানে বাজারে অনেক ধরনের ফর্সা হওয়ার ক্রিম রয়েছে। তবে সকল ধরনের ফর্সা হওয়ার ক্রিম কার্যকরী নয়। কিছু ব্যান্ডের ফর্সা হওয়ার ক্রিম পাবেন যেগুলো ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায়। 
ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো
আর কোন ব্যান্ডের বা কোন কোম্পানির ফর্সা হওয়ার ক্রিম ভালো তা জানানোর জন্যই আমরা আর্টিকেলটিতে হাজির হয়েছি। ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো হবে তা জানতে হলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

ফর্সা হওয়ার ডাক্তারি উপায়

বর্তমানে ফর্সা হওয়ার জন্য অনেক ধরনের ব্যয়বহুল ট্রিটমেন্ট রয়েছে। এসব ট্রিটমেন্ট করার মাধ্যমে ফর্সা হওয়া যায় তবে খরচ অনেক হয়ে থাকে। তাছাড়াও বর্তমানে ফর্সা হওয়ার বিভিন্ন ধরনের ক্রিম বের হয়েছে যেগুলো ব্যবহার করেও ফর্সা হওয়া যায়। 
তবে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে ফর্সা হতে চাইলে কিছুটা সময় লাগে। কিন্তু আপনারা ফর্সা হওয়ার ডাক্তারি উপায় অবলম্বন করে ফর্সা হতে পারবেন। তবে চলুন সেই উপায়গুলো জেনে নেওয়া যাক।

ব্লিচিং ক্রিম

বর্তমানে এই ক্রিমটি ব্যবহার করে সকলেই কমবেশি ফর্সা হয়ে উঠছে। ফর্সা হওয়ার জন্য এই ডাক্তারি ক্রিমটি খুবই কার্যকরী। ব্লিচিং ক্রিমটি ফর্সা হওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এটি ত্বককে ফর্সা করতে সহায়তা করে। এই ক্রিমটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। 

যেহেতু এটি ডাক্তারি ক্রিম সেক্ষেত্রে অনেকের এই ক্রিম ব্যবহারে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে ত্বকের বা মুখের লালচে ভাব দেখা দিতে পারে। তাছাড়া অনেক সময় ত্বকের শুষ্ক ভাব দেখা দেয়। এই ক্রিম ব্যবহার করলে ত্বক ফর্সা হতে শুরু করে, যার ফলে ত্বকের স্বাভাবিক কোমলতা ফিরে আসে।

মাইক্রোডার্মাব্রেশন

এই পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে ত্বক ফর্সা করা যায়। সাধারণত এই পদ্ধতিতে ত্বকের উপরের কালো স্তরটিকে অপসারণ করা হয়ে থাকে। অর্থাৎ আপনার ত্বকের যদি কালচে ভাব দেখা দেয়, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিতে ত্বকের উপরের কালচে ভাব দূর করতে পারবেন। 

আর আপনার ত্বক ফর্সা হয়ে তবে। ফর্সা হওয়ার জন্য এই চিকিৎসা পদ্ধতিটি কম বেশি সকলেই ব্যবহার করছে। এই পদ্ধতির মাধ্যমে ত্বকের বলিরেখা দূর করা সম্ভব। 

এর পাশাপাশি ত্বকের উপর কালো দাগ দূর করা যায়। যার ফলে ত্বক সাদা হতে দেখা যায়। এই চিকিৎসা পদ্ধতিতে ত্বক ফর্সা করলে সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক সময় ত্বক ফুলে যাওয়া ও লালচে ভাব দেখা যায়। তবে এটি সবার ক্ষেত্রে হয় না, কিছু ব্যক্তির ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

লেজার ট্রিটমেন্ট

এই লেজার ট্রিটমেন্ট পদ্ধতিতে ত্বককে ফর্সা করা যায়। বর্তমানে এই চিকিৎসা পদ্ধতিটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এর সাহায্যে খুব সহজেই ত্বকের কালো দাগ ও ত্বকের রোদে পোড়া দাগ দূর করা যায়। মূলত এই চিকিৎসা পদ্ধতিতে ত্বকের ডার্কস্পট গুলো অপসারণ করা হয়। 

যার ফলে ত্বক ফর্সা হতে শুরু করে। এই পদ্ধতিতে চিকিৎসা করালেও অনেক খরচ হয়ে থাকে। এটি একটি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। আপনারা চাইলে এই পদ্ধতিতে ফর্সা হতে পারবেন।

ডার্মাব্রেশন

এই চিকিৎসা পদ্ধতিতে ত্বকের গভীর ডাক গুলোকে অপসারণ করা হয়। আপনার ত্বকে যদি গভীর ডার্কস্পট তাহলে সেটা দূর করতে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। ত্বকের মরে যাওয়া চামড়া দূর করতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে একটি ব্রাশের সাহায্যে ত্বকের কালো দাগ দূর করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে অনেক টাকা খরচ হয়।

ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায়। তবে এর মধ্য থেকে আপনার জন্য কোন ক্রিমটি ভালো হবে সেটি নির্ভর করবে আপনার ত্বকের ওপর। আপনার ত্বকের ধরনের উপর নির্ভর করে ক্রিম কোনটি ভালো হবে সেটি বলা যাবে, 

