প্রিয় বন্ধুরা আপনারা কি কুইজ গেম খেলতে চান, তাহলে কুইজ গেম খেলেই ইনকাম করা শুরু করুন। বর্তমানে বিভিন্ন কুইজ খেলার অ্যাপ রয়েছে যেখানে কুইজ খেলে মোবাইল রিচার্জ নিতে পারবেন। কুইজ গেম খেলে সহজে বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ নেয়া যায়। কোন অ্যাপগুলোতে কুইজ গেম খেলা যায় তা সম্পর্কে আর্টিকেলটিতে আলোচনা করব। কুইজ খেলার অ্যাপস গুলো সম্পর্কে জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইল।
কুইজ খেলে মোবাইল রিচার্জ নেওয়া বর্তমানে একটি জনপ্রিয় ইনকামের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আপনি কুইজ খেলবেন এবং সেই কুইজ থেকে ইনকাম করা অর্থ মোবাইল রিচার্জ এর মাধ্যমে নিতে পারবেন। চলুন এবার দেখে আসি কুইজ খেলে কিভাবে মোবাইল রিচার্জ পাওয়া যায়।
কুইজ খেলে ইনকাম - ভূমিকা
বর্তমানে শুধু খেলে সময় কাটানোই নয়, কুইজ খেলে মোবাইল রিচার্জ জেতার সুযোগও পাওয়া যায়। আপনি যদি জানেন কীভাবে, কোথায় এবং কোন অ্যাপ বা ওয়েবসাইটে কুইজ খেলে রিচার্জ জেতা যায়, তাহলে সহজেই মজার সাথে মোবাইল ব্যালেন্স ইনকাম করতে পারবেন।
এই আর্টিকেলে আমরা জানব কুইজ খেলে মোবাইল রিচার্জ জেতার সেরা অ্যাপ ও ওয়েবসাইট, কিভাবে কাজ করে এবং কিছু কার্যকরী টিপস।
কুইজ খেলে মোবাইল রিচার্জ কিভাবে কাজ করে?
বর্তমানে অনলাইনে বিভিন্ন apps ও ওয়েবসাইট কুইজ খেলার সুযোগ দিয়ে থাকে। যেখানে আপনি অ্যাপসগুলোতে কুইজ খেলে ইনকাম করে টাকা মোবাইল রিচার্জ এর মাধ্যমে নিতে পারবেন।
আরো পড়ুনঃ ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন
আপনি যদি তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উত্তর দেন, তাহলে আপনি পয়েন্ট, কয়েন বা ইনাম পাবেন, যা পরবর্তীতে মোবাইল রিচার্জে রিডিম করা যায়। এমন ওয়েবসাইট বা অ্যাপস ইন্টারনেটে হাজার হাজার রয়েছে।
আরো পড়ুনঃ বাস গেম খেলে টাকা ইনকাম করুন
তবে বিশ্বস্ত অ্যাপস ও ওয়েবসাইট গুলো খুঁজে বের করা জরুরী। তাই আমার আপনাদের জন্য যাচাই বাছাই করে সেরা কিছু কুইজ খেলে মোবাইল রিচার্জ অ্যাপ গুলো সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। এবার চলুন কুইজ খেলে ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানা যাক।
কুইজ খেলে মোবাইল রিচার্জ অ্যাপস
কুইজ খেলে টাকা উপার্জন করার অনেক বাংলাদেশী ও বিদেশী সাইট রয়েছে যেগুলো ব্যবহার করে কুইজ খেলে ইনকাম করা যায়। পাশাপাশি google প্লে স্টোরে কিছু অ্যাপস পাবেন যেখানে কুইজ খেলে আপনি প্রতিদিন মোবাইল রিচার্জ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
এতে করে আপনার মোবাইল রিচার্জ ইনকাম হবে। আমরা সেই ধরনের অ্যাপস গুলো সম্পর্কেও আলোচনা করব। চলুন এবার নিম্নে কুইজ খেলে মোবাইল রিচার্জ অ্যাপস গুলোর তালিকা দেখে আসি।
Loco Live Trivia & Quiz Game
কুইজ খেলে মোবাইল রিচার্জ জেতার অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ হল Loco Live Trivia & Quiz Game। এটি মূলত একটি ইন্ডিয়ান অ্যাপ, যেখানে সরাসরি লাইভ কুইজ খেলে ইনকাম করা যায়।এখানে লাইভ কুইজে অংশ নিয়ে আপনি মোবাইল রিচার্জ ও পে-টিএম ক্যাশ জিততে পারেন।
তবে এটি যেহেতু ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে বাংলাদেশীদের এখান থেকে পেমেন্ট নিতে হলে পেটিএম ব্যবহার করতে হবে।
