-->

গরু মোটাতাজাকরণ ভিটামিন ঔষধের নাম ও খাদ্য তালিকা ২০২৫

গরু মোটাতাজাকরণ ভিটামিন ওষুধের নাম জানতে চান, তাহলে একদম সঠিক আর্টিকেলটিতে এসেছেন। কারণ আজকের সম্পূর্ণ আর্টিকেলে গরু মোটাতাজাকরণ ভিটামিন ওষুধ সহ গরুর ভিটামিন ওষুধগুলো সম্পর্কে আলোচনা করা হবে। পাশাপাশি গরুর সুষম খাদ্য তালিকা তুলে ধরা হবে যাতে আপনারা সঠিক উপায়ে গরু লালন পালন করে লাভবান হতে পারেন।
গরু মোটাতাজাকরণ ভিটামিন ঔষধের নাম ও খাদ্য তালিকা
গরুর ওজন বৃদ্ধির জন্য অবশ্যই গরু মোটাতাজাকরণ ভিটামিন প্রয়োগ করতে হবে। গরু মোটাতাজাকরণ করার বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেগুলো প্রয়োগ করে আপনি গরুর ওজন বাড়াতে পারেন। পাশাপাশি সুষম খাদ্য দিয়ে গরুর ওজন প্রাকৃতিকভাবে বাড়ানো যায়। গরুর ওজন বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

গরু মোটাতাজাকরণ ভিটামিন 

আপনারা যদি সঠিকভাবে গরু মোটাতাজাকরণ করতে চান তাহলে অবশ্যই কিছু ভিটামিন ঔষধ ব্যবহার করতে হবে। এই ভিটামিন গুলো গরুর স্বাস্থ্যের জন্য ভালো এবং দ্রুত মোটা তাজা হতে সাহায্য করে। নিম্নে গরু মোটাতাজাকরণ ভিটামিন ওষুধের নাম তুলে ধরা হলোঃ
  • প্রোবায়োটিকস
  • লিভার টনিক
  • ক্যালসিয়াম
  • মিনারেল সাপ্লিমেন্টস
  • প্রিবায়োটিকস
গরুর দ্রুত ওজন বৃদ্ধির জন্য উক্ত ভিটামিন গুলো পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে। উপরোক্ত ভিটামিন গুলো সাধারণত জৈব পদ্ধতিতে তৈরি করা হয়। এসব ভিটামিন গরুর পাকস্থলীতে উপকারী ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। 

এর ফলে গরুর ঠিকমতো খাবার গ্রহণ করে অর্থাৎ গরুর খাবার খাওয়ার রুচি ঠিক থাকে। তাছাড়াও গরু ভালোভাবে খাবার খাওয়ার ফলে পুষ্টিগত উপাদান শোষণ করে এবং গরু স্বাস্থ্যে ভালো থাকে।
বর্তমানে বাজারে একই নামে বিভিন্ন ধরনের কোম্পানির ভিটামিন পাওয়া যায়। বাজারে সাধারণত মিনারেল সাপ্লিমেন্টস , প্রোবায়োটিকস ও প্রিবায়োটিকস ইত্যাদি ভিটামিন গুলোর নামে অনেক কোম্পানির বিভিন্ন ধরনের নামে ভিটামিন গুলো পাওয়া যায়। 

গুরুর ওজন ও মোটাতাজা করতে আপনারা চাইলে একাধিকবার এ ধরনের ভিটামিন গুলো গরুকে খাওয়াতে পারেন। তবে বলে রাখা ভালো এসব ভিটামিন খাওয়ানোর আগে অবশ্যই ভালো কোন পশু ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিবেন।

লিভার টনিক ভিটামিনঃ গরু মোটাতাজা করার জন্য লিভার টনিক অন্যতম একটি জনপ্রিয় ভিটামিন। বর্তমানে গরু পালন খামারিরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভিটামিন ঔষধটি ব্যবহার করে আসছে। এই ওষুধ ভিটামিনটি সাধারণত গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর খাওয়াতে হয়। গরুর সুস্বাস্থ্য বজায় রাখতে এবং মোটা তাজা করতে লিভারটনিক ভিটামিনটি অধিক কার্যকরী। 

