-->

বাড়ির আশেপাশে থাকা wifi password বের করুন সহজেই

আপনার বাড়ির আশেপাশে ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে, তাহলে আপনি খুব সহজেই বাড়ির আশেপাশে থাকা wifi password বের করতে পারেন। যদি আপনার ডিভাইসে ওয়াইফাই সংযোগ থাকে তাহলেই আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার কিছু বৈধ নিয়ম রয়েছে যা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব।
বাড়ির আশেপাশে থাকা wifi password
আপনার বাড়ির আশেপাশে ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে, আর সেই ওয়াইফাই নেটওয়ার্ক যদি আপনার ফোনে কোনভাবে কানেক্টেড থাকে। কিন্তু আপনার জন্য ওয়াইফাই পাসওয়ার্ড বের করা খুবই সহজ হবে। 

ওয়াইফাই নেটওয়ার্কটি আপনার মোবাইলে আগে থেকেই সংযোগ থাকলে আপনি সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন। কিভাবে বাড়ির আশেপাশে থাকা wifi password বের করবেন তা সম্পর্কে এখন আলোচনা করা হবে।

বাড়ির আশেপাশে থাকা wifi password বের করার নিয়ম

ওয়াইফাই মালিকের অনুমতি ছাড়া পাসওয়ার্ড বের করে ওয়াইফাই চালানো সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ। তাই আপনি কখনোই মালিক অনুমতি ছাড়া ওয়াইফাই ব্যবহার করবেন না। যদি আপনার পাশের বাড়ির মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি তাদের কাছে থেকে ওয়াইফাই নেটওয়ার্ক মোবাইলে কানেক্ট করে নিতে পারেন। 
আর যদি আপনার মোবাইলে ওয়াইফাই নেটওয়ার্কটি কানেক্ট করা থাকে তাহলে আপনি বিভিন্ন উপায়ে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে অন্যান্য ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এজন্য আপনার বাড়ির আশেপাশে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। 
আর ভালো সম্পর্ক হলে আপনি খুব সহজেই প্রতিবেশীর ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করে নিতে পারবেন। তাদের অনুমতি নিয়ে তাদের কাছ থেকে ওয়াইফাই মোবাইলে কানেক্ট করে নিন। আর কানেক্ট করা ওয়াইফাই নেটওয়ার্ক এর পাসওয়ার্ড খুব সহজে বের করা যায়। নিম্নে বাড়ির আশেপাশে থাকা wifi password বের করার নিয়ম গুলো আলোচনা করা হলোঃ 
  • wifi password বের করার জন্য অবশ্যই ডিভাইসে নেটওয়ার্কটি কানেক্টেড থাকতে হবে। অর্থাৎ আপনার ডিভাইসে সেই wi-fi নেটওয়ার্কটির সংযোগ থাকতে হবে।
  • যদি আপনার মোবাইলে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট থাকে তাহলে আপনি Wi-Fi QR Code এর সাহায্য নিয়ে খুব সহজেই পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন।
  • এর জন্য প্রথমে ওয়াইফাই সেটিং এ যাবেন। এখন বিভিন্ন মোবাইলে ওয়াইফাই সেটিং বিভিন্ন জায়গায় থাকে।
  • এজন্য আপনি সরাসরি মোবাইলে সেটিং এ যাবেন। এবার সেখান থেকে ওয়াইফাই অপশনে যান।
  • ওয়াইফাই অপশন থেকে আপনার ডিভাইসটি যেই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড রয়েছে সেখানে ক্লিক করুন।
  • মূলত যেই নামের ওয়াইফাই নেটওয়ার্কের সাথে আপনার ডিভাইস কানেক্ট রয়েছে সেই নামের উপর ক্লিক করুন। 
  • এখন আপনার মোবাইলের স্ক্রিনে নিচের দিকে Wi-Fi QR নামক একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন চাইবে।
  • আপনি সরাসরি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার সাথে সাথে আপনার স্কিনে wifi নেটওয়ার্কের Wi-Fi QR Code জেনারেট হবে।
  • এখন আপনি যদি Wi-Fi QR টি কিউ আর স্ক্যানার দিয়ে স্ক্যান করেন তাহলে পাসওয়ার্ড দেখতে পাবেন।
  • তবে বর্তমানে এখন আপডেট মোবাইল গুলোতে সরাসরি Wi-Fi QR Code অপশনে ক্লিক করলে পাসওয়ার্ড দেখা যায়।
এভাবে আপনি ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত যেকোনো ডিভাইস থেকে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে নিতে পারেন। এটি বর্তমানে সবচেয়ে সহজ উপায়। এভাবে চাইলে আপনি বাড়ির আশেপাশে থাকা wifi password বের করে নিতে পারেন। 