অর্থাৎ paytm ওয়ালেটের মাধ্যমে এই অ্যাপ থেকে মোবাইল রিচার্জ ইনকাম নিতে পারবেন। প্রতিদিন কুইজ অংশগ্রহণ করা যায়, সঠিকভাবে কুইজের উত্তর দিলেই পয়েন্ট বা কয়েন অর্জন করে ইনকাম করা যায়।
Qureka থেকে কুইজ খেলে ইনকাম
এই অ্যাপটিতে প্রতিদিন কুইজ গেম , লাইভ কুইজ ও মিনি গেম খেলার অফার থাকে। আপনি উক্ত টাক্স গুলো সম্পন্ন করে রেগুলার মোবাইল রিচার্জ জিততে পারেন। এছাড়াও কুইজ অংশগ্রহণ করে সরাসরি ক্যাশ রিওয়ার্ড পর্যন্ত জেতা যায়।
তবে এই ধরনের অ্যাপ গুলো থেকে ইনকাম করতে হলে একটু বেশি সময় এর দরকার হয়। অর্থাৎ আপনাকে সময় নিয়ে অ্যাপগুলোতে কাজ করে মোবাইল রিচার্জ ইনকাম করতে হবে।
WinZO Gold থেকে কুইজ খেলা ইনকাম
এখানে কুইজ ছাড়াও অনেক গেম আছে। আপনি কুইজ খেলে WinZO কয়েন অর্জন করে তা মোবাইল রিচার্জে রিডিম করতে পারেন। আশা করি বুঝতে পারছেন এই অ্যাপটিতে সরাসরি ইনকাম হয় না, এখানে প্রথমে আপনাকে কুইজ খেলে পয়েন্ট কালেক্ট করতে হবে। আর সেই পয়েন্ট পরবর্তীতে এক্সচেঞ্জ করার মাধ্যমে মোবাইল রিচার্জে বা সরাসরি ক্যাশে নিতে পারবেন।
mChamp App থেকে কুইজ খেলে মোবাইল রিচার্জ
এই অ্যাপে কুইজ খেলে আপনি মোবাইল রিচার্জের সুযোগ পেতে পারেন। প্রতিদিন নতুন কুইজ আপডেট হয়। সাধারণত এই অ্যাপটিতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক কুইজ খেলা যায়। তাই আপনি এই অ্যাপটি থেকে হয়তো বেশি আয় করতে পারবেন না।
শুধুমাত্র দিনে ৫০ থেকে ৮০ টাকা মোবাইলে চার্জ ইনকাম করতে পারেন। তবুও এখানে আপনাকে কুইজ খেলার মাধ্যমেই আয় করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে, সরাসরি অ্যাপটির নাম লিখে সার্চ করে ইন্সটল করে নিন। অ্যাপটিতে আপনি ভিডিও কুইজ গেম খেলতে পারবেন।
পাশাপাশি ১০০ টির বেশি বিষয়ে কুইজ খেলার ফিচার রয়েছে। মূলত আপনি যে বিষয়গুলোতে পারদর্শী সেই বিষয়গুলো সম্পর্কেও কুইজের অপশন পাবেন। অর্থাৎ অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এই এপটিতে। নিঃসন্দেহে এখানে কুইজ খেলে আয় করতে পারবেন। ইতিমধ্যেই অ্যাপটি গুগল প্লে স্টোরে থেকে ১০ লক্ষের বেশি বার ডাউনলোড হয়েছে।
Google Opinion Rewards থেকে কুইজ খেলুন
এটি সরাসরি কুইজ না হলেও, ছোট ছোট প্রশ্নের উত্তর দিলে গুগল থেকে প্লে স্টোর ক্রেডিট পাওয়া যায়, যা রিচার্জেও ব্যবহারযোগ্য। আর google প্লে স্টোর ক্রেডিট গিফট কার্ড এর মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। যা পরবর্তীতে আপনি মোবাইল রিচার্জ করে নিতে পারবেন।
Taka Income Pro -টাকা ইনকাম প্রো
যদি কুইজ খেলে মোবাইল রিচার্জ সরাসরি নিতে চান তাহলে Taka Income Pro অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটিতে শুধু কুইজ খেলে নয় বরং বিভিন্ন গেম খেলেও আয় করার সুযোগ রয়েছে। এখানে আপনি ছোট ছোট মিনি গেম খেলতে পারবেন যেমনঃ বাবুল সুটার গেম , বাস গেম , স্পিনার গেম ইত্যাদি।
এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কুইজ গেম খেলে ইনকাম করা। সর্বনিম্ন ২০ টাকা জমা হলেই মোবাইল রিচার্জ এর মাধ্যমে নিতে পারবেন। আর ৫০ টাকা জমা হলে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া যাবে। ইতিমধ্যেই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে।