তাছাড়া এই ভিটামিন খাওয়ানোর ফলে গরুর খাবার হজম দ্রুত হয়। গরুর মাংস বৃদ্ধিতেও ভালোভাবে সাহায্য করে থাকে এ ভিটামিনটি। এই লিভার টনিক ভিটামিনের অনেক ধরনের নাম রয়েছে যা মূলত বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়।
  • লিভা ভেট ১০০ ML(স্কয়ার কোম্পানি)
  • সুপারলিভ ১ L(এবিআই কোম্পানির)
  • হেপাএমাইন ১০০ ML(এসিআই কোম্পানির)
  • লিভাটন ১০০ ML(গ্লোব ফার্মাসিটিক্যালস কোম্পানি)
  • রেনালিভ ১ L(রেনাটা কোম্পানি)
ক্যালসিয়াম ভিটামিনঃ  গরুর মোটা তাজা ও গরুর ওজন বৃদ্ধিতে ক্যালসিয়াম ভিটামিন ও ওষুধটি বর্তমানে কৃষকরা অধিক ব্যবহার করছে।কারণ আপনারা সকলেই জানেন ক্যালসিয়াম ভিটামিন হাড় গঠনের সাহায্য করে থাকে। 

তাছাড়াও হাড় গঠনের সাথে সাথে হাড় মজবুত ও শক্তিশালী করে থাকে।গরুকে দ্রুত বৃদ্ধি করতে চাইলে এই ক্যালসিয়াম জাতীয় ভিটামিন ওষুধটি খাওয়াতে পারেন। 

গরুর শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করতে ক্যালসিয়াম ভিটামিন ব্যবহার করা হয়ে থাকে। গরুর নিত্যদিনের দানাদার খাদ্যে যদি ক্যালসিয়ামের অভাব দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গরুকে দিতে হবে। নিম্নে কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্টের নাম বলা হলোঃ 
  • রেনাক্যাল পি 1 L ও 5 L
  • সানক্যালভেট ওরাল 1 L ও 5 L
  • ডিসিপি গোল্ড 1 kg ও 5 kg
  • ডিসিপি প্লাস 1kg, 5kg ও 10kg
  • ক্যালভেট পি, 1 L
উপরোক্ত দেওয়া ক্যালসিয়াম ভিটামিন গুলো আপনারা গরুকে খাওয়াতে পারেন। তবে পরিমাণ মতো সঠিক নিয়ম অনুযায়ী খাওয়াতে হবে। আপনারা যদি নিয়মিত সঠিক নিয়ম অনুযায়ী গরু মোটাতাজাকরণ ভিটামিন খাওয়ান তাহলে তিন মাসে গরু মোটাতাজা করতে পারবেন।

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম

আপনারা চাইলে গরুকে খাবার দেওয়ার পাশাপাশি কিছু ঔষধ দেওয়ার মাধ্যমে গরুর দ্রুত ওজন বৃদ্ধি এবং মোটা তাজা করতে পারবেন। তবে আপনাদের সেই ওষুধগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। 

বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির গরু মোটাতাজাকরণের ঔষধ পাওয়া যায়। এর মধ্য থেকে আপনাকে সাধারণ ভাবে সকলে ব্যবহার করে এমন ওষুধ গুলো দেখে কিনতে হবে। আমরা আপনাদের জন্য সাধারণভাবে পরিচিত কিছু গরু মোটাতাজাকরণ ঔষধের নাম তুলে ধরেছি।
ক্যালফসটনিক 
  • Levanid 1500mg bolus
  • এমাইনোভিট প্লাস
  • Megavit DB 
  • ডিবি ভিটামিন 
  • মেগাভিট ডিবি 
  • Liver tonic
  • Navades 1500mg
  • বায়োনাল ফর্টি
  • রেনাভিট ডিবি 
  • Trox bolus 1500mg
  • এ-মেকটিন প্লাস ভেট
  • জিংক
  • Endex 1500mg
স্বাভাবিকভাবে গরুর শরীরে যদি কোন ধরনের ভিটামিনের অভাব দেখা দিয়ে থাকে তাহলে গরুর শারীরিক বৃদ্ধির ক্ষমতা কমে আসে, তাছাড়া গরুর উৎপাদন ক্ষমতা কমে যায়। এজন্য আপনারা গরুদের তিন থেকে চার মাস পর ভিটামিন , মিনারেলস এ ধরনের সাপ্লিমেন্ট দিবেন। 