কিন্তু এই বিষয়টি শুধুমাত্র ডাক্তার আপনার ত্বক পরীক্ষা করে বলতে পারবে। তাই আপনি যদি ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আপনার ত্বক দেখিয়ে পরীক্ষা করে ক্রিম সাজেশন নিয়ে ব্যবহার করবেন। 

মূলত ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিম ব্যবহার করবেন। তাছাড়া বর্তমানে কিছু জনপ্রিয় ভালো মানের ক্রিম রয়েছে যেগুলো ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। চলুন আর কথা না বাড়িয়ে ফর্সা হওয়ার ভালো ক্রিমের নাম জেনে নেই।
  • Lakme Absolute Perfect Radiance Skin Lightening Night Cream
  • Ponds Gold Radiance Youthful Night Cream
  • Lakme Youth Infinity Skin Sculpting Night Cream
  • Ponds Age Miracle Wrinkle Corrector Night Cream
  • Pond’s Gold Radiance Youthful Night Repair Cream
ফর্সা হওয়ার জন্য আপনারা এই ক্রিমগুলো ব্যবহার করতে পারেন। এই ক্রিম গুলো সাধারণত বর্তমানে ভাল কাজ করে থাকে। কমবেশি সকল ধরনের ক্রিম ফর্সা হওয়ার কাজে ব্যবহার করা হয়। 

উপরে দেখানো ক্রিম গুলো আপনারা অনায়াসে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হয় আপনি একজন ডাক্তারের নিকট পরামর্শ করে ক্রিম গুলো ব্যবহার করা।

হাত পা ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম

আপনারা যারা ছেলেরা ও মেয়েরা রয়েছেন তারা চাইলে হাত-পা ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ব্যবহার করে ফর্সা হতে পারবেন। 
  • Whitening Cream
  • Himalaya whiting body cream
  • DW OSUFI whiting body cream
  • Garnier light complete body cream
  • Cinci oliva whiteining 
  • Lotus herbals papayablem body cream
আপনাদের মধ্যে যারা হাত-পা ফর্সা করতে চান, তারা চাইলে উপরের দেওয়া লিস্টের ক্রিম গুলো ব্যবহার করতে পারেন। এই ক্রিমগুলো সাধারণত হাত-পা ফর্সা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে ব্যবহার করার পূর্বে বিশেষজ্ঞদের পরামর্শ নিবেন। 

কারণ আপনার শরীরে কোন ক্রিমটি ভালো কাজ করবে সেটা একমাত্র বিশেষজ্ঞ বা ডাক্তার বলতে পারবে। তাই যথাসম্ভব ডাক্তার দেখিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন।

ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস

আপনারা ছেলেরা মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কিছু ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির ফেসওয়াশ হয়েছে, যেগুলো ব্যবহার করে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়। তবে এর মধ্যে থেকে আপনার ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করতে হবে। 

আর আজ আজকের এই অংশে আমরা ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াশের নাম সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। 

এধরনের ফেসওয়াশ ব্যবহার করলে আপনার মুখের ডার্ক স্পট দূর হয়ে যাবে। তাছাড়াও ব্রণ জনিত সমস্যা আর থাকবে না। তারপরে আপনার মুখের উজ্জলতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। নিম্নে ফেসওয়াশ গুলোর তালিকা দেওয়া হলঃ
  • Vaseline Men Whitening Face Wash 
  • Himalaya Intense Oil Clear Lemon Face Wash
  • L’Oreal Men Expert Hydra Energetic Wake-Up Effect Face Wash 
  • Garnier Men Power White Double Action Face Wash 
  • Neotrogena Men Skin Clearing Acne Wash 
  • Nivea Advanced Whitening Dark Spot Reduction 10 in 1 Face Wash 
  • Pond’s Men Energy Charge Face Wash 
  • Garnier Men Oil Clear Deep Cleansing Face Wash 
  • Fair & Lovely Max Fairness Face Wash 
উপরে দেখানো ফেসওয়াশগুলো বর্তমানে অধিক জনপ্রিয়, যার কারণে কম বেশি সকলেই এ ধরনের ফেসওয়াশগুলো ব্যবহার করে থাকে। আপনার মুখ সবসময় পরিষ্কার রাখার জন্য এই ধরনের ফেসওয়াশগুলো নিয়মিত ব্যবহার করতে পারেন।

শেষ কথাঃ ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো 

ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো এবং ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াশ সহ আরো অনেকগুলো বিষয় নিয়ে আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনি হাত-পা ফর্সা করতে চান তাহলে হাত-পা ফর্সা করার ডাক্তারি ক্রিম গুলো ব্যবহার করতে পারেন। 

আর ক্রিমগুলোর নাম আমরা আর্টিকেলটিতে উল্লেখ করেছি। ক্রিমগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের নিকট পরামর্শ করে নিবেন। যে কোন ধরনের ক্রিম ব্যবহার করা উচিত নয়। আর অবশ্যই আসল নকল ক্রিম যাচাই বাছাই করে কিনবেন। তাহলে আশা করি ভালো ভালো ফল পাবেন। 

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.