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম ২০২৫ 

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সহজ নিয়ম রয়েছে, আর নিয়ম গুলো সম্পর্কে এখন জানানো হবে। ওয়াইফাই পাসওয়ার্ড জানার জন্য নিম্নের পদ্ধতি গুলো অনুসরণ করুন। এখানে ওয়াইফাই নেটওয়ার্কটি যদি আপনার ডিভাইসে কানেক্টেড থাকে তাহলে আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন। 

আপনি যেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন, সেই ওয়াইফাই সংযোগ আপনার ডিভাইসে না থাকলে আপনি বের করতে পারবেন না। নিম্নে পাসওয়ার্ড বের করার আরেকটি পদ্ধতি তুলে ধরা হলোঃ
  • মোবাইলে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করুন। অবশ্যই কানেক্টেড থাকতে হবে। 
  • ব্রাউজারে যানঃ 192.168.0.1 অথবা 192.168.1.1 লিখে সার্চ করুন (রাউটার অনুযায়ী আলাদা হতে পারে)। এটি মূলত ওয়াইফাই রাউটারের আইপি অ্যাড্রেস।
  • বিভিন্ন রাউটারের আইপি অ্যাড্রেস ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
  • তাই সঠিক আইপি অ্যাড্রেস জানার জন্য wi-fi নেটওয়ার্কের নামের উপর ক্লিক করুন। মূল কথা ওয়াইফাই সেটিং এ যান। সেখান থেকে আপনি ওয়াইফাই আইপি অ্যাড্রেস দেখতে পাবেন।
  • এবার আইপি এড্রেসটি কপি করে বাউজারের লিখে সার্চ করুন।
  • কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলের স্ক্রিনে রাউটারের পেজ ওপেন হবে। সেখানে আপনাকে এডমিন নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • সাধারণত প্রতিটি রাউটারের ইউজারনেম-পাসওয়ার্ডঃ সাধারণত admin / admin (ডিফল্ট) হয়ে থাকে। 
  • তবে রাউটারের ইউজারনেম ও পাসওয়ার্ড সাধারণত রাউটারের পিছনের দিকে লেখা থাকে।
  • ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • লগইন করার পর Wireless Settings → Security → Password অংশে গিয়ে পাসওয়ার্ড দেখতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন।
এভাবে নিজের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড সহজেই বের করা যায় এবং পরিবর্তন করা যায়। পাশাপাশি আপনি বাড়ির আশেপাশে থাকা wifi password এই উপায়ে বের করতে পারেন।  তবে সেক্ষেত্রে অবশ্যই রাউটারের ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড জানতে হবে।

ওয়াইফাই কানেক্ট করার অ্যাপস

ওয়াইফাই কানেক্ট করার অ্যাপস ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড দেখা যায়। পাশাপাশি ওয়াইফাই কানেক্ট করার অ্যাপ গুলো ব্যবহার করে আপনি ইউজার সংখ্যা দেখতে পারেন এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড যেকোনো সময় পরিবর্তন করতে পারেন। 