এ ধরনের ভিটামিন দিলে গরুর মাংস উৎপাদন বেড়ে যাবে এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। যার ফলে গরু সব সময় সুস্থ সবল থাকবে এবং ওজনে বৃদ্ধি পেতে থাকবে। উপরের দেওয়া লিস্টে এর মধ্যে এ-মেকটিন প্লাস ভেট এই ওষুধটি গরুর কৃমি দূর করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এটি একটি কৃমিনাশক ঔষধ। 

এই ওষুধটি আপনাদের পাঁচ থেকে ছয় এমএল ব্যবহার করতে হবে প্রতি ১০০ কেজি গরুর ক্ষেত্রে। তবে ওষুধটি ট্যাবলেট হলে প্রতি ৮০ থেকে ১০০ কেজি গরুর জন্য ১টি ট্যাবলেট গুড়া করে সেবন করাতে হবে। 

গরু মোটাতাজাকরণ পাউডার 

গরু মোটাতাজাকরণ করার পাউডার রয়েছে, যেগুলো আপনারা গরুকে সেবন করিয়ে ওজন বৃদ্ধি করতে পারেন। নিম্নে পাউডার গুলোর তালিকা দেওয়া হলঃ
  • হুই প্রোটিন পাউডার
  • এপিভেট ১০ গ্রাম
  • গ্রোথ ফর্মুলা পাউডার
  • এসিআই ফ্যাট পাউডার
  • এসকাভিট ডিভি পাউডার
  • জিজিম্যাক্স পাউডার ২০ গ্রাম 
  • রেনাভিট-ডিবি ১০০
  • হারবো টপ ২০ গ্রাম
গরুর প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহে হুই প্রোটিন পাউডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া গরুর দুধ উৎপাদন বাড়াতে এটি সাহায্য করে থাকে। এ ধরনের প্রোটিন জাতীয় পাউডার গরুকে নিয়ম অনুযায়ী খাওয়াতে হবে তাহলে ভালো উপকার পাওয়া যাবে। 

এছাড়াও গ্রোথ ফর্মুলা পাউডার রয়েছে যেটি গুলোকে খাওয়ালে দ্রুত ওজন বাড়ানো যায় এবং তার সাথে গরু মোটাতাজা করা যায়। গ্রোথ ফর্মুলা পাউডারটিতে বিভিন্ন ধরনের ভিটামিন উপস্থিত রয়েছে। যেমনঃ ভিটামিন বি থ্রি, ভিটামিন এ, ভিটামিন ডি থ্রি, ভিটামিন ই, আয়োডিন, ক্যালসিয়াম সহ আরো অনেক ধরনের ভিটামিন ও পুষ্টিকর উপাদান উপস্থিত রয়েছে। তাহলে বুঝতে পারছেন এত ধরনের ভিটামিন রয়েছে উক্ত পাউডারটিতে। 

এই পাউডার সাধারণত বাংলাদেশে তৈরি করা হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে আপনারা বিভিন্ন অনলাইন বাজারে আমদানি কারক সেন্টারে পেয়ে যাবেন। গ্রোথ ফর্মুলা পাউডারটি একটি প্রাপ্তবয়স্ক গরুকে প্রতিদিন ২৫ থেকে ৪০ গ্রাম করে খাওয়াতে পারেন। তবে গরুর দৈহিক চাহিদা ও ওজন অনুযায়ী পাউডার দিতে হবে। আর লিস্টের তিন নাম্বারে যে পাউডারটি রয়েছে সেটি হল এসিআই ফ্যাট পাউডার। 