আপনি চাইলে কিছু সময় ব্যয় করে অ্যাপটিতে কাজ করে মোবাইল রিচার্জ নিতে পারেন।এখানে জেনারেল নলেজ নিয়ে কুইজ খেলার অপশন পাবেন। পাশাপাশি কুইজ খেলেও নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে পারবেন।
mRewards
mRewards হচ্ছে একটি জনপ্রিয় রিওয়ার্ড অ্যাপ, যেটির মাধ্যমে আপনি কুইজ খেলে, অ্যাপ ডাউনলোড করে কিংবা ছোট ছোট টাস্ক পূরণ করে ইনকাম করতে পারেন। এই অ্যাপে প্রতিটি কাজের জন্য আপনি পাবেন নির্দিষ্ট সংখ্যক কয়েন, যা আপনি পরবর্তীতে মোবাইল রিচার্জ বা গিফট কার্ডে রিডিম করতে পারবেন।
CashQuiz থেকে কুইজ খেলে ইনকাম
CashQuiz একটি ইউজার-ফ্রেন্ডলি কুইজ অ্যাপ, যেখানে আপনি প্রতিদিন বিভিন্ন কুইজ খেলে ইনকাম করতে পারেন। অ্যাপটি সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস এবং আরও অনেক বিষয়ের উপর ভিত্তি করে কুইজ অফার করে।CashQuiz অ্যাপ থেকে ইনকাম করার উপায়ঃ
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করুন
- ইমেইল অথবা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন
- প্রতিদিন নতুন নতুন কুইজ পাওয়া যায়, সেগুলোতে অংশ নিন
- প্রতিটি সঠিক উত্তরের জন্য নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট বা কয়েন পাবেন।
- রিডিম অপশন থেকে মোবাইল রিচার্জ বা পেমেন্ট গ্রহণ করুন (Paytm/UPI/গিফট কার্ড ইত্যাদি)।
কুইজ খেলে টাকা ইনকাম app
কুইজ খেলে টাকা ইনকাম করার অনেক অ্যাপ আছে যা আপনাদের সাথে আজকের এই অংশটিতে শেয়ার করার চেষ্টা করব। তবে প্রতিটি অ্যাপ থেকে ইনকাম করা যায় না। ইনকাম করতে হলে অবশ্যই নিয়ম কানুন জানতে হয়।
যে কোন অ্যাপ ব্যবহার করার পূর্বে অবশ্যই রিভিউ এবং ফিডব্যাক দেখবেন। যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে কিছু সময় ব্যয় করে অ্যাপ গুলোতে কুইক খেলে ইনকাম করুন। নিম্নে কুইজ খেলে টাকা ইনকাম করার অ্যাপস এর তালিকা দেওয়া হলঃ
- Quizedom
- Pocket Money
- Givvy Quiz
- Big Cash
- Swagbucks
- Pollpay
- Quizemaster
- Quizegiri
- Quiz tiger
- Qureka Pro
- Daily taka
- Taka Ghor
- Taka Income
- Toffee app
উপরোক্ত অ্যাপগুলোর ফিডব্যাক দেখে কুইজ খেলা শুরু করুন। যদি আপনার কাছে সময় থাকে তাহলেই এই ধরনের কুইজ খেলার অ্যাপ গুলো ব্যবহার করে মোবাইল রিচার্জ অথবা পেমেন্ট নিতে পারেন।
কুইজ খেলে মোবাইল রিচার্জ জেতার টিপস
নিয়মিত খেলাঃ প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করলে জেতার সম্ভাবনা বাড়ে।
সঠিক তথ্য দেওয়াঃ প্রোফাইল তথ্য সঠিকভাবে পূরণ করুন, যাতে পেমেন্ট সমস্যা না হয়।
রেফার বোনাসঃ অনেক অ্যাপে রেফার করলে বাড়তি রিওয়ার্ড পাওয়া যায়।
ইন্টারনেট স্পিডঃ লাইভ কুইজে অংশ নিতে হলে ভালো ইন্টারনেট কানেকশন গুরুত্বপূর্ণ।
শেষ কথা - কুইজ খেলে টাকা ইনকাম
আপনি যদি মজার ছলে টাকা ইনকাম বা মোবাইল রিচার্জ করতে চান, তাহলে কুইজ অ্যাপ হতে পারে দারুণ একটি মাধ্যম। শুধু একটু সময় ও স্মার্টনেস ব্যবহার করলেই আপনি বিনা খরচে মোবাইল রিচার্জ পেতে পারেন।তো, আজ থেকেই চেষ্টা করুন – কুইজ খেলুন, শেখুন, আর ইনাম জিতুন।
আজ এ পর্যন্ত শেষ করছি দেখা হবে নতুন অনলাইন ইনকাম ট্রিকস নিয়ে। ততক্ষণে আপনি আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে কুইজ খেলা শুরু করুন এবং অন্যান্য উপায়ে অনলাইন ইনকাম করতে চাইলে আমাদের ওয়েবসাইটের অনলাইন ইনকাম ক্যাটাগরিতে ভিজিট করুন।