পাশাপাশি আপনার ওয়াইফাই কতজন ব্যবহার করছে সেগুলোর ডিটেলস আপনি এই অ্যাপস গুলো ব্যবহার করে দেখতে পারবেন। তাছাড়াও পাসওয়ার্ড জেনে আপনি ওয়াইফাই নেটওয়ার্ক অন্যান্য ডিভাইসে কানেক্ট করতে পারবেন। নিম্নে ওয়াইফাই কানেক্ট করার অ্যাপস ও সফটওয়্যার গুলোর তালিকা দেওয়া হলোঃ 
  • Home Wifi Alert 
  • All Router Admin 
  • Router setup Page
  • Router Admin Setup Control
  • All Router Admin 
  • WiFi Router Manager
  • WiFi Password
  • WiFi Analyzer
উপরোক্ত অ্যাপস গুলো ব্যবহার করে ওয়াইফাই এর সকল সেটিং গুলো ব্যবহার করতে পারেন। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে উক্ত অ্যাপস ব্যবহার করতে পারেন। পাশাপাশি ওয়াইফাই রাউটারের এডমিন প্যানেল লগইন করার জন্য এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।আরও বিভিন্ন কাজে এই অ্যাপস গুলো ব্যবহার করা যাবে। মূলত সবগুলো কাজই ওয়াইফাই সম্পর্কিত।

কিভাবে ফ্রি wifi চালানো যায়?

আপনি সরাসরি যেকোন ওয়াইফাই ফ্রিতে চালাতে পারবেন না। ওয়াইফাই কানেক্ট করার জন্য ওয়াইফাই পাসওয়ার্ড এর প্রয়োজন হয়। আর যে কোন ওয়াইফাই এর মালিক আপনাকে ওয়াইফাই কানেক্ট করে দিবে না। যদি আপনার ওয়াইফাই মালিকের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলেই আপনি তাদের কাছ থেকে কানেক্ট করে নিয়ে ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। 

পাসওয়ার্ড ছাড়া কোনভাবেই ওয়াইফাই কানেক্ট করা সম্ভব নয়। অনেকেই হ্যাক করার চিন্তা ভাবনা করে থাকেন, এটি কোন ভাবেই করা সম্ভব না। কারণ বর্তমানে ওয়াইফাই রাউটার গুলো বেশ উন্নত মানের। যেগুলোকে কোন ব্যক্তি হ্যাক করতে পারবে না। 

তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু হয়েছে যেখানে আপনি ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে পারেন। বিশেষ করে বিভিন্ন মোবাইল শোরুমে , রেস্টুরেন্টে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই সিস্টেম রয়েছে। 

যেখানে আপনি ফ্রিতে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও বিভিন্ন টুরিস্ট এলাকায় ফ্রি ওয়াইফাই সার্ভিস আছে, সেখানে আপনি ফ্রিতে ওয়াইফাই কানেক্ট করে চালাতে পারবেন। আপনার এলাকায় কোথায় ফ্রি ওয়াইফাই রয়েছে সেটি জানার জন্য ইন্টারনেটে খোঁজ করুন। 

পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্ট করার নিয়ম

পাসওয়ার্ড ছাড়া দুইটি উপায়ে ওয়াইফাই কানেক্ট করতে পারেন। তবে অবশ্যই ওয়াইফাই নেটওয়ার্কটি আপনার মোবাইলে আগে থেকেই কানেক্টেড থাকতে হবে। যদি কানেক্ট করা থাকে তাহলে আপনি অন্য আরেকটি ডিভাইসে পাসওয়ার্ড ছাড়াই সংযোগ দিতে পারবেন। পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার নিয়ম গুলো হলোঃ
  • প্রথমত আপনি ওয়াইফাই কিউআর কোড এর মাধ্যমে সরাসরি পাসওয়ার্ড ছাড়াই অন্য আরেকটি মোবাইলে ওয়াইফাই সংযোগ করতে পারবেন। আর এই নিয়মটি আমার ইতিমধ্যেই "বাড়ির আশেপাশে থাকা wifi password" পয়েন্টিটিতে আলোচনা করেছি। সেই পয়েন্টটি ভালো করে পড়ুন বিস্তারিত জানতে পারবেন।
  • পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার আরেকটি উপায় রয়েছে। যেখানে আপনার মোবাইলে আগে থেকেই ওয়াইফাই কানেক্ট না থাকলেও আপনি ওয়াইফাই সংযোগ নিয়ে নিতে পারবেন। এর জন্য কিছু স্টেপ রয়েছে যা আমরা এখন জানাবো।
পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্টঃ
পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করতে হলে আপনি এই উপায়ে খুব সহজেই কানেক্ট করে নিতে পারবেন।
  • এই উপায়ে কানেক্ট করার জন্য প্রথমে মোবাইলের ওয়াইফাই সেটিং এ যান। ওয়াইফাই অপশনের সেটিং এ উপরের দিকে আপনি WPS নামক একটা অপশন পাবেন। 
  • WPS Button নামক অপশন এ ক্লিক করুন। এই অপশনটি সকল মোবাইলে থাকে না। যাদের মোবাইলে এই অপশনটি আছে তারাই পাসওয়ার্ড ছাড়া সরাসরি কানেক্ট করতে পারবেন।
  • এখন আপনি যেই ওয়াইফাই রাউটার থেকে সংযোগ নিবেন সেই ওয়াইফাই রাউটারের পিছনে থাকা WPS বাটনটি ক্লিক করে ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে রাখুন। 
  • উক্ত বাটনে ক্লিক করলেই রাউটারটি WPS মোডে চলে যাবে।
  • এখন যদি আপনি আপনার মোবাইল ফোনে Wps অপশনটি চালু করেন তাহলে সাথে সাথে রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে।
  • রাউটারের WPS mode এক মিনিট পর্যন্ত চালু থাকে, এই সময় যেকোনো ব্যক্তি মোবাইল ফোনের ওয়াইফাই সেটিং থেকে WPS অপশনে ক্লিক করে ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবে।
এভাবে কোন ধরনের ঝামেলা ছাড়াই কানেক্ট ছাড়া ওয়াইফাই সংযোগ নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই ওয়াইফাই রাউটারটি আপনার হাতের কাছে থাকতে হবে। 

কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম (যদি আগে কানেক্ট করা থাকে)

আপনার কম্পিউটারে ওয়াইফাই সংযোগ থাকলে আপনি সহজেই কিছু কমান্ড টাইপ করে পাসওয়ার্ডটি দেখতে পারেন। এই উপায়টি সাধারণত কানেক্টেড থাকা কম্পিউটারে করা যায়। একমাত্র আপনার কম্পিউটারে wi-fi নেটওয়ার্কটি কানেক্ট থাকলেই এই উপায়ে পাসওয়ার্ড দেখতে পারবেন। 

এভাবে আপনি নিজের ভুলে যাওয়া ওয়াইফাই এর পাসওয়ার্ড পর্যন্ত দেখে নিতে পারেন। কম্পিউটার থেকে পাসওয়ার্ড দেখার জন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুনঃ
  1. কম্পিউটারে Command Prompt (CMD) খুলুন।
  2. আর টাইপ করুনঃ netsh wlan show profiles 
  3. যেকোনো নেটওয়ার্কের জন্য টাইপ করুনঃ netsh wlan show profile name="Network_Name" key=clear
  4. "Key Content" লাইনে পাসওয়ার্ড দেখা যাবে।

লেখকের মন্তব্য - Wifi password show

আর্টিকেলটিতে বাড়ির আশেপাশে থাকা wifi password বের করার সহজ নিয়ম গুলো আলোচনা করেছি। আপনি আমাদের উপায় গুলো অনুসরণ করে নিজের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড ও অন্যান্য ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারেন। যেকোন ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার পূর্বে ওয়াইফাই নেটওয়ার্কের মালিকের অনুমতি নিয়ে নিবেন। 

কারণ অনুমতি ছাড়া অন্য কারোর ওয়াইফাই ব্যবহার করা উচিত নয়। অনুমতি নিয়ে ব্যবহার করুন আর নিরাপদে থাকুন। এই ধরনের টেক রিলেটেড আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট চোখ রাখুন। 

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.