এই পাউডারটিতে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, এনজাইম ও গ্রোথ ফ্যাক্টর উপাদান উপস্থিত রয়েছে। আপনারা গরু মোটাতাজাকরণে পাউডার হিসেবে উক্ত পাউডারটি দৈনিক গরুকে দুইবেলা করে ৫০ গ্রাম করে খাওয়াতে হবে। 


তবে ভালোভাবে খাওয়ানোর নিয়ম জানতে একজন ভালো পশু চিকিৎসকের নিকট পরামর্শ করুন। তাছাড়া পাউডার কোম্পানির ম্যানুয়াল কাগজে খাওয়ানোর নিয়ম লেখা থাকে সেটি ভালোভাবে পড়ে নিবেন।

গরু মোটাতাজাকরণ ইনজেকশন

বর্তমানে বিভিন্ন কোম্পানির মোটাতাজাকরণ ইনজেকশন পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে গরু দ্রুত মোটা তাজা হয়ে ওঠে। নিম্নে ইনজেকশন গুলোর নাম জেনে নেওয়া যাক।
  • ভিটামিন এডিই
  • মেটাফস
  • এফএনএফ গ্রুপের ক্যাটাসল
  • এ-সল ভেট
  • মেগাভিট ডিভি
  • রেনেটা গ্রুপের ক্যাটাফস
  • ইনজেকশন কেটোফস ৩০ মিলি
  • ক্যাটাসল ৫০ মিলি
  • ভিটাফস ৩০ মিলি
  • ভি-প্লেক্সভেট ১০ মিলি
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ফার্মেসিতে উপরের দেওয়া ইনজেকশন ও পাউডার গুলো বিক্রি করা হচ্ছে। এই ধরনের ইনজেকশন গুলো গরুর মোটাতাজা করতে অধিক ব্যবহার করা হয়েছে। ইনজেকশন গুলোর দাম ১৯০টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আপনারা প্যাকেটের গায়ে দাম দেখে কিনবেন।

গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা

প্রাকৃতিকভাবে গরু মোটাতাজাকরণ করতে চাইলে অবশ্যই সুষম খাদ্য তালিকা তৈরি করে গরুকে খেতে দিতে হবে। গরু মোটাতাজাকরণ করার খাদ্য তালিকা রয়েছে যা জেনে আপনি সঠিক নিয়মে গরুকে খেতে দিলে দ্রুত ওজন বৃদ্ধি করতে পারবেন। গরুর ওজন বৃদ্ধির জন্য গরুর মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। নিচে খাদ্য তালিকা তুলে ধরা হলোঃ
  • আমিষ
  • গমের ভুষি
  • ঝিনুকের পাউডার
  • মাছের গুঁড়া
  • লবণ
  • মেটাবলিক শক্তি
  • খেসারি ভুষি
  • শুষ্ক খাদ্য
  • তিলের খৈল
আপনারা উপরোক্ত খাদ্যের উপাদান গুলো দিয়ে গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবেন। নিচে গরুর দানাদার খাদ্য তালিকা প্রকাশ করা হলোঃ
গরু মোটাতাজাকরণ ভিটামিন ঔষধের নাম

ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা

আপনারা চাইলে গরুর ওজন অনুযায়ী খাদ্য তৈরি করতে পারেন এবং সেই খাদ্যগুলো অবশ্যই নিয়ম অনুযায়ী গরুকে খেতে দিতে হবে। গরুর খাবারের পাশাপাশি অবশ্যই খামারে পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে। নিচে ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা সম্পর্কে আলোচনা করা হলোঃ

১০০ কেজি ওজনের গরুর খাদ্য তালিকাঃ

ধানের খড় দুই কেজি, সবুজ ঘাস ২ কেজি, দানাদার খাদ্য মিশ্রণ ২.৫ কেজি, ইউরিয়া ৩৫ গ্রাম, চিটাগুড়া ৩০০ থেকে ৪০০ গ্রাম এবং লবণ ২৫ গ্রাম ইত্যাদি উপাদান দিয়ে ১০০ কেজি ওজনের গরুর খাদ্য তৈরি করতে পারেন।

১৫০ কেজি দৈহিক ওজনের গরুর খাদ্য তালিকাঃ

কাঁচা ঘাস ছয় কেজি, খড় তিন কেজি, দানাদার খাদ্য মিশ্রণ তিন কেজি, চিটাগুড়া ৫০০ গ্রাম, ইউরিয়া ৪৫ গ্রাম ও লবণ ৩৫ গ্রাম দিয়ে ১৫০ কেজি ওজনের গরুর খাবার তৈরি করতে পারেন।

আশা করছি আপনারা ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গেছেন এবং গরুর খাবার দেওয়ার নিয়ম সম্পর্কে ভালোভাবে জানলেন। গরুকে অবশ্যই সঠিক নিয়মে খাবার প্রদান করতে হবে। গরুর খাদ্য দেওয়ার আগে খাদ্যের পাত্রটি পরিষ্কার করে রাখতে হবে। 

শুকনা দানাদার খাদ্য দিলে খামারে পানির ব্যবস্থা রাখতে হবে। তাছাড়াও খাবারের পাশাপাশি গরুকে সরিষার খৈল খাওয়াতে পারেন। এটি গরুর মোটাতাজাকরণে বেশ কার্যকরী।

FAQs - গরু মোটাতাজাকরণ ভিটামিন 


গরুর ভিটামিন কি?
গরুর স্বাস্থ্য বজায় রাখতে এবং গরু মোটাতাজা করতে যে সকল ভিটামিন ব্যবহার করা হয়ে থাকে তাদেরকেই গরুর ভিটামিন বলা হয়। গরুর ভিটামিন মূলত গরুর দৈহিক ওজনের বৃদ্ধি এবং দুধ উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়।

গরু মোটাতাজা করার উপায় কি?
গরু মোটাতাজা করার বিভিন্ন উপায় রয়েছে। এর মধ্যে আপনারা গরু মোটাতাজাকরণের ভিটামিন ব্যবহার করে গরু মোটাতাজা করতে পারবেন। তাছাড়াও গরু মোটাতাজা করার উপায় হিসেবে গরুকে দানাদার খাদ্য দিতে পারেন। আর আমরা উপরের অংশে গরুর দানাদার খাদ্য তালিকা সম্পর্কে তুলে ধরেছি।

গরুর জন্য সবচেয়ে ভালো ভিটামিন কোনটি?
গরুর জন্য সবচেয়ে ভালো ভিটামিন হিসাবে আপনারা লিভার টনিক ভিটামিনটি ব্যবহার করতে পারেন। কারণ এই ভিটামিনটি গরু মোটাতাজাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও গরুর ভিটামিন হিসেবে ক্যালসিয়াম ভিটামিন ব্যবহার করতে পারেন। এটিও বর্তমানে ভালো ভিটামিন হিসেবে পরিচিত লাভ করেছে।

গরুর পুষ্টি উপাদান কোনটি?
গরুর পুষ্টি উপাদান হিসেবে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন প্রয়োজন হয়। এসব পুষ্টি উপাদান গরুর দৈহিক বৃদ্ধি ও মোটাতাজা করতে সাহায্য করে থাকে।

লেখকের মন্তব্য

আজকের সম্পূর্ণ আর্টিকেলটিতে গরু মোটাতাজাকরণ ভিটামিন ওষুধের তালিকা ও গরুর মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেছেন। গরুর ওজন কিভাবে বৃদ্ধি করা যায় তা সম্পর্কে জানানো হয়েছে। 

যদি আপনি গরুর ওজন বৃদ্ধি করতে চান তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। গরুর ওজন বৃদ্ধির পাউডার সহ অন্যান্য সকলে ট্যাবলেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। গরুর ওজন বৃদ্ধি সম্পর্কিত ট্যাবলেট ও ওষুধ সম্পর্কে জানতে আপনি চাইলে সরাসরি কৃষি অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন। 

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.